নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইনে কেনাকাটার সময় কোনো জিনিস হাতে ধরে দেখা যায় না। কাপড়টা খসখসে না নরম, জুতাটা শক্ত না আরামদায়ক, তা বোঝা অনেক দায়। বিক্রেতার কথাতেই ভরসা করতে হয়। ফলে ডেলিভারির পর পণ্য পছন্দ না হলে অনেকে বিক্রেতার ওপরেই দোষ চাপান। তবে ক্রেতা নিজেও অনেক সময় ভুল করেন। প্রয়োজনীয় তথ্য জেনে কেনাকাটা করেন না। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেন।
প্রশ্ন করতে দ্বিধা করা
পণ্যের বিস্তারিত জেনে নিয়ে তারপর অর্ডার করুন। যেমন ছবিতে বা লাইভে কাপড়ের রং অনেক সুন্দর দেখাতে পারে। অর্ডার করে ডেলিভারি নেওয়ার পর সে রং দেখে পছন্দ না-ও হতে পারে। তাই কেনার আগে রং নিয়ে সন্দেহ থাকলে দ্বিধা না করে বিক্রেতাকে প্রশ্ন করুন। একই সঙ্গে পণ্যের ম্যাটেরিয়াল বা উপাদান সম্পর্কেও জেনে নিন।
রিটার্ন পলিসি না জানা
অনেক ক্ষেত্রেই পণ্য বদলে নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন অনেক সময় সাইজ চার্ট দেখে কিনলেও জুতা বা পোশাকের মাপ ঠিক হয় না। সে ক্ষেত্রে ফেরত দিয়ে অন্য সাইজ নিতে হয়। তাই জুতা বা পোশাক কেনারসময় খেয়াল করে দেখবেন রিটার্ন পলিসি আছে কি না এবং সেখানে কী কী শর্ত আছে।
রিভিউ দেখে কেনা
ওয়েবসাইটে বা ফেসবুকে অনেক রিভিউ থাকলে সেগুলো পড়ে দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তবে খেয়াল রাখুন, মন্তব্যগুলো অচেনা মানুষের কাছ থেকে এসেছে কি না। বিক্রি বাড়ানোর জন্য অনেকে ভুয়া রিভিউ পোস্ট করেন। অনেক ক্ষেত্রে এসব রিভিউ দেখে ক্রেতারা খুশিমনে নিম্নমানের পণ্য কেনেন। একটি পণ্য কেনার আগে আরও কয়েকটি পেজ ঘুরে পণ্যের মান ও দাম যাচাই করুন। রিভিউ দেখেই কিছু কিনবেন না।
প্রোমো কোড ও শিপিং কস্ট না দেখা
অনেক ওয়েবসাইটে প্রোমো কোড ও কুপন-সুবিধা থাকে। এই সুবিধা নিলে পণ্যের দাম কিছুটা কমে আসে। ই-কমার্স সাইট থেকে বিদেশি পণ্য কেনার আগে অবশ্যই শিপিং
কস্ট দেখে নিতে হবে। অনেক সময় পণ্যের দামের দ্বিগুণ আসে শিপিং কস্ট।
সাইজ চার্ট না দেখা
অনেক সময় সাইজ চার্ট দেখে অর্ডার করার কথা বিক্রেতারাই জানিয়ে দেন। কিন্তু সে কথায় কান না দিয়ে অনেকে অনুমানের ভিত্তিতে যেকোনো একটা সাইজ অর্ডার করে ফেলেন। এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় হলো সাইজ চার্ট দেখে মাপজোখ করে অর্ডার দেওয়া।

অনলাইনে কেনাকাটার সময় কোনো জিনিস হাতে ধরে দেখা যায় না। কাপড়টা খসখসে না নরম, জুতাটা শক্ত না আরামদায়ক, তা বোঝা অনেক দায়। বিক্রেতার কথাতেই ভরসা করতে হয়। ফলে ডেলিভারির পর পণ্য পছন্দ না হলে অনেকে বিক্রেতার ওপরেই দোষ চাপান। তবে ক্রেতা নিজেও অনেক সময় ভুল করেন। প্রয়োজনীয় তথ্য জেনে কেনাকাটা করেন না। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেন।
প্রশ্ন করতে দ্বিধা করা
পণ্যের বিস্তারিত জেনে নিয়ে তারপর অর্ডার করুন। যেমন ছবিতে বা লাইভে কাপড়ের রং অনেক সুন্দর দেখাতে পারে। অর্ডার করে ডেলিভারি নেওয়ার পর সে রং দেখে পছন্দ না-ও হতে পারে। তাই কেনার আগে রং নিয়ে সন্দেহ থাকলে দ্বিধা না করে বিক্রেতাকে প্রশ্ন করুন। একই সঙ্গে পণ্যের ম্যাটেরিয়াল বা উপাদান সম্পর্কেও জেনে নিন।
রিটার্ন পলিসি না জানা
অনেক ক্ষেত্রেই পণ্য বদলে নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন অনেক সময় সাইজ চার্ট দেখে কিনলেও জুতা বা পোশাকের মাপ ঠিক হয় না। সে ক্ষেত্রে ফেরত দিয়ে অন্য সাইজ নিতে হয়। তাই জুতা বা পোশাক কেনারসময় খেয়াল করে দেখবেন রিটার্ন পলিসি আছে কি না এবং সেখানে কী কী শর্ত আছে।
রিভিউ দেখে কেনা
ওয়েবসাইটে বা ফেসবুকে অনেক রিভিউ থাকলে সেগুলো পড়ে দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তবে খেয়াল রাখুন, মন্তব্যগুলো অচেনা মানুষের কাছ থেকে এসেছে কি না। বিক্রি বাড়ানোর জন্য অনেকে ভুয়া রিভিউ পোস্ট করেন। অনেক ক্ষেত্রে এসব রিভিউ দেখে ক্রেতারা খুশিমনে নিম্নমানের পণ্য কেনেন। একটি পণ্য কেনার আগে আরও কয়েকটি পেজ ঘুরে পণ্যের মান ও দাম যাচাই করুন। রিভিউ দেখেই কিছু কিনবেন না।
প্রোমো কোড ও শিপিং কস্ট না দেখা
অনেক ওয়েবসাইটে প্রোমো কোড ও কুপন-সুবিধা থাকে। এই সুবিধা নিলে পণ্যের দাম কিছুটা কমে আসে। ই-কমার্স সাইট থেকে বিদেশি পণ্য কেনার আগে অবশ্যই শিপিং
কস্ট দেখে নিতে হবে। অনেক সময় পণ্যের দামের দ্বিগুণ আসে শিপিং কস্ট।
সাইজ চার্ট না দেখা
অনেক সময় সাইজ চার্ট দেখে অর্ডার করার কথা বিক্রেতারাই জানিয়ে দেন। কিন্তু সে কথায় কান না দিয়ে অনেকে অনুমানের ভিত্তিতে যেকোনো একটা সাইজ অর্ডার করে ফেলেন। এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় হলো সাইজ চার্ট দেখে মাপজোখ করে অর্ডার দেওয়া।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৫ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১৬ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৮ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১ দিন আগে