Ajker Patrika

কেন আপনি পুলিশ হতে চাইলেন

জেলী খাতুন
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৬: ১৩
সালাহ্উদ্দিন কাদের
সালাহ্উদ্দিন কাদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন সালাহ্উদ্দিন কাদের। ৪৩তম বিসিএসে অংশ নিয়ে তিনি পুলিশ ক্যাডারে (সহকারী পুলিশ সুপার) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভার অভিজ্ঞতা তুলে ধরেছেন জেলী খাতুন

সালাহ্উদ্দিন: কলবেল বাজার পর ‘স্যার, আমি কি আসতে পারি?’ বলে অনুমতি চাইলাম।

চেয়ারম্যান: আসুন, বসুন।

সালাহ্উদ্দিন: আসসালামু

আলাইকুম, স্যার।

প্রথম এক্সটার্নাল: Mr. SalaUddin Kader, Are you proud of your name?

সালাহ্উদ্দিন: Definitely, sir.

চেয়ারম্যান: (মৃদু হাসলেন) ওকে। আপনি পছন্দ তালিকায় পুলিশ ক্যাডার প্রথমে দিয়েছেন, শিক্ষা ক্যাডার শেষে দিয়েছেন। কারণটি ব্যাখ্যা করুন।

সালাহ্উদ্দিন: স্যার, পুলিশ ক্যাডার প্রথমে দেওয়ার কারণ হলো পুলিশ অফিসার হওয়া আমার চাইল্ডহুড ড্রিম।

চেয়ারম্যান: চাইল্ডহুড ড্রিম? আচ্ছা, কেন আপনি পুলিশ হতে চাচ্ছিলেন? প্রশ্নের উত্তর দেওয়ার আগেই প্রথম এক্সটার্নাল জানতে চাইলেন, আপনি তখন কোন ক্লাসে পড়তেন?

সালাহ্উদ্দিন: স্যার, আমি তখন ক্লাস নাইনে পড়তাম।

চেয়ারম্যান: ও আচ্ছা। তাহলে বলুন, কী দেখে আপনি পুলিশ হতে চাইলেন?

সালাহ্উদ্দিন: স্যার, আমার জন্ম ও বেড়ে ওঠা মহেশখালীতে। এটি একসময় বাংলাদেশের অন্যতম অপরাধপ্রবণ অঞ্চল ছিল। তখন প্রায়ই দেখতাম, অপরাধ দমন ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশ সদস্যরা ঝুঁকি সত্ত্বেও অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করতেন। মামলা তদন্তের কাজে পুলিশ অফিসাররা আমাদের গ্রামে এলে সাধারণ মানুষের কাছ থেকে তাঁরা যে সম্মানটা পেতেন, তা আমাকে অনেক আকৃষ্ট করত। পাশাপাশি, পুলিশের ইউনিফর্মের প্রতিও আমার তীব্র আকর্ষণ কাজ করে।

চেয়ারম্যান: খুব ভালো। তাহলে কি আমরা ধরে নেব, শিক্ষকেরা সম্মান পায় না! তাই আপনি শিক্ষকতাকে সবার শেষে রেখেছেন?

সালাহ্উদ্দিন: মোটেও সে রকম নয়, স্যার। শিক্ষকেরা সমাজের আদর্শ। তাঁরা সবার কাছে শ্রদ্ধার পাত্র। কিন্তু শিক্ষা ক্যাডারে ধীরগতির পদোন্নতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সহজে পদায়ন না পাওয়া, নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে না পারা—ইত্যাদি কারণে আমি এই ক্যাডারকে শেষে রেখেছি।

চেয়ারম্যান: তা ঠিক, বাস্তবতা এমনই। আচ্ছা ধরুন, আপনি ৪৩তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন। ৫৩তম বিসিএসেও কি শিক্ষা ক্যাডারের একই পরিস্থিতি দেখতে চান?

সালাহ্উদ্দিন: (প্রশ্নটা আমি প্রথমে ভালো করে শুনতে পাইনি। বিনয়ের সঙ্গে বললাম, দুঃখিত স্যার, প্রশ্নটা আমি বুঝতে পারিনি। তখন তিনি প্রশ্নটা রিপিট করলেন। এবার আমি উত্তর দিলাম।) স্যার, আমি প্রশাসন ক্যাডার হওয়ার পর কখনো নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ পেলে শিক্ষা ক্যাডারের পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিদ্যমান অবস্থার উন্নতিতে চেষ্টা করব। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রশাসনিক পদগুলোতে যাতে শিক্ষকেরাই পদায়িত হন, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করব।

(এই উত্তরে বোর্ডকে সন্তুষ্ট মনে হলো। একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন।) এরপর চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসা দ্বিতীয় এক্সটার্নালকে প্রশ্ন করতে বললেন।

দ্বিতীয় এক্সটার্নাল: আমাদের Atmosphere-এর স্তরগুলোর সিরিয়ালি নাম বলুন।

সালাহ্উদ্দিন: স্যার, আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার, এরপর পর্যায়ক্রমে স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার।

দ্বিতীয় এক্সটার্নাল: ওজোন মণ্ডল কোন স্তরে থাকে?

সালাহ্উদ্দিন: স্ট্রাটোস্ফিয়ারে, স্যার।

দ্বিতীয় এক্সটার্নাল: ওজোন কেন গুরুত্বপূর্ণ?

সালাহ্উদ্দিন: স্যার, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি নির্গত হয়, সেগুলো ওজোনস্তরে এসে বাধা পায়। ওজোনস্তর না থাকলে অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে চলে আসবে। ফলে গ্রিনহাউস ইফেক্টের কারণে বৈশ্বিক উষ্ণায়ন ঘটবে এবং ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য রোগের সৃষ্টি হতে পারে।

দ্বিতীয় এক্সটার্নাল: গ্রিনহাউস গ্যাসগুলোর নাম বলুন।

সালাহ্উদ্দিন: গ্রিনহাউস গ্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো মিথেন, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, জলীয়বাষ্প ইত্যাদি।

দ্বিতীয় এক্সটার্নাল: আকাশ থেকে বৃষ্টির ফোঁটাগুলো ওপরে না গিয়ে নিচে কেন নেমে আসে?

সালাহ্উদ্দিন: স্যার, গ্র‍্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ বলের কারণে বৃষ্টির পানি নিচে নেমে আসে।

দ্বিতীয় এক্সটার্নাল: এরপর বৃষ্টির পানি যে মাটিতে ঢুকে যায়, তাকে কী বলে?

‎(ইংরেজি টার্মটা ঠিক মনে করতে পারছিলাম না। স্যার আবার বললেন, আমরা তো বৃষ্টির পানি সরাসরি খাই না, প্রথমে মাটিতে ঢুকে যায়, এরপর আমরা উত্তোলন করি। এই যে মাটির ভেতরে ঢুকে যাওয়া এটাকে কী বলে?)

‎সালাহ্উদ্দিন: স্যার, টার্মটা মনে পড়ছে না। সম্ভবত সেডিমেন্টেশন।

‎‎দ্বিতীয় এক্সটার্নাল: সেডিমেন্টেশন?

‎সালাহ্উদ্দিন: সরি স্যার, নিশ্চিত করে বলতে পারছি না।

‎‎দ্বিতীয় এক্সটার্নাল: মাটি থেকে আমরা পানি উত্তোলন করি, এই পানিগুলো কোন স্তরে থাকে?

‎সালাহ্উদ্দিন: লিথোস্ফিয়ারে, স্যার।

‎‎দ্বিতীয় এক্সটার্নাল: লিথোস (Lithos) মানে কী?

‎সালাহ্উদ্দিন: প্রথমে ভুলে Soil বলার পর সঙ্গে সঙ্গে আবার রক (Rock) বলেছি।

‎‎দ্বিতীয় এক্সটার্নাল: গুড। একুইফার কী?

‎সালাহ্উদ্দিন: স্যার, একুইফার হলো জলাধার। ভূপৃষ্ঠে কিংবা ভূগর্ভে অসংখ্য aquifer আছে।

‎‎দ্বিতীয় এক্সটার্নাল: Aqueduct, Aquitard এই টার্মগুলোর অর্থ কী?

‎সালাহ্‌উদ্দিন কাদের: সরি, স্যার।

‎‎এবার স্যার আমাকে প্রথম এক্সটার্নালের কাছে ছেড়ে দিলেন।

‎প্রথম এক্সটার্নাল: ধরুন, আপনাকে পুলিশ হিসেবে যেখানে পদায়ন করা হলো, সেখানে আপনি একজন আসামিকে গ্রেপ্তার করলেন। কিন্তু এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি এসে আপনাকে জোর করছেন আসামিকে ছেড়ে দিতে। তখন আপনি কী করবেন?

