ফিচার ডেস্ক

চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি

চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৪ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৬ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৮ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে