বিভাবরী রায়

ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ উপাদান। ত্বককে তারুণ্যদীপ্ত রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বি ভিটামিন; যেমন ভিটামিন বি১২, বি৩ বা নায়াসিন, বি ৫ বা প্যান্থোনিক অ্যাসিড, বি ৭ অর্থাৎ বায়োটিন এবং বি২ বা রিবোফ্লাভিন ভীষণ কার্যকরী ভূমিকা রাখে।
ভিটামিন বি ত্বকের যেসব উপকার করে—

ত্বকের সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন বি সমৃদ্ধ যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন—
গরু ও মুরগির মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাতীয় খাবার (যেমন পনির, দই), সামুদ্রিক মাছ, পালংশাক, বিটরুট, মটরশুঁটি ও অন্যান্য শিম জাতীয় খাবার, মাশরুম, বাদাম ও বীজ (যেমন সূর্যমুখী বীজ, চিনাবাদাম), কলা, অ্যাভোকাডো, তরমুজ ইত্যাদি ফল, সয়াবিন ইত্যাদি।
তবে এসব খাবার খাওয়ার পাশাপাশি বাহ্য়িকভাবে যত্ন নিতে ভিটামিন বি সমৃদ্ধ প্যাকও ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপাদানে তৈরি করে নেওয়া সম্ভব ভিটামিন বি সমৃদ্ধ এসব ফেসপ্যাক। জেনে নিন কী কী উপানে ফেসপ্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে ভিটামিন বি এর গুণ ত্বক পাবে।
পাকা কলার ফেসপ্যাক
সারা বছর বাজারে পাওয়া যায় এই ফল। ভিটামিন বি এর চাহিদা পূরণে সকালের নাশতায় কলা তো খাবেনই, পাশাপাশি প্যাক তৈরি করেও ত্বকে ব্যবহার করতে পারেন। এই প্যাক তৈরি করাও সহজ। পাকা কলা ভালোভাবে চটকে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। একটু পুরু পরত করতে চাইলে সামান্য বেসন মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে করে ত্বকের ডিপ ক্লিনের কাজটাও ভালো হবে। কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি; যা ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে বেসনে থাকা পুষ্টিগুণ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

আলুর ফেসপ্যাক
আলুতে রয়েছে ভিটামিন বি৬; যা ত্বকের রং উজ্জ্বল করতে এবং ত্বকে মসৃণ ভাব আনতে সাহায্য করে। যাঁদের রোজই রোদে বের হতে হয়, তাঁরা আলুর ফেসপ্যাক ত্বকে ব্যবহার করলে উপকার পাবেন। আলুর ফেসপ্যাক তৈরির জন্য মাঝারি আকারের একটি আলু থেঁতো করে তার রস বের করে নিন। এবার এর সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, হলুদ ও মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর করতে ১ চা-চামচ আলুর রস, ১ চা-চামচ টমেটোর রস, আধা চা-চামচ মধু মিশিয়ে পুরো মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই প্যাক শরীরের অন্যান্য স্থানেও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। বিশেষ করে ভ্রমণ শেষে ফেরার পর ত্বকের কালচে ভাব কাটাতে এই প্যাক ব্যবহারে খুব ভালো ফল পাবেন।
টক দই ও মধুর মাস্ক
টক দইয়ে রয়েছে ভিটামিন বি, বিশেষ করে রিবোফ্লাভিন (বি২) এবং ল্যাকটিক অ্যাসিড; যা ত্বকের মরাকোষ দূর করতে এবং ত্বকের রোমকূপ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। অন্যদিকে, মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। মধুর মধ্য়কার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা নিরাময়ে সাহায্য করে। ভিটামিন বি সমৃদ্ধ ফেসপ্যাক তৈরির জন্য একটি বাটিতে এক টেবিল চামচ টক দই ও এক চা-চামচ মধু মেশান। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫-২০ মিনিট। তারপর কুসুম গরম পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের নির্জীব ভাব কাটিয়ে ত্বকে জেল্লা ফেরাতে এই প্যাকের জুড়ি নেই।
সূত্র: বি বিউটিফুল, কায়া ক্লিনিক ও অন্যান্য

ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ উপাদান। ত্বককে তারুণ্যদীপ্ত রাখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বি ভিটামিন; যেমন ভিটামিন বি১২, বি৩ বা নায়াসিন, বি ৫ বা প্যান্থোনিক অ্যাসিড, বি ৭ অর্থাৎ বায়োটিন এবং বি২ বা রিবোফ্লাভিন ভীষণ কার্যকরী ভূমিকা রাখে।
ভিটামিন বি ত্বকের যেসব উপকার করে—

ত্বকের সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য ভিটামিন বি সমৃদ্ধ যেসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন—
গরু ও মুরগির মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাতীয় খাবার (যেমন পনির, দই), সামুদ্রিক মাছ, পালংশাক, বিটরুট, মটরশুঁটি ও অন্যান্য শিম জাতীয় খাবার, মাশরুম, বাদাম ও বীজ (যেমন সূর্যমুখী বীজ, চিনাবাদাম), কলা, অ্যাভোকাডো, তরমুজ ইত্যাদি ফল, সয়াবিন ইত্যাদি।
তবে এসব খাবার খাওয়ার পাশাপাশি বাহ্য়িকভাবে যত্ন নিতে ভিটামিন বি সমৃদ্ধ প্যাকও ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপাদানে তৈরি করে নেওয়া সম্ভব ভিটামিন বি সমৃদ্ধ এসব ফেসপ্যাক। জেনে নিন কী কী উপানে ফেসপ্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে ভিটামিন বি এর গুণ ত্বক পাবে।
পাকা কলার ফেসপ্যাক
সারা বছর বাজারে পাওয়া যায় এই ফল। ভিটামিন বি এর চাহিদা পূরণে সকালের নাশতায় কলা তো খাবেনই, পাশাপাশি প্যাক তৈরি করেও ত্বকে ব্যবহার করতে পারেন। এই প্যাক তৈরি করাও সহজ। পাকা কলা ভালোভাবে চটকে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। একটু পুরু পরত করতে চাইলে সামান্য বেসন মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে করে ত্বকের ডিপ ক্লিনের কাজটাও ভালো হবে। কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি; যা ত্বকের গভীরে প্রবেশ করে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে বেসনে থাকা পুষ্টিগুণ ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

আলুর ফেসপ্যাক
আলুতে রয়েছে ভিটামিন বি৬; যা ত্বকের রং উজ্জ্বল করতে এবং ত্বকে মসৃণ ভাব আনতে সাহায্য করে। যাঁদের রোজই রোদে বের হতে হয়, তাঁরা আলুর ফেসপ্যাক ত্বকে ব্যবহার করলে উপকার পাবেন। আলুর ফেসপ্যাক তৈরির জন্য মাঝারি আকারের একটি আলু থেঁতো করে তার রস বের করে নিন। এবার এর সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস, হলুদ ও মধু। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঈষদুষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর করতে ১ চা-চামচ আলুর রস, ১ চা-চামচ টমেটোর রস, আধা চা-চামচ মধু মিশিয়ে পুরো মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এই প্যাক শরীরের অন্যান্য স্থানেও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। বিশেষ করে ভ্রমণ শেষে ফেরার পর ত্বকের কালচে ভাব কাটাতে এই প্যাক ব্যবহারে খুব ভালো ফল পাবেন।
টক দই ও মধুর মাস্ক
টক দইয়ে রয়েছে ভিটামিন বি, বিশেষ করে রিবোফ্লাভিন (বি২) এবং ল্যাকটিক অ্যাসিড; যা ত্বকের মরাকোষ দূর করতে এবং ত্বকের রোমকূপ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। অন্যদিকে, মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। মধুর মধ্য়কার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ ও ফুসকুড়ির মতো সমস্যা নিরাময়ে সাহায্য করে। ভিটামিন বি সমৃদ্ধ ফেসপ্যাক তৈরির জন্য একটি বাটিতে এক টেবিল চামচ টক দই ও এক চা-চামচ মধু মেশান। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১৫-২০ মিনিট। তারপর কুসুম গরম পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের নির্জীব ভাব কাটিয়ে ত্বকে জেল্লা ফেরাতে এই প্যাকের জুড়ি নেই।
সূত্র: বি বিউটিফুল, কায়া ক্লিনিক ও অন্যান্য

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
১১ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
১৩ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১৫ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১৭ ঘণ্টা আগে