Ajker Patrika

শীতে অতিথি পাখির সন্ধানে

সুমন্ত গুপ্ত
সিলেটের ঘাসিটুলায় এসেছে অতিথি পাখি। ছবি: লেখক
সিলেটের ঘাসিটুলায় এসেছে অতিথি পাখি। ছবি: লেখক

কয়েক সপ্তাহ ধরে শুধু পরিকল্পনাই করে যাচ্ছি, পাখির সন্ধানে বের হব বলে। কিন্তু কোনোভাবেই ব্যাটে-বলে মিলছিল না। এক ফটোসাংবাদিক বন্ধু জানিয়েছিল, সিলেটের ঘাসিটুলা নামক স্থানে এ বছর অতিথি পাখি এসেছে। জানালাম, একদিন নিশ্চয়ই বের হব অতিথি পাখির সন্ধানে। কিন্তু যাব যাব করে আর সময় করতে পারলাম কোথায়! গত শুক্রবার সকাল থেকেই আমাদের পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য সপ্তক বায়না ধরেছে সে ঘুরতে যাবে আমার সঙ্গে। বায়না রাখতেই আমি ড্রাইভারকে ফোন করে বললাম দুপুরেই হাজির হয়ে যেতে। এদিকে আমরা তৈরি হয়ে নিলাম ঝটপট। নির্ধারিত সময়ে আমাদের গাড়ি চলে এল। আমরা বের হলাম গন্তব্যের উদ্দেশ্যে।

যদিও শুক্রবার, তবু রাস্তায় বেশ যানজট ছিল।

কচুরি পানায় অতিথি পাখিদের বিচরণ। ছবি: লেখক
কচুরি পানায় অতিথি পাখিদের বিচরণ। ছবি: লেখক

দুপুরের আলো-ঝলমলে রোদে অবশ্য অতটাও খারাপ লাগছিল না। ধীরগতিতে আমরা এগোতে লাগলাম ঘাসিটুলার পথে। যেহেতু প্রথমবার যাচ্ছি, তাই যাওয়ার পথে নানাজনকে জিজ্ঞেস করে করে এগোতে হচ্ছিল। এভাবে যেতে যেতে এক পান দোকানের সামনে গাড়ি থামালাম। জানতে চাইলাম, অতিথি পাখির দেখা পাব কোথায়? প্রত্যুত্তরে জানা গেল, আরেকটু সামনে গিয়ে হাতের ডান দিকে যেতে হবে। সেখানে গেলে একটি ঝিলের মতো আছে, সেখানেই মিলবে অতিথি পাখির দেখা। তাঁদের দেখিয়ে দেওয়া পথে এগোতে এগোতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য়ে পৌঁছালাম। দেখা পেলাম অতিথি পাখির। অতিথি পাখিদের দেখা পেয়ে মনটা ভরে গেল। সপ্তক তো খুবই খুশি!

পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে, আলোতে ভালো ছবিও তোলা যাবে। তাঁর কথামতো আবার গাড়িতে চেপে বসলাম। যেতে যেতে আরও কয়েকজনের কাছে তথ্য নিলাম, অতিথি পাখি খুব ভালোভাবে কোথায় গেলে দেখা যাবে সে সম্পর্কে। জানা গেল, সামনের বড় রাস্তা থেকেই এই পাখিগুলো ভালোভাবে দেখা যায়। আমি বললাম বড় রাস্তা থেকে পরিষ্কারভাবে অতিথি পাখিদের দেখতে পাওয়া যায় না, তাই এই দিকে আসা। এদের মধ্য়ে বয়োজ্যেষ্ঠ একজন আমাদের সাহায্য় করার জন্য এগিয়ে এলেন। তাঁর কথামতো আমরা গাড়ি থেকে নেমে হেঁটে তাঁর সঙ্গে এগোতে লাগলাম।

বিভিন্ন বাড়ির মধ্য় দিয়ে এঁকেবেঁকে যাওয়া সরু পথ দিয়ে এগিয়ে গেলাম। এবার বেশ কাছ থেকেই দেখতে পেলাম শীতের অতিথি পাখিদের। আমাদের চোখমুখে আনন্দ দেখে ভদ্রলোক আবার বললেন, ‘আমার সঙ্গে আসুন, আরেকটি জায়গায় নিয়ে যাই। সেখান থেকে আরও পরিষ্কার দেখতে পাবেন।’ আমরা তাঁকে অনুসরণ করে এগিয়ে গেলাম। তিনি আমাদের একটি বাসার দোতলায় নিয়ে গেলেন। সেখান থেকে আরও পরিষ্কারভাবে অতিথি পাখিদের বিচরণ দেখতে পেলাম। অসাধারণ লাগছিল পাখিদের দুরন্তপনা। এর মাঝে একঝাঁক পাখি উড়ে গেল মুক্ত আকাশে । শীতের এক শেষ বিকেলে এক অন্য রকম সময় পার করলাম আমরা। মুগ্ধতায় আমাদের চোখ ভরে উঠল!

ঢাকা থেকে এই অতিথি পাখি দেখতে যেভাবে যাবেন

ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, রাজারবাগ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে গ্রিনলাইন, শ্যামলী, এনা, হানিফ ও বিআরটিসি বাস অথবা ট্রেনে কমলাপুর রেলস্টেশন থেকে সকালে আন্তনগর পারাবত, দুপুরে জয়ন্তিকা ও কালনী এবং রাতে উপবন সিলেটের পথে ছোটে। ভাড়া ৩৬০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। সেখান থেকে ঘাসিটুলা যেতে ভাড়া নেবে ৪০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা। সেখানেই দেখা মিলবে এই অতিথি পাখির। পাখি দেখার জন্য সকাল খুব ভালো সময়।

ছবি: লেখক

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত