রজত কান্তি রায়, ঢাকা
ভালোবাসার অন্য নাম জামদানি—এটা না বললেও চলে এ দেশের মানুষকে। এই এক বস্ত্র নিয়ে কত আলোচনা, কত লেখালেখি আর তর্কবিতর্ক, তার কোনো হিসাব নেই। আসছে ভালোবাসা দিবসে তাই অঙ্গে জড়িয়ে থাক জামদানি।
শক্তির যেমন ক্ষয় নেই, শিল্প হিসেবে জামদানিও তেমনি অক্ষয়। কারণ, জামদানি এখন শাড়িতে সীমাবদ্ধ নেই। সেটি তো আছেই। জামদানি কাপড় দিয়ে তৈরি হচ্ছে নারী-পুরুষের পোশাক এবং হোম ডেকর। এগুলোর মধ্যে আছে স্কার্ফ, কামিজ, কটি, পাঞ্জাবি, ওড়না, কুশন কভার কিংবা জানালার পর্দা। নোটবুকের কভারে এর ব্যবহার এখন মনকাড়া। অবাক হওয়ার মতো ঘটনা বটে, জামদানি কাপড় দিয়ে এখন তৈরি হচ্ছে জুতা। এ তো গেল সরাসরি জামদানি কাপড়ের ব্যবহার। এর মোটিফ দিয়ে টাঙ্গাইলে তৈরি হয় এক বিশেষ ধরনের সুতি শাড়ি, যার নাম টাঙ্গাইলা জামদানি। শুধু মোটিফ ব্যবহারের কারণে দেওয়া এই নাম অনেককে ধন্দে ফেলে। আর সে কারণে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জামদানির প্রভাব প্রায় সর্বব্যাপী।
জামদানির পোশাক
বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো এনেছে বিভিন্ন পোশাক। কয়েক বছর ধরে এমন উৎসবকেন্দ্রিক পোশাকে দেখা যাচ্ছে জামদানি কাপড় এবং এর নকশার ব্যবহার। কিছু প্রতিষ্ঠান এখন জামদানি দিয়ে তৈরি করছে লং কটি, কামিজ, ওড়না, ব্লাউজ, ছেলেদের কটি, পাঞ্জাবি। এসব পোশাকে ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল রং। এগুলোর মধ্যে লাল ও নীল উল্লেখযোগ্য। এসব রং যেমন ভালোবাসা প্রকাশে ব্যবহার করা হয়, তেমনি এসব উজ্জ্বল রং বসন্তের সঙ্গেও যুক্ত। আদিতে জামদানি কাপড়ে কোনো রং ছিল না। সেটি ছিল মূলত সাদা রঙের সুতার ওপর সাদা কিংবা এর বিভিন্ন স্তরের রঙের সুতার খেলা। এই সাদার ওপর সাদা রঙের জামদানি শাড়ি এবং অন্যান্য পোশাকও চাইলে এখন বানিয়ে নেওয়া যায়।
জামদানি শাড়ির একটা দারুণ দিক আছে, সেটি হলো বাজার বা ফ্যাশন হাউসগুলোর আউটলেটে তো কিনতে পাবেনই; চাইলে পছন্দের রং ও নকশার জামদানি বানিয়ে নেওয়া যায়। ভালোবাসা দিবস সামনে রেখে তা-ও করতে পারেন।
জামদানি দিয়ে পোশাক তৈরি করেন নাজিয়া বিনতে হারুন। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘অবনি’। নাজিয়া জানান, তাঁদের তৈরি পোশাকের মধ্যে জামদানি কটির দাম ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া জামদানি টু-পিসের দাম ৪ হাজার ২০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা। থ্রি-পিস ৬ হাজার থেকে ১২ হাজার টাকা। এ ছাড়া পুরুষদের জামদানি কটি পাওয়া যায় ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকায়।

উপহারসামগ্রী ও অন্যান্য
জামদানি দিয়ে সরাসরি পোশাক নয়। এখন কাঠ বা বোর্ডে তৈরি আসবাব, উপহারসামগ্রী, শোপিসের নকশায়ও ব্যবহৃত হচ্ছে জামদানি কাপড় এবং কখনো কখনো এর মোটিফ। মূলত এর বহুল পরিচিত মোটিফগুলো ব্যবহার করা হয় এসব তৈরিতে।
নোটবুক, নকশি আয়নাসহ বিভিন্ন উপহারসামগ্রী তৈরিতে বেশ জনপ্রিয় প্রতিষ্ঠান ‘যথাশিল্প’। প্রতিষ্ঠানটির আইকনিক পণ্য জামদানি নোটবুক। দেশে নয়, বিদেশেও যাচ্ছে এ প্রতিষ্ঠানের নোটবুক। যথাশিল্প নোটবুকের পাশাপাশি তৈরি করে জামদানি ফাইল ফোল্ডার। নকশি আয়নার কভারের নকশাতেও ব্যবহার করা হয় জামদানি মোটিফ। এ ছাড়া প্রতিষ্ঠানটি তৈরি করে জামদানি স্কার্ফ, টেবিল রানার এবং জানালার পর্দা। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শাওন আকন্দ জানান, জামদানির বৈচিত্র্যময় পণ্য তরুণদের ভালো লাগছে। তাঁরা জামদানি নোটবুকসহ অন্যান্য পণ্য কিনছেন যথাশিল্পের আউটলেট এবং অনলাইন থেকে।

যথাশিল্পের জামদানি নোটবুকের দাম (পকেট সাইজ) ৩৮০ থেকে ১ হাজার ১৮০ টাকা। এ ছাড়া সিঙ্গেল পিস জামদানি স্কার্ফের দাম ২ হাজার ৫০০ টাকা।
এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন ও অফলাইনে আরও অনেক প্রতিষ্ঠান জামদানি দিয়ে তৈরি করা বৈচিত্র্যময় পণ্য বিক্রি করে। একটু খুঁজলেই মিলে যাবে সেসব পণ্য।
জামদানি আমাদের গর্বের ও ভালোবাসার ঐতিহ্য। এই ভালোবাসা দিবসে জামদানি জড়িয়ে থাক আমাদের, আমরা জড়িয়ে থাকি জামদানির বৈচিত্র্যময় পণ্যে।

ভালোবাসার অন্য নাম জামদানি—এটা না বললেও চলে এ দেশের মানুষকে। এই এক বস্ত্র নিয়ে কত আলোচনা, কত লেখালেখি আর তর্কবিতর্ক, তার কোনো হিসাব নেই। আসছে ভালোবাসা দিবসে তাই অঙ্গে জড়িয়ে থাক জামদানি।
শক্তির যেমন ক্ষয় নেই, শিল্প হিসেবে জামদানিও তেমনি অক্ষয়। কারণ, জামদানি এখন শাড়িতে সীমাবদ্ধ নেই। সেটি তো আছেই। জামদানি কাপড় দিয়ে তৈরি হচ্ছে নারী-পুরুষের পোশাক এবং হোম ডেকর। এগুলোর মধ্যে আছে স্কার্ফ, কামিজ, কটি, পাঞ্জাবি, ওড়না, কুশন কভার কিংবা জানালার পর্দা। নোটবুকের কভারে এর ব্যবহার এখন মনকাড়া। অবাক হওয়ার মতো ঘটনা বটে, জামদানি কাপড় দিয়ে এখন তৈরি হচ্ছে জুতা। এ তো গেল সরাসরি জামদানি কাপড়ের ব্যবহার। এর মোটিফ দিয়ে টাঙ্গাইলে তৈরি হয় এক বিশেষ ধরনের সুতি শাড়ি, যার নাম টাঙ্গাইলা জামদানি। শুধু মোটিফ ব্যবহারের কারণে দেওয়া এই নাম অনেককে ধন্দে ফেলে। আর সে কারণে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে জামদানির প্রভাব প্রায় সর্বব্যাপী।
জামদানির পোশাক
বসন্ত ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো এনেছে বিভিন্ন পোশাক। কয়েক বছর ধরে এমন উৎসবকেন্দ্রিক পোশাকে দেখা যাচ্ছে জামদানি কাপড় এবং এর নকশার ব্যবহার। কিছু প্রতিষ্ঠান এখন জামদানি দিয়ে তৈরি করছে লং কটি, কামিজ, ওড়না, ব্লাউজ, ছেলেদের কটি, পাঞ্জাবি। এসব পোশাকে ব্যবহার করা হচ্ছে উজ্জ্বল রং। এগুলোর মধ্যে লাল ও নীল উল্লেখযোগ্য। এসব রং যেমন ভালোবাসা প্রকাশে ব্যবহার করা হয়, তেমনি এসব উজ্জ্বল রং বসন্তের সঙ্গেও যুক্ত। আদিতে জামদানি কাপড়ে কোনো রং ছিল না। সেটি ছিল মূলত সাদা রঙের সুতার ওপর সাদা কিংবা এর বিভিন্ন স্তরের রঙের সুতার খেলা। এই সাদার ওপর সাদা রঙের জামদানি শাড়ি এবং অন্যান্য পোশাকও চাইলে এখন বানিয়ে নেওয়া যায়।
জামদানি শাড়ির একটা দারুণ দিক আছে, সেটি হলো বাজার বা ফ্যাশন হাউসগুলোর আউটলেটে তো কিনতে পাবেনই; চাইলে পছন্দের রং ও নকশার জামদানি বানিয়ে নেওয়া যায়। ভালোবাসা দিবস সামনে রেখে তা-ও করতে পারেন।
জামদানি দিয়ে পোশাক তৈরি করেন নাজিয়া বিনতে হারুন। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘অবনি’। নাজিয়া জানান, তাঁদের তৈরি পোশাকের মধ্যে জামদানি কটির দাম ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া জামদানি টু-পিসের দাম ৪ হাজার ২০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা। থ্রি-পিস ৬ হাজার থেকে ১২ হাজার টাকা। এ ছাড়া পুরুষদের জামদানি কটি পাওয়া যায় ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকায়।

উপহারসামগ্রী ও অন্যান্য
জামদানি দিয়ে সরাসরি পোশাক নয়। এখন কাঠ বা বোর্ডে তৈরি আসবাব, উপহারসামগ্রী, শোপিসের নকশায়ও ব্যবহৃত হচ্ছে জামদানি কাপড় এবং কখনো কখনো এর মোটিফ। মূলত এর বহুল পরিচিত মোটিফগুলো ব্যবহার করা হয় এসব তৈরিতে।
নোটবুক, নকশি আয়নাসহ বিভিন্ন উপহারসামগ্রী তৈরিতে বেশ জনপ্রিয় প্রতিষ্ঠান ‘যথাশিল্প’। প্রতিষ্ঠানটির আইকনিক পণ্য জামদানি নোটবুক। দেশে নয়, বিদেশেও যাচ্ছে এ প্রতিষ্ঠানের নোটবুক। যথাশিল্প নোটবুকের পাশাপাশি তৈরি করে জামদানি ফাইল ফোল্ডার। নকশি আয়নার কভারের নকশাতেও ব্যবহার করা হয় জামদানি মোটিফ। এ ছাড়া প্রতিষ্ঠানটি তৈরি করে জামদানি স্কার্ফ, টেবিল রানার এবং জানালার পর্দা। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শাওন আকন্দ জানান, জামদানির বৈচিত্র্যময় পণ্য তরুণদের ভালো লাগছে। তাঁরা জামদানি নোটবুকসহ অন্যান্য পণ্য কিনছেন যথাশিল্পের আউটলেট এবং অনলাইন থেকে।

যথাশিল্পের জামদানি নোটবুকের দাম (পকেট সাইজ) ৩৮০ থেকে ১ হাজার ১৮০ টাকা। এ ছাড়া সিঙ্গেল পিস জামদানি স্কার্ফের দাম ২ হাজার ৫০০ টাকা।
এ দুটি প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন ও অফলাইনে আরও অনেক প্রতিষ্ঠান জামদানি দিয়ে তৈরি করা বৈচিত্র্যময় পণ্য বিক্রি করে। একটু খুঁজলেই মিলে যাবে সেসব পণ্য।
জামদানি আমাদের গর্বের ও ভালোবাসার ঐতিহ্য। এই ভালোবাসা দিবসে জামদানি জড়িয়ে থাক আমাদের, আমরা জড়িয়ে থাকি জামদানির বৈচিত্র্যময় পণ্যে।

ইলেকট্রিক হিটারের ব্যবহার দিন দিন বাড়ছে, বিশেষ করে তীব্র শীতের অঞ্চলগুলোয়। কিন্তু সমস্যা হলো, সব ইলেকট্রিক হিটার এক রকম নয়। কোনোটি খুব দ্রুত গরম হবে ঠিক; কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যাবে। কোনোটি আবার ধীরে গরম হয়, তবে দীর্ঘ সময় আরামদায়ক তাপ ধরে রাখে। বিদ্যুতের দাম যখন চড়া, তখন ভুল হিটার কিনলে মাস শেষে...
৭ মিনিট আগে
চুকাই ফুল এখন বেশ পরিচিত। ‘চুকাই’ বা চুকোই বললে অনেকে নাও চিনতে পারেন এই ফুলকে। কিন্তু যদি বলি রোজেলা, বেশির ভাগ মানুষ একবারেই চিনে ফেলবেন একে। কালচে লাল এই ফুলটির রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। এর টক, জ্যাম ও জেলি জনপ্রিয়। তবে সম্ভবত বেশি জনপ্রিয় এর চা। রোজেলা চা এখন কিনতে পাওয়া যায়। সে সব নয়...
২ ঘণ্টা আগে
তারুণ্য ধরে রাখতে মরিয়া পৃথিবীর মানুষ। কোনোভাবেই তারা বৃদ্ধ হতে চায় না। তাই বিভিন্ন সম্ভাবনা নিয়ে নিরন্তর গবেষণা করে চলেছেন পৃথিবীর খ্যাতনামা বিজ্ঞানীরা। কখনো সেসব গবেষণায় মেলে সাফল্য, আবার কখনো অপেক্ষা করতে হয় আরও ব্যাপক গবেষণা ফলের জন্য। এবারও বিজ্ঞানীরা তেমনি একটি গবেষণা করছেন চকলেটের ওপর...
১৬ ঘণ্টা আগে
জীবন ইতিবাচকভাবে বদলাতে জীবনধারাতেও পরিবর্তন আনা জরুরি। এই ব্যাপারটা বলিউড তারকারা কঠোরভাবে বিশ্বাস করেন। বি টাউনের আলোচিত নায়িকাদের অনেকে নতুন বছরে নিজেদের জীবনধারায় পরিবর্তন এনেছেন। তাঁরা বিশ্বাস করেন, এসব পরিবর্তন তাঁদের ভবিষ্যৎ জীবনে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে...
১৯ ঘণ্টা আগে