বিভাবরী রায়

‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’
কিশোর কুমারের গাওয়া এই গান শুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।
যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?

চোখ সাজাতে যা যা লাগবে
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সেটা একান্তই নিজের পছন্দ।
শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়শ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।

এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজে চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।
প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।
কাজল ব্যবহারে সতর্কতা
⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।
⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।
⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।
⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

‘সারা মন কেন তুমি চোখে সাজালে,/ কত কী রয়েছে লেখা কাজলে কাজলে।’
কিশোর কুমারের গাওয়া এই গান শুনলেই ভেসে ওঠে এমন এক মুখশ্রী, যার চোখেই হৃদয়ের সব গল্প ফুটে উঠেছে। আর এ কারণেই হয়তো বলা হয়, চোখ মনের কথা বলে। চোখেই ভেসে ওঠে আনন্দের হাসি, চোখেই থাকে প্রেম আবার এ চোখেই লেখা থাকে বেদনার গল্প।
যাঁরা সাজতে একেবারেই পছন্দ করেন না, তাঁরাও বাইরে বের হলে চোখের নিচে বা ওপরে কাজল বুলিয়ে নেন। নারীর কাজলমাখা চোখ নিয়ে যুগ যুগ ধরে বহু গান, কবিতা লেখা হয়েছে। কেউ কাজলকালো চোখের প্রেমে পড়েছেন, কেউ এই চোখকে ভেবেছেন আশ্রয়। আবার এই চোখেই কেউ দেখেছেন নিজের ভবিষ্যৎ। কবি-সাহিত্য়িক-গীতিকারেরা নানান উপমা তৈরি করেছেন যাঁদের চোখ দেখে, তাঁদের বেশির ভাগেরই কিন্তু টানা কাজল বেশি পছন্দ। ‘কালো মেয়ের কালো হরিণ চোখ’ কিংবা ‘পাখির নীড়ের মতো’ বনলতা সেনের চোখ পেতে কত কসরতই না করতে হয়! টানা কাজলে চোখ সাজানোর ট্রেন্ডও চলছে এখন। কী করে সাজবেন টানা কাজলে?

চোখ সাজাতে যা যা লাগবে
টানা কাজলে চোখ সাজাতে প্রয়োজন হবে মাত্র দুটি জিনিস, ভালো ব্র্যান্ডের একটি প্রাইমার ও আইলাইনার। চোখ আরও বেশি ড্রামাটিক করে তুলতে লেন্স পরতে পারেন। তবে সেটা একান্তই নিজের পছন্দ।
শুরুতে চোখে একটি ভালো বেস তৈরি করতে হবে। সে জন্য খুব ভালো করে চোখ পরিষ্কার, টোনিং ও ময়শ্চারাইজ করে নিন। যদি আপনার চোখের চার পাশে লালচে, ডার্ক সার্কেল বা ফোলা ভাব থাকে, তবে চোখের সেরাম বা আই ক্রিম ব্যবহার করুন। এরপর চোখের পাতায় মেকআপ ভালোভাবে বসবে, সেটা নিশ্চিত করতে প্রাইমার লাগিয়ে নিন।

এবার পালা আইলাইনার বাছাইয়ের। বাজারে বিভিন্ন ব্র্যান্ড ও ধরনের আইলাইনার পাওয়া যায়। আপনি বেছে নিতে পারেন লিকুইড আইলাইনার, যেগুলো সরু ব্রাশ দিয়ে সহজে চোখে ব্যবহার করা যায়। অথবা বেছে নিতে পারেন জেল-বেসড আইলাইনার। ক্যাটস আই আঁকার ক্ষেত্রে সাধারণত বাঁকানো ব্রাশ ভালো কাজে দেয়। চেষ্টা করবেন ফেল্ট টিপ ব্রাশ বেছে নিতে। তাহলে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ক্যাটস আই আঁকা বেশি সহজ হবে।
প্রস্তুতি শেষ হলে এবার ধাপে ধাপে চোখ সাজানো শুরু করুন।
কাজল ব্যবহারে সতর্কতা
⦁ অন্যের ব্যবহার করা কাজল ব্যবহার করবেন না। এতে চোখের সংক্রমণ ছড়াতে পারে।
⦁ ঘুমানোর আগে কাজল পরিষ্কার করুন।
⦁ চোখ ওঠা বা চোখে কোনো ধরনের সংক্রমণ থাকলে কাজল ব্যবহার করবেন না।
⦁ দীর্ঘ সময় ধরে চোখে কাজল রাখা যাবে না। তাতে চোখে জ্বালা বা লাল হয়ে যাওয়াসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৬ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৮ ঘণ্টা আগে
আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
৮ ঘণ্টা আগে