শুদ্ধ সত্ত্ব দে

দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।
এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।
সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।
কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।
রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।
শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

দাঁড়াও, বইটার নাম আগে বলে নিই। ‘গল্পে গল্পে রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা আবুল মোমেনের এ বইটিতে তুমি পড়তে পারবে বিশ্বকবির জীবনের বিভিন্ন গল্প। তিনি বেঁচে ছিলেন ৮০ বছর। তাঁর জন্মদিন আমরা পালন করি ২৫ বৈশাখ ও মৃত্যুদিন ২২ শ্রাবণ। তাঁরা ছিলেন ১৪ ভাইবোন। তাঁর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদাসুন্দরী দেবী।
এটুকু তো জানোই যে স্কুল কবির একদম ভালো লাগত না। কিন্তু স্কুলে না গেলেও সারা দিন তাঁর পড়াশোনা চলত বাড়িতেই।
রবীন্দ্রনাথ ঠাকুর ভোরে ডাকসাইটে পালোয়ানের কাছে কুস্তি শিখতেন। তার পরেই মেডিকেলের ছাত্রের কাছে হাড় চেনা চলত। এরপর ঘড়ি ধরে চলে আসতেন নীলকমল মাস্টার। তাঁর কাছে অঙ্ক ও বাংলা শিখতেন রবীন্দ্রনাথ পরিবারের অন্য শিশুদের সঙ্গে।
সতীনাথ দত্ত পড়াতেন বিজ্ঞান। ব্যাকরণ পড়তে হতো হেরম্ব তর্ক রত্নের কাছে। তারপর ঘুম না আসা পর্যন্ত অঘোর মাস্টারের কাছে ইংরেজি পড়তেন তিনি।
কোনো কোনো দিন গানের মাস্টার যদু ভট্টও আসতেন। তাঁর বাবা কিশোর বয়সে একদিন তাঁকে হিমালয়ের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্কুলে যাচ্ছেন না বলে বড় ভাইদের খুব চিন্তা হতো। একদিন ঠিক করা হলো, তাঁকে বিদেশে লেখাপড়া করার জন্য পাঠানো হবে।
রবীন্দ্রনাথ মাঝে মাঝেই কবিতা, গান ও নাটক লিখতেন। সাহিত্য়ে তিনি নোবেল পেলেনও। যেই বইটির ইংরেজি অনুবাদের ফলে তিনি নোবেল পান, তার নাম ‘গীতাঞ্জলি’। শেষ বয়সে তিনি ছবি আঁকায় মেতে উঠেছিলেন।
শুরুর কথায় ফিরে আসি। এ বইটি থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ কেমন ছিলেন, তিনি ছোটবেলায় কী করতেন ইত্যাদি জানতে পারবে তুমি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
৭ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৯ ঘণ্টা আগে