‎সালাহ্উদ্দিন: স্যার, ব্যাপারটা যে সম্পূর্ণ বেআইনি এবং একজন অপরাধীকে এভাবে ছেড়ে দিতে আমি যে অপারগ, সেটা তাঁকে বুঝিয়ে বলব। তবুও তিনি জোর করলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি অবহিত করব।

‎প্রথম এক্সটার্নাল: গুড। এবার আপনাকে একটু ভিন্ন কিছু জিজ্ঞেস করি। পার্থিব, মানবজমিন, দূরবীন এসব কী? কার লেখা?

‎সালাহ্‌উদ্দিন কাদের: সরি, স্যার। বলতে পারছি না।

‎প্রথম এক্সটার্নাল: (একটু অবাক হয়ে) আপনি এগুলোর একটার নামও কখনো শোনেননি? আচ্ছা, আপনি পাঠ্যবইয়ের বাইরে কার কার বই পড়েছেন?

‎সালাহ্‌উদ্দিন কাদের: স্যার, আমি কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পড়েছি। সম্প্রতি কাজী নজরুলের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটা পড়েছি। তাঁর কবিতাও ভালো লাগে।

‎প্রথম এক্সটার্নাল: আর?

‎সালাহ্উদ্দিন: হুমায়ূন আহমেদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ও উপন্যাসগুলো পড়তে ভালো লাগে।

‎প্রথম এক্সটার্নাল: মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি চলচ্চিত্রের নাম বলুন।

‎সালাহ্‌উদ্দিন কাদের: ওরা ১১ জন, গেরিলা। আর মনে পড়ছিল না, তাই বেশি বলতে পারলাম না।

‎প্রথম এক্সটার্নাল: হুমায়ূন আহমেদের বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ও চলচ্চিত্র আছে। সেগুলোর নাম বলুন।

‎সালাহ্উদ্দিন: আগুনের পরশমণি, জোছনা ও জননীর গল্প। বাকি বইগুলোর নাম মনে করতে পারছিলাম না। তাই সরি বললাম।

এক্সটার্নাল আমার হতাশ ভঙ্গি দেখে বললেন, ইটস্ ওকে। ভাইভায় সব প্রশ্নের উত্তর কে পারে? (হাসলেন) আমিও মুচকি হেসে স্যারকে ধন্যবাদ দিলাম। এরপর চেয়ারম্যান স্যার বললেন, ঠিক আছে, তোমার কাগজপত্র নিয়ে যাও। আমি স্যারকে ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়িয়ে কাগজগুলো নিলাম। ‎

‎দিকনির্দেশনা: ভাইভা হলো একটা মনস্তাত্ত্বিক খেলা। আপনি অনেক কিছুই জানেন, আবার যেন কিছুই জানেন না। তাই উত্তর দিতে না পারলে ঘাবড়ানোর কিছু নেই। শেষ পর্যন্ত কনফিডেন্স ও মুখে হাসি ধরে রাখতে হবে। আমি বিশ্বাস করি, আপনি পরিশ্রমী ও মেধাবী হলে সৃষ্টিকর্তা আপনাকে বিনা পারিশ্রমিকে কখনোই বিদায় করবেন না। সবার জন্য অজস্র শুভকামনা রইল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পপুলার ফার্মায় এক্সিকিউটিভ পদে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগে প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রোববার (২১ ডিসেম্বর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ, (ইন্টারন্যাশনাল মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (বি.ফার্ম/এম.ফার্ম)।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির ভাড়া সহায়তা, লাভ বোনাস, ছুটি নগদীকরণ, মোবাইল সেট ভাতা, গ্রুপ জীবন বিমা, দুপুরের খাবার সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা এবং সাপ্তাহিক ২ দিন (শুক্র-শনিবার) ছুটির ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টাফ অফিসার’ (১২তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে এসব প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) এ এইচ এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, ড্রাইভার, টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার), ডেসপ্যাচ রাইডার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বুকসর্টার, পাঠকক্ষ সহকারী, অফিস সহায়ক, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী, হিসাবরক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কাম্পিউটার মুদ্রাক্ষরিক।

বিজ্ঞপ্ততি বলা হয়, আগামী ২ জুনায়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর নির্ধারিত ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ জুলাই প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটথেকে ডাউনলোড করতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত লিংক এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। কোনো প্রার্থী প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্টটি জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স) পদে লোকবল নিয়োগ দেবে। গত ১৮ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা সফটওয়্যার, ইআরপি সিস্টেম এবং আর্থিক প্রতিবেদন সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত