ফিচার ডেস্ক, ঢাকা

এই শীতে নিস্তেজ হয়ে পড়ছে ত্বক? এটা-সেটা মেখেও মনমতো ফল পাচ্ছেন না? তাহলে দাদু, নানু বা মায়ের পরামর্শেই ভরসা রাখুন। তাঁরা যদি কখনো আপনাকে উজ্জ্বল ত্বকের জন্য তাজা ফল খেতে বলে থাকেন, তাহলে একেবারে ঠিকই বলেছেন। ত্বক ভেতর ও বাইর থেকে ভালো রাখতে প্রতিদিন যেকোনো একটি মৌসুমি ফল খাওয়া উচিত। ফলের মধ্য়কার অ্যান্টিঅক্সিডেন্ট, পানি, এনজাইম এবং ভিটামিন ত্বকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বক করে নরম। এই শীতে যাঁরা উজ্জ্বল ত্বক পেতে চাচ্ছেন, তাঁরা খাদ্যতালিকায় এই ৫টি ফল যোগ করতে পারেন।
কমলা
তাৎক্ষণিক উজ্জ্বলতা, নিস্তেজ ভাব এবং ত্বকের দাগ দূর করতে কমলা ভীষণ ভালো কাজ করে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল কোলাজেন উৎপাদনে সহায়তা করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। সকালের রুটিনে এক গ্লাস তাজা কমলার রস রাখুন। এ ছাড়া সকালে আস্ত কমলাও খেতে পারেন। ভালো ফল পেতে কমলা খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ও সেরাম ব্যবহার করুন। এরপর দেখুন, ত্বক কেমন দীপ্তি ছড়াচ্ছে!

পেয়ারা
পেয়ারা ত্বকের নির্জীব ভাব দূর করতে এবং প্রাথমিক বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে ভূমিকা রাখে। এতে কমলার চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন সি রয়েছে, যা উজ্জ্বল ত্বকের জন্য সুফল বয়ে আনে। শীতকালে সারা দিনের বিভিন্ন সময়ে সামান্য লবণ মিশিয়ে পেয়ারা খাওয়া যেতে পারে। আপনি চাইলে ডায়েট রুটিনে পাকা পেয়ারার রসও বেছে নিতে পারেন। এর পাশাপাশি এমন ফেসওয়াশ ব্যবহার করুন, যাতে মৃদু এক্সফোলিয়েশন এবং পেয়ারার মধ্য়কার বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। নিস্তেজ ও ক্লান্ত ত্বক পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে, এটি শীতকালে ত্বকের উজ্জ্বলতার জন্য উপযুক্ত একটি ফল। রোজ একটি খেতে তাই কোনো বাধা নেই।
ডালিম
ডালিম হাইড্রেশন, চোখের নিচের কালো দাগ এবং বার্ধক্য প্রতিরোধে খুব ভালো ফল। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই ফল খেলে ত্বকের টানটান ভাব উন্নত হয়, স্থিতিস্থাপকতা বাড়ে এবং ত্বক থাকে তারুণ্যদীপ্ত। এটি প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদনেও ভূমিকা রাখে। এই শীতে রোজকার ডায়েটে এই ফল রাখতে পারেন। খাওয়ার পাশাপাশি রূপচর্চায় এই ফলের রসও যোগ করতে পারেন। টক দইয়ের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক প্রাকৃতিকভাবে আর্দ্রতা ফিরে পাবে।
আপেল
এটি ত্বকের দাগ ও রুক্ষতা দূর করতে সহায়ক। এতে প্রচুর কোয়ারসেটিন থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। রোজ একটি আপেল খেলে যেমন শরীর ভালো থাকে, তেমনি শীতের কারণে ত্বকের ওপর যে কালচে ভাব দেখা দেয়, তা-ও দূর হয়। খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও আপেল ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ১ টেবিল চামচ আপেলবাটা ও আধা চা-চামচ অলিভ অয়েল নিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে অলিভ অয়েল আপেলের সঙ্গে ভালো ভাবে মিশে যায়। এরপর এটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
বরই
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে ভরপুর এই ফল ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পেতে রোজ এই ফল খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল পরিবেশগত দূষণ, অতিবেগুনি রশ্মি ও মানসিক চাপের কারণে সৃষ্ট ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে ত্বক রক্ষা করে, যা অকালবার্ধক্য, বলিরেখা, কালো দাগ এবং ত্বকের রুক্ষতা প্রতিরোধ করে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে। এই ফল ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি এবং ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী করে।
সূত্র: ইটিং ওয়েল, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
মডেল: রুবাইয়াৎ অদিতি
ছবি: হাসান রাজা

