ড. জাকিয়া সুলতানা

প্রকৃতিতে শ্রাবণ মানেই বৃষ্টির নেশাধরা সকাল, সন্ধ্যা বা রাত। কী যে এক মায়াবী রূপ! যেন নূপুর পায়ে নাচছে ময়ূর। রাতভর বৃষ্টি, ভোরে বৃষ্টি, খানিক বিরতি নিয়ে আবার বৃষ্টি। এমন বৃষ্টিভেজা সকাল যদি শুরু হয় প্রিয় মানুষটিকে পাশে নিয়ে, চায়ের কাপে চুমুক আর বৃষ্টির শব্দের মিষ্টি আবহে; তবে দিনটিই যেন সার্থক হয়ে ওঠে। ঘোর শ্রাবণে আর কী চাই!
মানুষের ধারণা, প্রেম ব্যাপারটা বুঝি বিয়ের আগেই জমজমাট থাকে। বিয়ের পর কেটে যায় ঘোর। আসলে কি তাই? হয়তো কোনো বৃষ্টিভেজা সকালেই উপলব্ধি হবে, আত্মিক এই সম্পর্ক জেগে উঠেছে নতুন করে। আগামীকাল শ্রাবণের প্রথম দিন। শ্রাবণের এই নবধারায় প্রেম জাগিয়ে তুলুন নিজেরাও।
ঝিরিঝিরি বৃষ্টি, কখনোবা ঝুম; এ-ই চলছে অবিরাম। ছুটির দিনে মধ্যাহ্নেও যেন বিরাম নেই। তাই বলে দুজনে দুই ঘরে ফোনে মুখ গুঁজে বসে থাকতে হবে বুঝি? জানালার পর্দাটা আলতো করে সরিয়ে দিন। ঘরময় বাজতে থাকুক, ‘নিশিদিন এই জীবনের সুখের ’পরে দুখের ’পরে/ শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে’। এই ফাঁকে দুজনের কেউ একজন তৈরি করে ফেলুন চা বা কফি। অথবা দুজনে মিলেই হানা দিতে পারেন রান্নাঘরে। চা-কফি তৈরির ফাঁকে খিচুড়ি রান্নার ষড়যন্ত্রটাও সেরে ফেলুন না! ঝটপট প্রেশারকুকার বা রাইসকুকারে চড়িয়ে দিন না হয়! সঙ্গে কী থাকবে? ইলিশ ভাজা নাকি ডিম ভুনা? নাকি মাংসের ঘন ঝোল? জোগাড়যন্ত্র হোক দুজনে মিলে।
ঠিক এ সময়টাতে রান্নাঘরের জানালা বেয়ে বৃষ্টির ফোঁটা আসবে ভেতরে। দেখা যাবে সতেজ গাছ। প্রাণভরে শ্বাস নিন তাজা বাতাসে। বাতাসেরও যে গন্ধ হয়, তা এই বর্ষার বৃষ্টিতেই বোঝা যায়! ষড়্ঋতুর এই দেশে শীত, বসন্ত আর বর্ষার বাইরে অন্য সব ঋতুর উপস্থিতি যেন অনেকটা ম্রিয়মাণ। এর মাঝেই মনে করে নিন, সুগন্ধি মোমবাতিগুলো ক্যাবিনেটের কোথায় রাখা আছে। পেয়ে গেলে জ্বালিয়ে দিন, অথবা খাওয়ার সময় ডাইনিংয়ে জ্বালানোর জন্যও রেখে দিতে পারেন।
বহুদিন আলমারির যে কপাটটি খোলা হয়নি, তা একবার খুলবেন নাকি এই বৃষ্টিভেজা দিনে? আলসেমিপ্রবণ দুপুরে এবার নীলরঙা শাড়ির ভাঁজটা খুলেই ফেলুন। গায়ে জড়িয়ে নিন, ওদিকে নীলাভ টোনের কোনো পাঞ্জাবি বের করে নিন প্রিয় মানুষটির জন্য। ওদিকে বোধ হয় প্রেশারকুকারের সিটি বেজে গেছে। একটা নীল টিপ পরে নিন। সে-ও গুটিয়ে নিক পাঞ্জাবির হাতা। এবার দুজনেই খাবার টেবিল সাজিয়ে ফেলুন। মোমবাতির আলো জ্বলুক আর জানালা টপকে মুখে, চুলে, বুকে এসে পড়ুক শ্রাবণের বাতাস। উপভোগ করুন বৃষ্টিদিনের মুখরোচক খিচুড়ি।
খাবারের পাট চুকে গেলে এবার একটু বারান্দায় গিয়ে বসুন। বৃষ্টি মানেই একটা ছন্দ। আর ছন্দ মানেই কবিতা, গান, তাল, লয়। তাই বর্ষা কাব্যময় ঋতু, কবিদের ঋতু, আবেগ ও ভাবের ঋতু। এ ঋতু সাহিত্যের অনেকটা জায়গা দখলে রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নানা রূপে বর্ষাকে পাওয়া যায়। একটা কবিতা পড়ে শোনাতে পারেন। কে কাকে শোনাবেন, সেটা ঠিক করে নিন। হোক না একটু ভুলভ্রান্তি। অথবা পুরোনো স্মৃতিতে ডুবে যেতে পারেন দুজনে, মায়ের বকুনি উপেক্ষা করেও দুপুরের ঝুম বৃষ্টিতে ভেজার আনন্দের কথা আলাপে আসতেই পারে। বৃষ্টিধোয়া স্নিগ্ধ সবুজ প্রকৃতি, বাতাসের শোঁ শোঁ আওয়াজ এক আশ্চর্য সংগীত ধ্বনি তৈরি করবে শ্রাবণে।
ছুটির দিনে অবিরাম বৃষ্টিতে যদি মনে হয়, আজ আমি কোথাও যাব না, ডিভানে গা এলিয়ে দুজনে বসে দেখে ফেলতে পারেন পছন্দের সিনেমা। অথবা একটু সাহস করে ছাদে বা বাগানে গিয়ে দুজনে ভিজতে পারেন শ্রাবণধারায়।
চোখ মেলে দেখুন, রাজপথে সবুজ পাতার আড়ালে কিছু কৃষ্ণচূড়া এখনো বৃষ্টিস্নান করছে। কার্নিশে কবুতর ভিজছে জোড়ায় অথবা একাকী। এসব দৃশ্য দেখতে দেখতে দুজন দুজনকে বলে ফেলুন সেই কথাটি, যা হয়তো বলেছিলেন আজ থেকে কয়েক বছর আগে। মনে করিয়ে দিতে হবে?

প্রকৃতিতে শ্রাবণ মানেই বৃষ্টির নেশাধরা সকাল, সন্ধ্যা বা রাত। কী যে এক মায়াবী রূপ! যেন নূপুর পায়ে নাচছে ময়ূর। রাতভর বৃষ্টি, ভোরে বৃষ্টি, খানিক বিরতি নিয়ে আবার বৃষ্টি। এমন বৃষ্টিভেজা সকাল যদি শুরু হয় প্রিয় মানুষটিকে পাশে নিয়ে, চায়ের কাপে চুমুক আর বৃষ্টির শব্দের মিষ্টি আবহে; তবে দিনটিই যেন সার্থক হয়ে ওঠে। ঘোর শ্রাবণে আর কী চাই!
মানুষের ধারণা, প্রেম ব্যাপারটা বুঝি বিয়ের আগেই জমজমাট থাকে। বিয়ের পর কেটে যায় ঘোর। আসলে কি তাই? হয়তো কোনো বৃষ্টিভেজা সকালেই উপলব্ধি হবে, আত্মিক এই সম্পর্ক জেগে উঠেছে নতুন করে। আগামীকাল শ্রাবণের প্রথম দিন। শ্রাবণের এই নবধারায় প্রেম জাগিয়ে তুলুন নিজেরাও।
ঝিরিঝিরি বৃষ্টি, কখনোবা ঝুম; এ-ই চলছে অবিরাম। ছুটির দিনে মধ্যাহ্নেও যেন বিরাম নেই। তাই বলে দুজনে দুই ঘরে ফোনে মুখ গুঁজে বসে থাকতে হবে বুঝি? জানালার পর্দাটা আলতো করে সরিয়ে দিন। ঘরময় বাজতে থাকুক, ‘নিশিদিন এই জীবনের সুখের ’পরে দুখের ’পরে/ শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে’। এই ফাঁকে দুজনের কেউ একজন তৈরি করে ফেলুন চা বা কফি। অথবা দুজনে মিলেই হানা দিতে পারেন রান্নাঘরে। চা-কফি তৈরির ফাঁকে খিচুড়ি রান্নার ষড়যন্ত্রটাও সেরে ফেলুন না! ঝটপট প্রেশারকুকার বা রাইসকুকারে চড়িয়ে দিন না হয়! সঙ্গে কী থাকবে? ইলিশ ভাজা নাকি ডিম ভুনা? নাকি মাংসের ঘন ঝোল? জোগাড়যন্ত্র হোক দুজনে মিলে।
ঠিক এ সময়টাতে রান্নাঘরের জানালা বেয়ে বৃষ্টির ফোঁটা আসবে ভেতরে। দেখা যাবে সতেজ গাছ। প্রাণভরে শ্বাস নিন তাজা বাতাসে। বাতাসেরও যে গন্ধ হয়, তা এই বর্ষার বৃষ্টিতেই বোঝা যায়! ষড়্ঋতুর এই দেশে শীত, বসন্ত আর বর্ষার বাইরে অন্য সব ঋতুর উপস্থিতি যেন অনেকটা ম্রিয়মাণ। এর মাঝেই মনে করে নিন, সুগন্ধি মোমবাতিগুলো ক্যাবিনেটের কোথায় রাখা আছে। পেয়ে গেলে জ্বালিয়ে দিন, অথবা খাওয়ার সময় ডাইনিংয়ে জ্বালানোর জন্যও রেখে দিতে পারেন।
বহুদিন আলমারির যে কপাটটি খোলা হয়নি, তা একবার খুলবেন নাকি এই বৃষ্টিভেজা দিনে? আলসেমিপ্রবণ দুপুরে এবার নীলরঙা শাড়ির ভাঁজটা খুলেই ফেলুন। গায়ে জড়িয়ে নিন, ওদিকে নীলাভ টোনের কোনো পাঞ্জাবি বের করে নিন প্রিয় মানুষটির জন্য। ওদিকে বোধ হয় প্রেশারকুকারের সিটি বেজে গেছে। একটা নীল টিপ পরে নিন। সে-ও গুটিয়ে নিক পাঞ্জাবির হাতা। এবার দুজনেই খাবার টেবিল সাজিয়ে ফেলুন। মোমবাতির আলো জ্বলুক আর জানালা টপকে মুখে, চুলে, বুকে এসে পড়ুক শ্রাবণের বাতাস। উপভোগ করুন বৃষ্টিদিনের মুখরোচক খিচুড়ি।
খাবারের পাট চুকে গেলে এবার একটু বারান্দায় গিয়ে বসুন। বৃষ্টি মানেই একটা ছন্দ। আর ছন্দ মানেই কবিতা, গান, তাল, লয়। তাই বর্ষা কাব্যময় ঋতু, কবিদের ঋতু, আবেগ ও ভাবের ঋতু। এ ঋতু সাহিত্যের অনেকটা জায়গা দখলে রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় নানা রূপে বর্ষাকে পাওয়া যায়। একটা কবিতা পড়ে শোনাতে পারেন। কে কাকে শোনাবেন, সেটা ঠিক করে নিন। হোক না একটু ভুলভ্রান্তি। অথবা পুরোনো স্মৃতিতে ডুবে যেতে পারেন দুজনে, মায়ের বকুনি উপেক্ষা করেও দুপুরের ঝুম বৃষ্টিতে ভেজার আনন্দের কথা আলাপে আসতেই পারে। বৃষ্টিধোয়া স্নিগ্ধ সবুজ প্রকৃতি, বাতাসের শোঁ শোঁ আওয়াজ এক আশ্চর্য সংগীত ধ্বনি তৈরি করবে শ্রাবণে।
ছুটির দিনে অবিরাম বৃষ্টিতে যদি মনে হয়, আজ আমি কোথাও যাব না, ডিভানে গা এলিয়ে দুজনে বসে দেখে ফেলতে পারেন পছন্দের সিনেমা। অথবা একটু সাহস করে ছাদে বা বাগানে গিয়ে দুজনে ভিজতে পারেন শ্রাবণধারায়।
চোখ মেলে দেখুন, রাজপথে সবুজ পাতার আড়ালে কিছু কৃষ্ণচূড়া এখনো বৃষ্টিস্নান করছে। কার্নিশে কবুতর ভিজছে জোড়ায় অথবা একাকী। এসব দৃশ্য দেখতে দেখতে দুজন দুজনকে বলে ফেলুন সেই কথাটি, যা হয়তো বলেছিলেন আজ থেকে কয়েক বছর আগে। মনে করিয়ে দিতে হবে?

বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৩০ মিনিট আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
২ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
৪ ঘণ্টা আগে
জম্পেশ খাওয়াদাওয়া ছাড়া নববর্ষ জমে না। কবজি ডুবিয়ে বিরিয়ানি খেতে মন চাইলে বাড়িতেই রেঁধে ফেলুন মাটন দম বিরিয়ানি। আপনাদের জন্য মাটন দম বিরিয়ানির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।...
৬ ঘণ্টা আগে