বিভাবরী রায়

‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’
কিশোর কুমারের গাওয়া এই গান শুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।
যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?

চোখ সাজাতে যা যা লাগবে
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সেটা একান্তই নিজের পছন্দ।
শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়শ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।

এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজে চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।
প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।
কাজল ব্যবহারে সতর্কতা
⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।
⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।
⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।
⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’
কিশোর কুমারের গাওয়া এই গান শুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।
যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?

চোখ সাজাতে যা যা লাগবে
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সেটা একান্তই নিজের পছন্দ।
শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়শ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।

এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজে চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।
প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।
কাজল ব্যবহারে সতর্কতা
⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।
⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।
⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।
⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১ সেকেন্ড আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
২ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ নিজেকে মার্ভেল কমিকসের হিরো মনে হতে পারে। সকালে ব্রাশ করার সময় আয়নায় নিজেকে দেখে মনে হবে—পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। বিকেল ৫টার মধ্যে কোনো অসমাপ্ত প্রজেক্ট শেষ হবে। তবে নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে বসের মুডটা বুঝে নিন।
৩ ঘণ্টা আগে