
টিভি নাটকের পরিচিত মুখ সাফা কবির। মিষ্টি মুখের এই মেয়েকে দেখা গেল ওটিটি প্ল্যাটফর্মেও। হইচইয়ের ওয়েব সিরিজ ‘বলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চটপট কিছু প্রশ্ন তৈরি করে বিকেলে ফোন করি তাঁকে। সেই প্রশ্নের সূত্র ধরে ঝটপট হয়ে গেল এই ছোট্ট আলাপ।
মসৃণ ত্বকের রহস্য
শুটিংয়ের কারণে প্রতিনিয়তই মেকআপ করতে হয়। বাইরের দূষণের কথা না হয় বাদই দিলাম; ত্বক সুন্দর রাখেন কী করে? প্রশ্নের জবাবে সাফা বলেন, ‘জেনেটিক্যালিই আমার ত্বক ও চুল ভালো। তাই বিশেষভাবে যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না। তা ছাড়া ত্বক তৈলাক্ত হওয়ায় কিছুক্ষণ পরপর ময়শ্চারাইজ করারও প্রয়োজন সেভাবে হয় না।’ যেহেতু প্রায় রোজই শুটিং থাকে, তাই একটু যত্ন তো নিতেই হয়, তাই না? উত্তরে তিনি জানালেন, যেটা করেন, সকালে ঘুম থেকে উঠে মুখে একটু বরফ ঘষে নেন। শুটিং থাকলেই কেবল মেকআপ করেন। সে ক্ষেত্রে রাতে বাড়ি ফিরে ভালো করে মেকআপ তুলে স্ক্রাব করে নেন। এরপর সেরাম ও ময়শ্চারাইজার লাগান ত্বকে। ব্যস, আর তেমন কিছুই নয়।
নিজেই যত্ন নেন
ত্বক খুব সংবেদনশীল বলে পারলারে ফেশিয়াল করান না। কারণ, এতে ত্বকে র্যাশ ওঠে। ত্বকে কোনো সিক্রেট প্যাক ব্যবহার করেন কি না জানতে চাইলে হাসতে হাসতে বলেন, ‘না, না। সেভাবে কোনো প্যাকও লাগাই না!’
গরমে সতেজ থাকেন যেভাবে
‘প্রচণ্ড গরম পড়লে ত্বক ঠান্ডা রাখার জন্য মুখে ভালোভাবে বরফ বুলিয়ে নিই। এ ছাড়া শরীর হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করি।’ জানান সাফা। সেভাবে ডায়েট মেনে না চললেও চেষ্টা করেন যতটুকু সম্ভব প্রোটিন, খনিজ ও ভিটামিন খাদ্যতালিকায় রাখতে। তিনি বলেন, ‘দেখা গেল একদিন হয়তো ভাত খেলাম, এর পরের কয়েক দিন কার্বোহাইড্রেট যেন কম খাওয়া হয়, সেদিকে খেয়াল রাখি।’ জানা গেল, ছোটবেলা থেকে মা এমনভাবে প্লেট সাজিয়ে দিতেন, সেখানে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল থাকে। তাই ওজন ঠিক রাখতে ডায়েট নিয়ে অতটা ভাবতেও হয়নি। শরীর যাতে হাইড্রেটেড থাকে, তাই গাজর, পেঁপে, টমেটো, লেবুপানি, কমলা, মৌসুমি ফল ও ফলের রস খান সাফা কবির।
ঘুমের রুটিন
ঘুমের রুটিনটা কেমন জানতে চাইলে সাফা বলেন, ‘যে পেশায় আছি, তাতে ঘুমের রুটিন অনেকটাই নির্ভর করে কাজের ব্যস্ততা ও শুটিংয়ের ওপর। সাধারণত রাত ১২ থেকে ১টার মধ্য়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি। উঠি সকাল আটটা বা নয়টায়। সুস্থ ও সুন্দর থাকতে আসলে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। অন্তত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করি।’
শরীরচর্চা
এককথায় সাফা বললেন, ‘আমি জিম পারসন নই।’ তবে জিমে গিয়ে ব্যায়াম না করলেও বাসায় নিয়মিত বডি স্ট্রেচিং ও মুখের ব্যায়াম করেন।
ওয়্যারড্রবে ঢুঁ
একই ঘরানার পোশাক দীর্ঘদিন পরার মানুষ নন সাফা কবির। এটা তাঁর ইনস্টাগ্রামে গেলেই বোঝা যায়। পোশাক নিয়ে নানান নিরীক্ষা করতে বেশি ভালোবাসেন। সাফার ভাষ্য, ‘কখন কোন পোশাক পরব, তা নির্ভর করছে কোথায় যাচ্ছি তার ওপর।’ তবে সব সময় পরার জন্য সালোয়ার-কামিজ, পায়জামা-কুর্তি, জাম্পস্যুট, প্যান্ট-শার্ট বা ওয়েস্টার্নেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি। কোনো অনুষ্ঠান বা দাওয়াতে গেলে সালোয়ার-কামিজ ও শাড়ি পরতে ভালো লাগে সাফা কবিরের।
ব্যাগে রাখেন
ব্যাগে সব সময় পারফিউম, ওয়ালেট, লিপবাম, সানগ্লাস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, বাদাম ও খেজুর থাকে।
সংগ্রহে আছে
জুতা সংগ্রহ করতে ভালোবাসেন এই তারকা। সাফা কবিরের সংগ্রহে
১০০ জোড়ার বেশি জুতা আছে।

