রিক্তা রিচি, ঢাকা

পুরুষের পোশাকে খুব একটা বৈচিত্র্য থাকে না। তবে ফ্যাশন হাউসগুলো কাপড়, রং, নকশা ও কাটে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করে প্রতিবছরই। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য নিয়ে এসেছে হাফ হাতা শার্ট, টি-শার্ট, প্যান্ট, ফুল হাতা শার্ট, জিনস, ডেনিম, চিনো, কটি, পাঞ্জাবি ইত্যাদি। এগুলোর রঙে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে এবার বেশ খানিকটা।
রঙের প্রাধান্য
হালকা ও গাঢ় দু ধরনের রঙেরই পোশাক এসেছে বাজারে। তবে আবহাওয়ার কারণে প্রাধান্য পাচ্ছে হালকা রং। সাদা, ধূসর, ঘিয়ে, ছাই, ক্রিম, পেস্ট রঙের দেখা মিলছে এবার। এর সঙ্গে আছে বিভিন্ন রঙের শেড ও মিশ্রণ নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা। এই রঙের এই পরীক্ষা বেশ অভিনব। এই অভিনবত্বই মন কেড়েছে বিশেষ করে তরুণদের।
ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার
প্রিন্ট, এমব্রয়ডারি,স্ক্রিন প্রিন্ট, টাই ডাই, ব্লক প্রিন্ট ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়া প্রাধান্য পেয়েছে পুরুষের পোশাকে। উৎসবের পাঞ্জাবিতে এমব্রয়ডারি বা কারচুপির কাজ করা হয়েছে। শার্টে বিমূর্ত ও বিভিন্ন ফুলের মোটিফ ব্যবহার করা হয়েছে কখনো কখনো। নকশার অভিনবত্ব আনার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে।
প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন ডিজাইন নিয়ে কাজ করতে। শুধু মুনাফা নয়। কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে এই আশা রাখি।
-মাহফুজ আহম্মেদ, স্বত্বাধিকারী ও ডিজাইনার, ইজি
কাটে ভিন্নতা
ঈদ মানে পাঞ্জাবির জয়জয়কার। তাই প্রতিবছর পাঞ্জাবির কাটেই বেশি ভিন্নতা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নেই। কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এবারের ঈদ আয়োজনে। তরুণদের মধ্যে সোল্ডার বেল্ট কিংবা শার্ট ও কাবলির বুক পকেটে কাটের নতুনত্ব এসেছে। এ ছাড়াও পাওয়া যাবে প্রথাগত কাটের কাবলি, কটি, শার্ট, পোলো শার্ট, ডেনিম, টি-শার্ট ইত্যাদি।
কাপড় ও নকশা
সুতি, সিল্ক, লিনেন, ভয়েলসহ সব ধরনের কাপড়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। নকশায় থাকছে এমব্রয়ডারি, কারচুপি ছাড়াও ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বিভিন্ন ধরনের কাজ।
দরদাম
ব্র্যান্ড অনুসারে পোশাকের দামের তারতম্য আছে বেশ খানিকটা। তবে পাঞ্জাবি ১ হাজার থেকে শুরু করে ৪ বা ৫ হাজার টাকায় কেনা যাবে। শার্টের দামও সেরকম। টি-শার্টের দাম ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে প্রায় যেকোনো পোশাক।

পুরুষের পোশাকে খুব একটা বৈচিত্র্য থাকে না। তবে ফ্যাশন হাউসগুলো কাপড়, রং, নকশা ও কাটে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করে প্রতিবছরই। ফ্যাশন হাউসগুলো পুরুষদের জন্য নিয়ে এসেছে হাফ হাতা শার্ট, টি-শার্ট, প্যান্ট, ফুল হাতা শার্ট, জিনস, ডেনিম, চিনো, কটি, পাঞ্জাবি ইত্যাদি। এগুলোর রঙে, ভ্যালু অ্যাড মিডিয়ার ব্যবহারে, কাটে ও নকশায় নতুনত্ব এসেছে এবার বেশ খানিকটা।
রঙের প্রাধান্য
হালকা ও গাঢ় দু ধরনের রঙেরই পোশাক এসেছে বাজারে। তবে আবহাওয়ার কারণে প্রাধান্য পাচ্ছে হালকা রং। সাদা, ধূসর, ঘিয়ে, ছাই, ক্রিম, পেস্ট রঙের দেখা মিলছে এবার। এর সঙ্গে আছে বিভিন্ন রঙের শেড ও মিশ্রণ নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা। এই রঙের এই পরীক্ষা বেশ অভিনব। এই অভিনবত্বই মন কেড়েছে বিশেষ করে তরুণদের।
ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার
প্রিন্ট, এমব্রয়ডারি,স্ক্রিন প্রিন্ট, টাই ডাই, ব্লক প্রিন্ট ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়া প্রাধান্য পেয়েছে পুরুষের পোশাকে। উৎসবের পাঞ্জাবিতে এমব্রয়ডারি বা কারচুপির কাজ করা হয়েছে। শার্টে বিমূর্ত ও বিভিন্ন ফুলের মোটিফ ব্যবহার করা হয়েছে কখনো কখনো। নকশার অভিনবত্ব আনার চেষ্টা করা হয়েছে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে।
প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন ডিজাইন নিয়ে কাজ করতে। শুধু মুনাফা নয়। কাস্টমারদের সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। প্রতিটি পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে এই আশা রাখি।
-মাহফুজ আহম্মেদ, স্বত্বাধিকারী ও ডিজাইনার, ইজি
কাটে ভিন্নতা
ঈদ মানে পাঞ্জাবির জয়জয়কার। তাই প্রতিবছর পাঞ্জাবির কাটেই বেশি ভিন্নতা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নেই। কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবি থাকছে এবারের ঈদ আয়োজনে। তরুণদের মধ্যে সোল্ডার বেল্ট কিংবা শার্ট ও কাবলির বুক পকেটে কাটের নতুনত্ব এসেছে। এ ছাড়াও পাওয়া যাবে প্রথাগত কাটের কাবলি, কটি, শার্ট, পোলো শার্ট, ডেনিম, টি-শার্ট ইত্যাদি।
কাপড় ও নকশা
সুতি, সিল্ক, লিনেন, ভয়েলসহ সব ধরনের কাপড়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক। নকশায় থাকছে এমব্রয়ডারি, কারচুপি ছাড়াও ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বিভিন্ন ধরনের কাজ।
দরদাম
ব্র্যান্ড অনুসারে পোশাকের দামের তারতম্য আছে বেশ খানিকটা। তবে পাঞ্জাবি ১ হাজার থেকে শুরু করে ৪ বা ৫ হাজার টাকায় কেনা যাবে। শার্টের দামও সেরকম। টি-শার্টের দাম ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। এ ছাড়া ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে প্রায় যেকোনো পোশাক।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৬ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৮ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১৪ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১৪ ঘণ্টা আগে