শুদ্ধ সত্ত্ব দে

দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।
এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।
সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।
কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।
রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।
শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।
এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।
সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।
কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।
রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।
শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৩ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৮ ঘণ্টা আগে