Ajker Patrika

চাকরির সাক্ষাৎকারে যেসব নিয়ম মানতেই হবে

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ৫৫
চাকরির সাক্ষাৎকারে যেসব নিয়ম মানতেই হবে

সাক্ষাৎকার—চাকরিপ্রার্থীদের এই যুদ্ধক্ষেত্রে নামতেই হয়। এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। অনেকের তো চাকরির সাক্ষাৎকারের কথা শুনলেই গলা কেমন শুকিয়ে যায়! তবে সাক্ষাৎকারে চাকরিদাতাদের মুখোমুখি হওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। এবার আসুন চাকরির সাক্ষাৎকারের কিছু সহজ টিপস জেনে নেওয়া যাক।

ধরুন, আজ আপনার সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎকারের দিন। আপনি আপনার প্রত্যাশিত অফিস থেকে বার্তা পেয়েছেন। এখন আপনার প্রয়োজন এ নিয়ে কিছুটা প্রস্তুতি নেওয়া। অনেক কিছু জানার পরও এমনকি যথেষ্ট স্মার্ট থাকার পরও সঠিক প্রস্তুতির অভাবে চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। তাই দরকার একটু নিয়ম মেনে সবকিছু সামলানো।

চাকরি ও ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট মনস্টার ডটকম এক প্রতিবেদনে এ বিষয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, কিছু সাধারণ নিয়ম মেনে সাক্ষাৎকার দিলে চাকরি পাওয়া অনেক সহজ হয়ে আসে। এবার তবে টিপসগুলো একনজরে দেখে নেওয়া যাক:

শরীরী ভাষা
আত্মবিশ্বাসের সঙ্গে আপনি যদি নিয়োগকর্তার সামনে হাসিমুখে দাঁড়ান, তবে পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যায়। তাই নিজেকে ইতিবাচকভাবে উপস্থাপন করা জরুরি। সে ক্ষেত্রে আপনার প্রতি ভিন্ন এক দৃষ্টিভঙ্গি হবে নিয়োগকর্তাদের।

সঠিক পোশাক বাছাই
পরিচ্ছন্ন ও রুচিশীল জামাকাপড় পরে, নিজেকে একটু গুছিয়ে ভাইভা বোর্ডে যেতে হবে। অনেক ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান সাক্ষাৎকারের ক্ষেত্রে ড্রেস কোড নির্ধারণ করে দেয়। সে ক্ষেত্রে তা মেনে চলার চেষ্টা করতে হবে।

মনোযোগ দিয়ে শুনুন
সাক্ষাৎকারে একটি কঠিন কাজ হচ্ছে বোর্ডের সদস্যরা কী বলছেন, তা মনোযোগ দিয়ে শোনা। নিয়োগ বোর্ডের সদস্যরা আপনার সাক্ষাৎকার নেওয়ার সময় এমন অনেক তথ্য দেবেন, যা ওই প্রতিষ্ঠান সম্পর্কে নানা তথ্য দিতে পারে। সেই তথ্য আবার আপনি কোনো প্রশ্নের উত্তর তৈরিতে তাৎক্ষণিকভাবে কাজে লাগাতে পারবেন। আর যোগাযোগক্ষমতার দক্ষতা বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে মনোযোগ দিয়ে শোনা।

বেশি কথা নয়
সাক্ষাৎকার গ্রহণকারীর সামনে প্রয়োজনের বেশি কথা না বলাই ভালো। এতে ভুলভাল কথা বলার সম্ভাবনা বাড়ে। প্রস্তুতি কম থাকলে হাসিমুখে নিজের অপারগতা প্রকাশ করুন। ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করার অন্যতম উপায় হচ্ছে পদের জন্য কী কী চাওয়া হয়েছে, তা বোঝা। আপনার দক্ষতার সঙ্গে মিল রেখে সেই তথ্যগুলো সম্পর্কিত করে ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে হবে। আর মনে রাখতে হবে, চাকরির সাক্ষাৎকারে পুরোপুরি পেশাদার থাকতে হবে। এটা নতুন বন্ধু তৈরির জায়গা নয়। সুতরাং আচরণে সেই পরিমিতিবোধ নিয়ে আসতে হবে।

সঠিক ভাষার ব্যবহার
সাক্ষাৎকারে পেশাদার ভাষা ব্যবহার করা উচিত। বয়স, জাতি, ধর্ম, রাজনীতি সম্বন্ধীয় বিতর্কিত কোনো শব্দ বা রেফারেন্স ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। নইলে শুকনো মুখে পত্রপাঠ বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে।

উদ্ধত হবেন না
আপনার সাক্ষাৎকারের মূল বিষয়টি নির্ভর করে আপনার আচরণ কেমন হবে তার ওপর। আত্মবিশ্বাস, পেশাদারিত্ব ও বিনয়ের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। সেটি বজায় রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নের উত্তর দেওয়ায় সচেতনতা
যখন সাক্ষাৎকারীরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন, তখন আপনার বুঝে নিতে হবে এটি আপনাকে যাচাই করারই একটি পন্থা। এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই আপনার আচরণ প্রকাশিত হবে। তাই সব সময় সচেতনভাবে উত্তর দিতে হবে। না হলে আপনার বিষয়ে ভুল বার্তা যেতে পারে নিয়োগকর্তার কাছে।

প্রশ্ন করায় দ্বিধা নয়
সাক্ষাৎকার শেষে যখন কোনো প্রার্থীকে জিজ্ঞেস করা হয়, তাদের কোনো প্রশ্ন আছে কি না, তখন অনেক প্রার্থীই বলেন—‘না’। কিন্তু এটি সব সময় ভালো ফল বয়ে আনে না। সাক্ষাৎকারদাতাও কিছু সাধারণ প্রশ্ন করতেই পারেন। এর মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের প্রতি আপনার আগ্রহও প্রকাশ পাবে। প্রতিষ্ঠানের অবস্থা কেমন, এটি কেমন চলছে—এসব প্রশ্ন করাই যায়। আবার এসব প্রশ্নের বিপরীতে পাওয়া জবাব শুনে আপনি বুঝতে পারবেন, ওই কোম্পানিতে আপনি আদৌ কাজ করতে চান কি না।

মরিয়া ভাব দেখাবেন না
সাক্ষাৎকার গ্রহণের সময় নিয়োগকর্তার সামনে মরিয়া ভাব দেখাবেন না। চাকরিতে নেওয়ার জন্য কখনো অনুরোধ বা অনুনয় করবেন না। সব সময় সুস্থির, শান্ত ও আত্মবিশ্বাসী থাকতে হবে।

মোদ্দা কথা, সাক্ষাৎকারে নিয়োগকর্তার সামনে নিজের যোগ্যতার জানান দিতে হবে। সেখানে টেবিলের ওপাশ থেকে কেমন প্রশ্নবাণ ধেয়ে আসতে পারে, সে ব্যাপারে কিছু অনুশীলনও করা যেতে পারে। তাহলে আর চাকরির সাক্ষাৎকার আপনার জন্য ‘দুর্গম গিরি, কান্তার মরু’ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ০১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আগামী ২ জানুয়ারির নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরের ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬ পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী আবেদন করেন। মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯: ২৭
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। নতুন তারিখ শিগগিরই পরীক্ষার্থীদের জানানো হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, আগামী ২ জানুয়ারির নিয়োগ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এখন লিখিত নির্দেশনা জারির প্রক্রিয়া চলছে। পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পরের ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

প্রতি পদে লড়বেন ৭৫ জন

প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬ পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী আবেদন করেন।

মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯: ২১
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ৪৬তম বিসিএসের আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুসারে বুধবার সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৫ জন এবং বৃহস্পতিবার সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪ হাজার ৪২ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছরের ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

গত বছরের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত বছরের ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি। আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের গত বছরের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়।

পরে চলতি বছরের ২৪ মার্চ থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে প্রার্থীদের আন্দোলনের মুখে গত ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

গত ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ আগস্ট পর্যন্ত চলে। ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলে পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে কর্মী নিয়োগ দেবে। ১৭ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (পিএইচডি অগ্রাধিকারযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক বাজার অথবা অর্থনৈতিক নীতি বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত