লাইভ বেকারি
মুহাম্মদ শফিকুর রহমান

ঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, ধানমন্ডিসহ পুরো ঢাকা শহরের অলিগলিতে চোখে পড়বে লাইভ বেকারি। ক্রেতাদের সামনে এসব বেকারিতে তৈরি করা হয় খাবার। এ কারণে এসব খাবারের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাসযোগ্যতা বেশি।
লাইভ ক্রিকেট বা ফুটবল ম্যাচের মতোই লাইভ বেকারিতে চোখের সামনে সব ঘটে। এক কক্ষেই ওভেন আর মিক্সচার মেশিন। উপকরণ রাখার র্যাক ও ডিপ ফ্রিজ। সেখানেই ক্রেতাদের সামনে বেক হচ্ছে কেক-বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য। প্রতিদিন তৈরি, প্রতিদিন বিক্রি। তাই পরের দিন বাসি-পচা খাবার খাওয়ার আশঙ্কা নেই। তাই এগুলো এখন ভীষণ জনপ্রিয়।

ক্রেতাদের সামনে বেক হচ্ছে কেক-বিস্কুটসহ বিভিন্ন পণ্য। ছবি: আজকের পত্রিকাযা পাওয়া যাবে
নাম বলতে গেলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। তাই ক্যাটাগরি অনুসারে বলাই ভালো। যত ধরনের রুটি বা ব্রেড, কেক-বিস্কুট, পিৎজা, বার্গার, শরমা, সাব-স্যান্ডউইচ ইত্যাদি ভাবতে পারেন, সবকিছুই লাইভ বেকারিতে পাওয়া যাবে। দাম সর্বনিম্ন প্রতি পিস ১০ টাকা। সাধারণত পাউরুটি, কেক, বাটার নান, ঝাল প্যাটিস আর বিস্কুট বিক্রি বেশি হয় এগুলোতে। বড় বেকারিগুলোতে বেকারি আইটেম যে দামে বিক্রি হয়, লাইভ বেকারিতে তার চেয়ে একটু কম দামে বিক্রি হয়।

টিনএজারদের মন জয়
লাইভ বেকারির ক্রেতা সব বয়সের মানুষ হলেও টিনএজারদের সংখ্যা উল্লেখযোগ্য। অল্পবয়সী ছেলেমেয়েরা স্কুলে নাশতা হিসেবে লাইভ বেকারির তাজা খাবার পছন্দ করে। অনেকে যখন-তখন বেকারিতে চলে আসেন তাজা খাবার খেতে।
ইতিবাচক মনোভাব বাড়ছে
গত এক বছরে লাইভ বেকারির উত্থান বেশ ভালোভাবে নিয়েছে মানুষ। এই ভেজালের দিনে চোখের সামনে তৈরি খাবার অনেককে স্বস্তি এনে দিয়েছে। লাইভ বেকারিতে তৈরি খাবারের বৈচিত্র্য যেমন আছে, দামও নাগালে। এ ছাড়া বেশ কিছু মানুষের হয়েছে কর্মসংস্থান। কোনো খাবারের মান খারাপ হলে বেকারির মালিক দ্রুত কাস্টমার ফিডব্যাক পাচ্ছেন। ফলে দ্রুততম সময়ে উন্নতি করার সুযোগ থাকছে। তবে মানুষ এত সব ভাবছে না। চোখের সামনে বানানো তরতাজা খাবারের সুবাস বরং তাদের মাতিয়ে রাখছে।

ঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা, ধানমন্ডিসহ পুরো ঢাকা শহরের অলিগলিতে চোখে পড়বে লাইভ বেকারি। ক্রেতাদের সামনে এসব বেকারিতে তৈরি করা হয় খাবার। এ কারণে এসব খাবারের প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাসযোগ্যতা বেশি।
লাইভ ক্রিকেট বা ফুটবল ম্যাচের মতোই লাইভ বেকারিতে চোখের সামনে সব ঘটে। এক কক্ষেই ওভেন আর মিক্সচার মেশিন। উপকরণ রাখার র্যাক ও ডিপ ফ্রিজ। সেখানেই ক্রেতাদের সামনে বেক হচ্ছে কেক-বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য। প্রতিদিন তৈরি, প্রতিদিন বিক্রি। তাই পরের দিন বাসি-পচা খাবার খাওয়ার আশঙ্কা নেই। তাই এগুলো এখন ভীষণ জনপ্রিয়।

ক্রেতাদের সামনে বেক হচ্ছে কেক-বিস্কুটসহ বিভিন্ন পণ্য। ছবি: আজকের পত্রিকাযা পাওয়া যাবে
নাম বলতে গেলে দীর্ঘ তালিকা হয়ে যাবে। তাই ক্যাটাগরি অনুসারে বলাই ভালো। যত ধরনের রুটি বা ব্রেড, কেক-বিস্কুট, পিৎজা, বার্গার, শরমা, সাব-স্যান্ডউইচ ইত্যাদি ভাবতে পারেন, সবকিছুই লাইভ বেকারিতে পাওয়া যাবে। দাম সর্বনিম্ন প্রতি পিস ১০ টাকা। সাধারণত পাউরুটি, কেক, বাটার নান, ঝাল প্যাটিস আর বিস্কুট বিক্রি বেশি হয় এগুলোতে। বড় বেকারিগুলোতে বেকারি আইটেম যে দামে বিক্রি হয়, লাইভ বেকারিতে তার চেয়ে একটু কম দামে বিক্রি হয়।

টিনএজারদের মন জয়
লাইভ বেকারির ক্রেতা সব বয়সের মানুষ হলেও টিনএজারদের সংখ্যা উল্লেখযোগ্য। অল্পবয়সী ছেলেমেয়েরা স্কুলে নাশতা হিসেবে লাইভ বেকারির তাজা খাবার পছন্দ করে। অনেকে যখন-তখন বেকারিতে চলে আসেন তাজা খাবার খেতে।
ইতিবাচক মনোভাব বাড়ছে
গত এক বছরে লাইভ বেকারির উত্থান বেশ ভালোভাবে নিয়েছে মানুষ। এই ভেজালের দিনে চোখের সামনে তৈরি খাবার অনেককে স্বস্তি এনে দিয়েছে। লাইভ বেকারিতে তৈরি খাবারের বৈচিত্র্য যেমন আছে, দামও নাগালে। এ ছাড়া বেশ কিছু মানুষের হয়েছে কর্মসংস্থান। কোনো খাবারের মান খারাপ হলে বেকারির মালিক দ্রুত কাস্টমার ফিডব্যাক পাচ্ছেন। ফলে দ্রুততম সময়ে উন্নতি করার সুযোগ থাকছে। তবে মানুষ এত সব ভাবছে না। চোখের সামনে বানানো তরতাজা খাবারের সুবাস বরং তাদের মাতিয়ে রাখছে।

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
১২ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৮ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২০ ঘণ্টা আগে