
আসবাবের জন্য কাঠ আদি উপকরণ। বিভিন্ন কারণে কাঠের আসবাব প্রায় সব বাড়িতেই প্রাধান্য পায়। কিন্তু সঠিক নিয়মে যত্ন না নিতে পারলে কাঠের আসবাব ভালো রাখা যায় না।
নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন
কাঠের সোফা, টেবিল, আলমারি রোজ মোছা উচিত। ধুলার পরত পড়ে গেলে এসব আসবাবের উপরিভাগ উজ্জ্বলতা হারায়। তাই রোজ একবার শুকনো ও নরম সুতি কাপড় দিয়ে কাঠের আসবাব মুছে নিন। এতে করে আসবাবে আঁচড় পড়বে না। আর উজ্জ্বলতাও থাকবে অনেক দিন।
অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে রাখুন
কাঠের আসবাবের যে অংশে অতিরিক্ত সূর্যের আলো এসে পড়ে, সেই অংশ অন্যান্য অংশের তুলনায় ফ্যাকাশে হয়ে যায়। তাই কাঠের আসবাব এমন স্থানে বসান, যেখানে সূর্যের আলো সরাসরি এসে না পড়ে। যদি সোফা জানালা বরাবর রাখতে হয় আর সেখানে যদি সরাসরি সূর্যের আলো পড়ে, তাহলে কভার দিয়ে সোফা ঢেকে রাখুন।
সময়মতো বার্নিশ করুন
বার্নিশ করা মানে কাঠের আসবাবের ওপর একটা সুরক্ষা আবরণ দেওয়া। তা ছাড়া, আসবাবে বার্নিশ করলে নতুনত্বও বজায় থাকে। পাশাপাশি পোকামাকড়ও থাকে দূরে।
কুসুম গরম পানিতে পরিষ্কার করুন
কাঠের আসবাব অনেক বেশি ময়লা হলে বা দাগ পড়লে কুসুম গরম পানি ও কোমল সাবান দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করা উচিত। ময়লা সম্পূর্ণ উঠে গেলে শুকনো নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আর্দ্রতা না থাকে।

আসবাবের জন্য কাঠ আদি উপকরণ। বিভিন্ন কারণে কাঠের আসবাব প্রায় সব বাড়িতেই প্রাধান্য পায়। কিন্তু সঠিক নিয়মে যত্ন না নিতে পারলে কাঠের আসবাব ভালো রাখা যায় না।
নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন
কাঠের সোফা, টেবিল, আলমারি রোজ মোছা উচিত। ধুলার পরত পড়ে গেলে এসব আসবাবের উপরিভাগ উজ্জ্বলতা হারায়। তাই রোজ একবার শুকনো ও নরম সুতি কাপড় দিয়ে কাঠের আসবাব মুছে নিন। এতে করে আসবাবে আঁচড় পড়বে না। আর উজ্জ্বলতাও থাকবে অনেক দিন।
অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে রাখুন
কাঠের আসবাবের যে অংশে অতিরিক্ত সূর্যের আলো এসে পড়ে, সেই অংশ অন্যান্য অংশের তুলনায় ফ্যাকাশে হয়ে যায়। তাই কাঠের আসবাব এমন স্থানে বসান, যেখানে সূর্যের আলো সরাসরি এসে না পড়ে। যদি সোফা জানালা বরাবর রাখতে হয় আর সেখানে যদি সরাসরি সূর্যের আলো পড়ে, তাহলে কভার দিয়ে সোফা ঢেকে রাখুন।
সময়মতো বার্নিশ করুন
বার্নিশ করা মানে কাঠের আসবাবের ওপর একটা সুরক্ষা আবরণ দেওয়া। তা ছাড়া, আসবাবে বার্নিশ করলে নতুনত্বও বজায় থাকে। পাশাপাশি পোকামাকড়ও থাকে দূরে।
কুসুম গরম পানিতে পরিষ্কার করুন
কাঠের আসবাব অনেক বেশি ময়লা হলে বা দাগ পড়লে কুসুম গরম পানি ও কোমল সাবান দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করা উচিত। ময়লা সম্পূর্ণ উঠে গেলে শুকনো নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আর্দ্রতা না থাকে।

সকালের নাশতায় ডিম অনেকের প্রথম পছন্দ। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডিমের হরেক পদের মধ্যে স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ঝুরি এর স্বাদের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। স্ক্র্যাম্বলড এগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। তবে ভালো টেক্সচার পেতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়।
৬ মিনিট আগে
প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৬ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৮ ঘণ্টা আগে