টিভি নাটকের পরিচিত মুখ সাফা কবির। মিষ্টি মুখের এই মেয়েকে দেখা গেল ওটিটি প্ল্যাটফর্মেও। হইচইয়ের ওয়েব সিরিজ ‘বলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চটপট কিছু প্রশ্ন তৈরি করে বিকেলে ফোন করি তাঁকে। সেই প্রশ্নের সূত্র ধরে ঝটপট হয়ে গেল এই ছোট্ট আলাপ।
মসৃণ ত্বকের রহস্য
শুটিংয়ের কারণে প্রতিনিয়তই মেকআপ করতে হয়। বাইরের দূষণের কথা না হয় বাদই দিলাম; ত্বক সুন্দর রাখেন কী করে? প্রশ্নের জবাবে সাফা বলেন, ‘জেনেটিক্যালিই আমার ত্বক ও চুল ভালো। তাই বিশেষভাবে যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে না। তা ছাড়া ত্বক তৈলাক্ত হওয়ায় কিছুক্ষণ পরপর ময়শ্চারাইজ করারও প্রয়োজন সেভাবে হয় না।’ যেহেতু প্রায় রোজই শুটিং থাকে, তাই একটু যত্ন তো নিতেই হয়, তাই না? উত্তরে তিনি জানালেন, যেটা করেন, সকালে ঘুম থেকে উঠে মুখে একটু বরফ ঘষে নেন। শুটিং থাকলেই কেবল মেকআপ করেন। সে ক্ষেত্রে রাতে বাড়ি ফিরে ভালো করে মেকআপ তুলে স্ক্রাব করে নেন। এরপর সেরাম ও ময়শ্চারাইজার লাগান ত্বকে। ব্যস, আর তেমন কিছুই নয়।
নিজেই যত্ন নেন
ত্বক খুব সংবেদনশীল বলে পারলারে ফেশিয়াল করান না। কারণ, এতে ত্বকে র্যাশ ওঠে। ত্বকে কোনো সিক্রেট প্যাক ব্যবহার করেন কি না জানতে চাইলে হাসতে হাসতে বলেন, ‘না, না। সেভাবে কোনো প্যাকও লাগাই না!’
গরমে সতেজ থাকেন যেভাবে
‘প্রচণ্ড গরম পড়লে ত্বক ঠান্ডা রাখার জন্য মুখে ভালোভাবে বরফ বুলিয়ে নিই। এ ছাড়া শরীর হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করি।’ জানান সাফা। সেভাবে ডায়েট মেনে না চললেও চেষ্টা করেন যতটুকু সম্ভব প্রোটিন, খনিজ ও ভিটামিন খাদ্যতালিকায় রাখতে। তিনি বলেন, ‘দেখা গেল একদিন হয়তো ভাত খেলাম, এর পরের কয়েক দিন কার্বোহাইড্রেট যেন কম খাওয়া হয়, সেদিকে খেয়াল রাখি।’ জানা গেল, ছোটবেলা থেকে মা এমনভাবে প্লেট সাজিয়ে দিতেন, সেখানে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল থাকে। তাই ওজন ঠিক রাখতে ডায়েট নিয়ে অতটা ভাবতেও হয়নি। শরীর যাতে হাইড্রেটেড থাকে, তাই গাজর, পেঁপে, টমেটো, লেবুপানি, কমলা, মৌসুমি ফল ও ফলের রস খান সাফা কবির।
ঘুমের রুটিন
ঘুমের রুটিনটা কেমন জানতে চাইলে সাফা বলেন, ‘যে পেশায় আছি, তাতে ঘুমের রুটিন অনেকটাই নির্ভর করে কাজের ব্যস্ততা ও শুটিংয়ের ওপর। সাধারণত রাত ১২ থেকে ১টার মধ্য়ে ঘুমাতে যাওয়ার চেষ্টা করি। উঠি সকাল আটটা বা নয়টায়। সুস্থ ও সুন্দর থাকতে আসলে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। অন্তত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করি।’
শরীরচর্চা
এককথায় সাফা বললেন, ‘আমি জিম পারসন নই।’ তবে জিমে গিয়ে ব্যায়াম না করলেও বাসায় নিয়মিত বডি স্ট্রেচিং ও মুখের ব্যায়াম করেন।
ওয়্যারড্রবে ঢুঁ
একই ঘরানার পোশাক দীর্ঘদিন পরার মানুষ নন সাফা কবির। এটা তাঁর ইনস্টাগ্রামে গেলেই বোঝা যায়। পোশাক নিয়ে নানান নিরীক্ষা করতে বেশি ভালোবাসেন। সাফার ভাষ্য, ‘কখন কোন পোশাক পরব, তা নির্ভর করছে কোথায় যাচ্ছি তার ওপর।’ তবে সব সময় পরার জন্য সালোয়ার-কামিজ, পায়জামা-কুর্তি, জাম্পস্যুট, প্যান্ট-শার্ট বা ওয়েস্টার্নেই স্বচ্ছন্দ বোধ করেন তিনি। কোনো অনুষ্ঠান বা দাওয়াতে গেলে সালোয়ার-কামিজ ও শাড়ি পরতে ভালো লাগে সাফা কবিরের।
ব্যাগে রাখেন
ব্যাগে সব সময় পারফিউম, ওয়ালেট, লিপবাম, সানগ্লাস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, বাদাম ও খেজুর থাকে।
সংগ্রহে আছে
জুতা সংগ্রহ করতে ভালোবাসেন এই তারকা। সাফা কবিরের সংগ্রহে
১০০ জোড়ার বেশি জুতা আছে।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১২ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৪ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৬ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ ঘণ্টা আগে