মেহেরাবুল ইসলাম সৌদিপ

ছোটবেলা থেকে গানের প্রতি ঝোঁক ছিল সুতপার। গান কিংবা নাচ—দুটোতেই পটু তিনি। এরই মাঝে স্বরচিত গানে জনপ্রিয় হয়ে উঠছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সুতপা রায়। তাঁর নিজের লেখা অনেক গানের মধ্যে সুর করেছেন পাঁচটির। এসব গান গেয়ে দিন দিন সবার মন জয় করে নিচ্ছেন সুতপা।
শুরুটা পরিবার থেকে। সুতপার বাবা পবিত্র কুমার রায় এবং মা সীমা রায় পুরান ঢাকার বাসিন্দা। বড় ভাই ড. প্রয়াস রায়। সুতপা শখের বশে গান লেখেন। মৌলিক সেই গানগুলোর সুরও করেন। তাঁর সুর ও কণ্ঠে আকৃষ্ট হয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।
সুতপার নিজের লেখা ও সুর করা ‘হারাব পথে পথে’ শিরোনামের গানটি ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছে। পরিবারের আগ্রহে ছোটবেলা থেকে গান গাওয়া শুরু।গানের হাতেখড়ি বিষ্ণু কুমার ধরের কাছে। এরপর বাসাবোর ধর্মরাজিক ললিতকলা একাডেমিতে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী শ্রদ্ধেয় এম এ মান্নান ও হুমায়ুন কবিরের কাছে নজরুলসংগীতে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করেন সুতপা। এরপর উচ্চশিক্ষার জন্য ছায়ানটে নজরুলসংগীত অধ্যয়ন শুরু করেন। সেখানে অসিত দে, খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলসহ অন্যদের সান্নিধ্যে গান শিখেছেন।
বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সংগীত বিভাগে অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া স্টুডিও প্রোটিউন বিডি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তাঁর দুটি গান জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর একটি মৌলিক গান। নতুন গান তৈরিতে তাদের সঙ্গে কথা চলছে সুতপার।
অবসরে গানের চর্চা করতে গেলে বিভিন্ন সময় নানা কথায় নিজের অজান্তে সুর তৈরি হয়। নিজের ভালো লাগলে তা রেকর্ড করে পরিপূর্ণ গানে রূপ দেওয়ার চেষ্টা করেন। নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে শেয়ার করে নতুন সৃষ্টির আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পছন্দ করেন সুতপা। মাঝে মাঝে শ্রোতাদের বিপুল সাড়া পেলে ভালো লাগে। নতুন উদ্যমে আবার নতুন গানের কথা কিংবা সুর তৈরির ইচ্ছা জাগে।
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পুরোপুরিভাবে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িয়ে পড়র ইচ্ছা পোষণ করেন সুতপা। অবসরে তাঁর ভালো লাগে গান গাইতে, গান লিখতে এবং সেই লেখা গানে সুর বসাতে। এসব তিনি ভবিষ্যতে কাজে লাগাতে চান।

ছোটবেলা থেকে গানের প্রতি ঝোঁক ছিল সুতপার। গান কিংবা নাচ—দুটোতেই পটু তিনি। এরই মাঝে স্বরচিত গানে জনপ্রিয় হয়ে উঠছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সুতপা রায়। তাঁর নিজের লেখা অনেক গানের মধ্যে সুর করেছেন পাঁচটির। এসব গান গেয়ে দিন দিন সবার মন জয় করে নিচ্ছেন সুতপা।
শুরুটা পরিবার থেকে। সুতপার বাবা পবিত্র কুমার রায় এবং মা সীমা রায় পুরান ঢাকার বাসিন্দা। বড় ভাই ড. প্রয়াস রায়। সুতপা শখের বশে গান লেখেন। মৌলিক সেই গানগুলোর সুরও করেন। তাঁর সুর ও কণ্ঠে আকৃষ্ট হয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।
সুতপার নিজের লেখা ও সুর করা ‘হারাব পথে পথে’ শিরোনামের গানটি ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছে। পরিবারের আগ্রহে ছোটবেলা থেকে গান গাওয়া শুরু।গানের হাতেখড়ি বিষ্ণু কুমার ধরের কাছে। এরপর বাসাবোর ধর্মরাজিক ললিতকলা একাডেমিতে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী শ্রদ্ধেয় এম এ মান্নান ও হুমায়ুন কবিরের কাছে নজরুলসংগীতে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করেন সুতপা। এরপর উচ্চশিক্ষার জন্য ছায়ানটে নজরুলসংগীত অধ্যয়ন শুরু করেন। সেখানে অসিত দে, খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলসহ অন্যদের সান্নিধ্যে গান শিখেছেন।
বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় সংগীত বিভাগে অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন। এ ছাড়া স্টুডিও প্রোটিউন বিডি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তাঁর দুটি গান জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর একটি মৌলিক গান। নতুন গান তৈরিতে তাদের সঙ্গে কথা চলছে সুতপার।
অবসরে গানের চর্চা করতে গেলে বিভিন্ন সময় নানা কথায় নিজের অজান্তে সুর তৈরি হয়। নিজের ভালো লাগলে তা রেকর্ড করে পরিপূর্ণ গানে রূপ দেওয়ার চেষ্টা করেন। নিজের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে শেয়ার করে নতুন সৃষ্টির আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে পছন্দ করেন সুতপা। মাঝে মাঝে শ্রোতাদের বিপুল সাড়া পেলে ভালো লাগে। নতুন উদ্যমে আবার নতুন গানের কথা কিংবা সুর তৈরির ইচ্ছা জাগে।
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর পুরোপুরিভাবে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িয়ে পড়র ইচ্ছা পোষণ করেন সুতপা। অবসরে তাঁর ভালো লাগে গান গাইতে, গান লিখতে এবং সেই লেখা গানে সুর বসাতে। এসব তিনি ভবিষ্যতে কাজে লাগাতে চান।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
৩ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
৪ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৫ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
২০ ঘণ্টা আগে