হাবিবুর রনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

পুরস্কার বিভিন্নভাবে অনুপ্রেরণা জোগায়। শিক্ষাজীবনে পাওয়া পুরস্কার জীবন ও ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শেখায় শিক্ষার্থীদের। সানজিদা ইতুও তার ব্যতিক্রম নন।
চাঁদপুরের শাহরাস্তির মেয়ে সানজিদা ইতুর বেড়ে ওঠার অনেকটা সময় কাটে কুমিল্লা শহরে। দুই বোনের মধ্যে তিনি ছোট। বাবা শেখ মনির হোসেন পেশায় সরকারি চাকরিজীবী। মা ফেরদৌসী ইয়াসমিন স্বপ্নাও চাকরিজীবী। ইতু কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৭ সালে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। এরপর প্রতিটি সেমিস্টার পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রাখেন ইতু।
স্নাতক জীবনের অভিজ্ঞতা নিয়ে ইতু বলেন, ‘অমসৃণ এই চার বছরের পথে যে কাজগুলো আমাকে ভালো ফল অর্জনে সাহায্য করেছে, সেগুলো হলো—মনোযোগ দিয়ে ক্লাস করা, ক্লাসের অতিরিক্ত তথ্যসহ ক্লাস খাতা গুছিয়ে রাখা এবং প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা ক্লাস নোটে চোখ বোলানো। পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তরের দিকে আমার বাড়তি নজর থাকত, যাতে করে শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের সময় অন্যদের থেকে আমার খাতা আলাদা করতে পারেন।’
কৃষি অনুষদ থেকে ইতু সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৫ পেয়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে স্নাতক শেষ করেন। বর্তমানে তিনি কৃষি রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর পর্বে পড়াশোনা করছেন। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারেও পেয়েছেন সর্বোচ্চ সিজিপিএ ৪। স্নাতক পর্যায়ে তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে পেয়েছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক।
অর্জনটা একেবারে কম নয় ইতুর। সেই অর্জনের পেছনে যে পরিশ্রম আছে, সেটা না বললেও চলে। এসব অর্জন নিয়ে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি তিনি। কী বলবেন, সেই ভাষা খুঁজে পাচ্ছিলেন না। খানিক ধাতস্থ হয়ে নেন। তারপর বলতে থাকেন, ‘দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে এনএসটি ফেলোশিপ পেয়েছি। এটা ভীষণ আনন্দের বিষয়। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়।
স্নাতকের ফলের ভিত্তিতে স্বর্ণপদক পাওয়ার আনন্দও বাঁধভাঙা। দীর্ঘ চার বছর ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিশ্রম আর অধ্যবসায়কে সঙ্গী করেই এই পথ পাড়ি দিতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে অন্যদের চেয়ে খানিকটা বেশি।’
তবে কিছুটা কৌশলী পরিশ্রম তাঁকে অন্যদের চেয়ে এগিয়ে রাখলেও পড়াশোনার সঙ্গে লেগে থাকাই মুখ্য বিষয় ছিল বলে মনে করেন ইতু।
এর পেছনের কারণ হিসেবে আছে নিয়মিত ক্লাস করা এবং সেসব ভালোভাবে বোঝার চেষ্টা করা। শুধু মুখস্থ করলেই সব হয় না বলে মনে করেন ইতু।
ভালো ফল, সঙ্গে পুরস্কার। ক্যারিয়ার গড়তে চান কিসে? এ প্রশ্নে কিছুটা ভাবনায় পড়ে যান সানজিদা ইতু। তবে ভবিষ্যতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান, সে বিষয়টা নিশ্চিত। সেই সঙ্গে উচ্চতর ডিগ্রি ও কৃষি গবেষণা করতে চান তিনি। ইতু মনে করেন, গবেষণা না হলে শিক্ষকতায় ভালো করা সম্ভব নয়। নতুন জ্ঞানের সঙ্গে পরিচয় না থাকলে শিক্ষার্থীদের পড়ানো কঠিন।

পুরস্কার বিভিন্নভাবে অনুপ্রেরণা জোগায়। শিক্ষাজীবনে পাওয়া পুরস্কার জীবন ও ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শেখায় শিক্ষার্থীদের। সানজিদা ইতুও তার ব্যতিক্রম নন।
চাঁদপুরের শাহরাস্তির মেয়ে সানজিদা ইতুর বেড়ে ওঠার অনেকটা সময় কাটে কুমিল্লা শহরে। দুই বোনের মধ্যে তিনি ছোট। বাবা শেখ মনির হোসেন পেশায় সরকারি চাকরিজীবী। মা ফেরদৌসী ইয়াসমিন স্বপ্নাও চাকরিজীবী। ইতু কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৭ সালে ভর্তি হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। এরপর প্রতিটি সেমিস্টার পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রাখেন ইতু।
স্নাতক জীবনের অভিজ্ঞতা নিয়ে ইতু বলেন, ‘অমসৃণ এই চার বছরের পথে যে কাজগুলো আমাকে ভালো ফল অর্জনে সাহায্য করেছে, সেগুলো হলো—মনোযোগ দিয়ে ক্লাস করা, ক্লাসের অতিরিক্ত তথ্যসহ ক্লাস খাতা গুছিয়ে রাখা এবং প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা ক্লাস নোটে চোখ বোলানো। পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তরের দিকে আমার বাড়তি নজর থাকত, যাতে করে শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের সময় অন্যদের থেকে আমার খাতা আলাদা করতে পারেন।’
কৃষি অনুষদ থেকে ইতু সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৫ পেয়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে স্নাতক শেষ করেন। বর্তমানে তিনি কৃষি রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর পর্বে পড়াশোনা করছেন। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারেও পেয়েছেন সর্বোচ্চ সিজিপিএ ৪। স্নাতক পর্যায়ে তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তনে পেয়েছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক।
অর্জনটা একেবারে কম নয় ইতুর। সেই অর্জনের পেছনে যে পরিশ্রম আছে, সেটা না বললেও চলে। এসব অর্জন নিয়ে কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি তিনি। কী বলবেন, সেই ভাষা খুঁজে পাচ্ছিলেন না। খানিক ধাতস্থ হয়ে নেন। তারপর বলতে থাকেন, ‘দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে এনএসটি ফেলোশিপ পেয়েছি। এটা ভীষণ আনন্দের বিষয়। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়।
স্নাতকের ফলের ভিত্তিতে স্বর্ণপদক পাওয়ার আনন্দও বাঁধভাঙা। দীর্ঘ চার বছর ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিশ্রম আর অধ্যবসায়কে সঙ্গী করেই এই পথ পাড়ি দিতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে অন্যদের চেয়ে খানিকটা বেশি।’
তবে কিছুটা কৌশলী পরিশ্রম তাঁকে অন্যদের চেয়ে এগিয়ে রাখলেও পড়াশোনার সঙ্গে লেগে থাকাই মুখ্য বিষয় ছিল বলে মনে করেন ইতু।
এর পেছনের কারণ হিসেবে আছে নিয়মিত ক্লাস করা এবং সেসব ভালোভাবে বোঝার চেষ্টা করা। শুধু মুখস্থ করলেই সব হয় না বলে মনে করেন ইতু।
ভালো ফল, সঙ্গে পুরস্কার। ক্যারিয়ার গড়তে চান কিসে? এ প্রশ্নে কিছুটা ভাবনায় পড়ে যান সানজিদা ইতু। তবে ভবিষ্যতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান, সে বিষয়টা নিশ্চিত। সেই সঙ্গে উচ্চতর ডিগ্রি ও কৃষি গবেষণা করতে চান তিনি। ইতু মনে করেন, গবেষণা না হলে শিক্ষকতায় ভালো করা সম্ভব নয়। নতুন জ্ঞানের সঙ্গে পরিচয় না থাকলে শিক্ষার্থীদের পড়ানো কঠিন।

তারুণ্য ধরে রাখতে মরিয়া পৃথিবীর মানুষ। কোনোভাবেই তারা বৃদ্ধ হতে চায় না। তাই বিভিন্ন সম্ভাবনা নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন পৃথিবীর খ্যাতনামা বিজ্ঞানীরা। কখনো সেসব গবেষণায় মেলে সাফল্য, আবার কখনো অপেক্ষা করতে হয় আরও ব্যাপক গবেষণা ফলের জন্য। এবারও বিজ্ঞানীরা তেমনি একটি গবেষণা করছেন চকলেটের ওপর...
১১ ঘণ্টা আগে
জীবন ইতিবাচকভাবে বদলাতে জীবনধারাতেও পরিবর্তন আনা জরুরি। এই ব্যাপারটা বলিউড তারকারা কঠোরভাবে বিশ্বাস করেন। বি টাউনের আলোচিত নায়িকাদের অনেকে নতুন বছরে নিজেদের জীবনধারায় পরিবর্তন এনেছেন। তাঁরা বিশ্বাস করেন, এসব পরিবর্তন তাঁদের ভবিষ্যৎ জীবনে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে...
১৪ ঘণ্টা আগে
শীতের দুপুরে গরম-গরম ভাতের সঙ্গে কলইশাক ভাজি খেতে দারুণ লাগে। এখন এই শাকের মৌসুম। কলইশাক শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে বহু উপকারিতা। প্রচুর আঁশ থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তা ছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে। কলইশাক রান্নার মূল ব্যাপারটা...
১৬ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে প্রচুর এনার্জি থাকবে, কিন্তু সেই এনার্জি অফিসের কাজে না লাগিয়ে বিরিয়ানির দোকান খুঁজতে বেশি খরচ করবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে, তবে চোর থেকে সাবধান! বিশেষ করে অফিসের কলম বা সহকর্মীর টিফিন চুরির অপবাদ যেন আপনার ঘাড়ে না আসে।
১৮ ঘণ্টা আগে