এই শীতে নিস্তেজ হয়ে পড়ছে ত্বক? এটা-সেটা মেখেও মনমতো ফল পাচ্ছেন না? তাহলে দাদু, নানু বা মায়ের পরামর্শেই ভরসা রাখুন। তাঁরা যদি কখনো আপনাকে উজ্জ্বল ত্বকের জন্য তাজা ফল খেতে বলে থাকেন, তাহলে একেবারে ঠিকই বলেছেন। ত্বক ভেতর ও বাইর থেকে ভালো রাখতে প্রতিদিন যেকোনো একটি মৌসুমি ফল খাওয়া উচিত। ফলের মধ্য়কার অ্যান্টিঅক্সিডেন্ট, পানি, এনজাইম এবং ভিটামিন ত্বকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বক করে নরম। এই শীতে যাঁরা উজ্জ্বল ত্বক পেতে চাচ্ছেন, তাঁরা খাদ্যতালিকায় এই ৫টি ফল যোগ করতে পারেন।
কমলা
তাৎক্ষণিক উজ্জ্বলতা, নিস্তেজ ভাব এবং ত্বকের দাগ দূর করতে কমলা ভীষণ ভালো কাজ করে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল কোলাজেন উৎপাদনে সহায়তা করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। সকালের রুটিনে এক গ্লাস তাজা কমলার রস রাখুন। এ ছাড়া সকালে আস্ত কমলাও খেতে পারেন। ভালো ফল পেতে কমলা খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত ফেসওয়াশ ও সেরাম ব্যবহার করুন। এরপর দেখুন, ত্বক কেমন দীপ্তি ছড়াচ্ছে!

পেয়ারা
পেয়ারা ত্বকের নির্জীব ভাব দূর করতে এবং প্রাথমিক বার্ধক্যের লক্ষণ প্রতিরোধে ভূমিকা রাখে। এতে কমলার চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন সি রয়েছে, যা উজ্জ্বল ত্বকের জন্য সুফল বয়ে আনে। শীতকালে সারা দিনের বিভিন্ন সময়ে সামান্য লবণ মিশিয়ে পেয়ারা খাওয়া যেতে পারে। আপনি চাইলে ডায়েট রুটিনে পাকা পেয়ারার রসও বেছে নিতে পারেন। এর পাশাপাশি এমন ফেসওয়াশ ব্যবহার করুন, যাতে মৃদু এক্সফোলিয়েশন এবং পেয়ারার মধ্য়কার বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। নিস্তেজ ও ক্লান্ত ত্বক পুনরুজ্জীবিত করা থেকে শুরু করে, এটি শীতকালে ত্বকের উজ্জ্বলতার জন্য উপযুক্ত একটি ফল। রোজ একটি খেতে তাই কোনো বাধা নেই।
ডালিম
ডালিম হাইড্রেশন, চোখের নিচের কালো দাগ এবং বার্ধক্য প্রতিরোধে খুব ভালো ফল। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই ফল খেলে ত্বকের টানটান ভাব উন্নত হয়, স্থিতিস্থাপকতা বাড়ে এবং ত্বক থাকে তারুণ্যদীপ্ত। এটি প্রাকৃতিকভাবে কোলাজেন উৎপাদনেও ভূমিকা রাখে। এই শীতে রোজকার ডায়েটে এই ফল রাখতে পারেন। খাওয়ার পাশাপাশি রূপচর্চায় এই ফলের রসও যোগ করতে পারেন। টক দইয়ের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক প্রাকৃতিকভাবে আর্দ্রতা ফিরে পাবে।
আপেল
এটি ত্বকের দাগ ও রুক্ষতা দূর করতে সহায়ক। এতে প্রচুর কোয়ারসেটিন থাকে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ত্বকের সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। রোজ একটি আপেল খেলে যেমন শরীর ভালো থাকে, তেমনি শীতের কারণে ত্বকের ওপর যে কালচে ভাব দেখা দেয়, তা-ও দূর হয়। খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও আপেল ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ১ টেবিল চামচ আপেলবাটা ও আধা চা-চামচ অলিভ অয়েল নিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে অলিভ অয়েল আপেলের সঙ্গে ভালো ভাবে মিশে যায়। এরপর এটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
বরই
ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজে ভরপুর এই ফল ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পেতে রোজ এই ফল খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল পরিবেশগত দূষণ, অতিবেগুনি রশ্মি ও মানসিক চাপের কারণে সৃষ্ট ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে ত্বক রক্ষা করে, যা অকালবার্ধক্য, বলিরেখা, কালো দাগ এবং ত্বকের রুক্ষতা প্রতিরোধ করে ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে। এই ফল ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি এবং ত্বকের সুরক্ষা স্তর শক্তিশালী করে।
সূত্র: ইটিং ওয়েল, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
মডেল: রুবাইয়াৎ অদিতি
ছবি: হাসান রাজা

আজ আপনার তেজ তুঙ্গে! প্রযুক্তির সহায়তায় ব্যবসায় একদম রকেটের গতিতে উন্নতি করবেন। অফিসে বসের প্রিয়পাত্র হতে পারেন, তবে সহকর্মীদের হিংসা থেকে সাবধান। স্বামী বা স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের যোগ আছে।
৩৫ মিনিট আগে
নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
১৬ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১৮ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ দিন আগে