ফিচার ডেস্ক

চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি

চ্যাটজিপিটি আসার পর গুগলের সার্চ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সম্প্রতি অ্যাপলের এক নির্বাহী বলেন, আইফোনের গুগল ডিফল্ট সার্চ ইঞ্জিনে সার্চ ট্রাফিক কমে যাচ্ছে। ফলে তাদের শেয়ারমূল্য কমেছে। তবে গুগল তো থেমে যাওয়ার পাত্র নয়। এরই মধ্যে প্রতিষ্ঠানটি তাদের হোম পেজে নতুন এআই সার্চ টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং ভ্রমণ পরিকল্পনার জন্য চালু করেছে এজেন্টিক এআই।
ভবিষ্যতে ভ্রমণের পরিকল্পনা করতে আলাদাভাবে গুগলে হোটেল খোঁজা বা ফ্লাইট খুঁজে বের করার ঝামেলা হবে না। এখন এআই নিজে থেকে আপনার জন্য ভ্রমণ পরিকল্পনা, দর-কষাকষি এবং সবকিছু বুকিং করে দেবে।
বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান; যেমন মাইক্রোসফট, ওপেনএআই ইত্যাদি এরই মধ্যে এমন উন্নত এআই তৈরি করছে, যেগুলো শুধু সহকারী নয়, বরং পূর্ণাঙ্গ ভ্রমণ এজেন্টের মতো কাজ করছে।
গুগল তাদের জেমিনি এআই দিয়ে এখন এমন প্রযুক্তি সহায়তা দিচ্ছে, যা ছবি দেখে ট্রিপ সাজাতে পারে, হোটেল-ফ্লাইটের দাম ট্র্যাক করতে পারে এবং ব্যবহারকারীর জন্য কাস্টমাইজড ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে পারে। শুধু তা-ই নয়, আপনি কোনো দর্শনীয় স্থানের ছবি তুললে গুগলের লেন্স টুল তার ইতিহাস ও বিস্তারিত জানিয়ে দেবে। চাইলে অনুবাদও করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় পরিবর্তন।
ভ্রমণ প্রযুক্তিবিদ ম্যাক্স স্টারকভ বলেন, ‘আগে আমরা মোবাইল ফোনে টিকিট কেটে ভ্রমণ করতাম। এখন এআই সবকিছু করে দেবে। এটা আমাদের ভ্রমণকে একেবারেই বদলে দেবে।’
এই বদল শুধু পর্যটকদের জন্য নয়, যাঁরা হোটেল কিংবা ফ্লাইটের সেবা দেন, তাঁদের ব্যবসায়ও বড় ধরনের বদল আসবে।
সূত্র: সিএনবিসি

সকালের নাশতায় ডিম অনেকের প্রথম পছন্দ। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডিমের হরেক পদের মধ্যে স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ঝুরি এর স্বাদের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। স্ক্র্যাম্বলড এগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। তবে ভালো টেক্সচার পেতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়।
৫ মিনিট আগে
প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১০ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৬ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৮ ঘণ্টা আগে