Ajker Patrika

সাধারণ জ্ঞানে ভালো করার ১০ পরামর্শ

শেখ নাইমুর রশিদ লিখন 
সাধারণ জ্ঞানে ভালো করার ১০ পরামর্শ

বিসিএস, ব্যাংক, নন-ক্যাডার ও অন্যান্য চাকরির প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার প্রশ্নে একটি বড় অংশ দখল করে থাকে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের কোনো শুরু বা শেষ নেই; যেন এক মহাসমুদ্র। অনেক চাকরিপ্রার্থীর জন্য বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় দুর্বোধ্য মনে হয়। সাধারণ জ্ঞান আয়ত্তে আনার জন্য ১০টি পরামর্শ দিয়েছেন ৪১তম বিসিএসের কৃষি ক্যাডার শেখ নাইমুর রশিদ লিখন

নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। গুরুত্ব দিতে হবে বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতি, সম্পাদকীয় ও খেলাধুলার অংশ। যেকোনো চাকরির প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় এটি কাজে লাগবেই।

সাধারণজ্ঞান পড়তে হবে মানচিত্রভিত্তিক। বাংলাদেশ ও আন্তর্জাতিকের ম্যাপ দুটি পড়ার টেবিলে বা দেয়ালে লাগানো থাকতেই হবে। মুখস্থ করার দরকার নেই। প্রতিদিন অন্তত আধা ঘণ্টা ম্যাপ দেখতে হবে। মহাদেশ, দেশ, শহর, সাগর, মহাসাগর, প্রণালির অবস্থান দেখতে হবে। 

চাকরির পরীক্ষার জন্য যেকোনো একসেট ভালো বই যথেষ্ট। সাধারণ জ্ঞানের জন্য অযথা আলাদা বই কেনার দরকার নেই। আর বইয়ে যেকোনো চ্যাপ্টার সময় নিয়ে বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে। শুধু এমসিকিউ পড়ে স্কিপ করলে হবে না। মনে রাখতে হবে, এমসিকিউ মুখস্থ করে হয়তো প্রিলিমিনারি উতরে যাওয়া যায়। কিন্তু লিখিত পরীক্ষায় কখনোই ভালো করা যায় না।

বাংলাদেশ ও আন্তর্জাতিকের দুটি বিষয়ের জন্য দুটি নোট খাতা অবশ্যই তৈরি করতে হবে। দুর্বোধ্য কিন্তু গুরুত্বপূর্ণ এমন সব বিষয় সংক্ষিপ্ত আকারে নোট খাতায় তুলতে হবে। কোনো চ্যাপ্টার পড়া শেষ হওয়ার পর মাঝে মাঝে নোট খাতা রিভাইজ করতে হবে। 

তুলনামূলক জটিল বিষয়গুলো ছন্দ তৈরি করে মনে রাখা যেতে পারে। যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো: (ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে)। এক বা একাধিক দেশের মুদ্রার নাম একই হলে সেগুলো একসঙ্গে মনে করার চেষ্টা করতে হবে। যেমন পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি বা টাকা। রাজধানী, মুদ্রা, বন্দর, পত্রিকা, প্রণালি, যুদ্ধক্ষেত্র, বিভিন্ন লাইন—এগুলো বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিককালে আলোচিত এমন দেশের তথ্যই সাধারণত পরীক্ষায় আসে।

বিভিন্ন তারিখ ও সাল ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন ও যুক্তফ্রন্টের বিজয়, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ও আওয়ামী লীগের বিজয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন।

গ্রুপ করে পড়া যেতে পারে। প্রতিদিন নিজেদের মধ্যে সমসাময়িক বিষয়ে বা যেকোনো টপিকভিত্তিক আলোচনা করতে পারেন। আলোচনা তথ্যসমৃদ্ধ হতে হবে। মুখস্থ করার চেয়ে এই  তথ্যসমৃদ্ধ আলোচনা অনেক বেশি কার্যকর।

ইউটিউবও কাজে লাগাতে হবে। সাধারণ জ্ঞান বইয়ের বাইরে থেকে অর্জিত হলে তা বেশি মনে থাকে। যে টপিকটি কঠিন লাগে, দ্রুত তা নিয়ে একটি ভিডিও দেখে নেবেন। ইউটিউবের Ki Keno Kivabe, Eagle Eyes, Adyopanto; এ রকম চ্যানেলের জিওগ্রাফিক নলেজভিত্তিক ও ঐতিহাসিক ঘটনাভিত্তিক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন।

বাংলাদেশের পত্রিকা ও টিভি চ্যানেলগুলোর ফেসবুক পেজ ফলো দিতে হবে এবং তাদের সংবাদ হোমপেজে এলে দেখতে হবে। এ ছাড়া চাকরির গ্রুপগুলোয় যুক্ত থাকতে হবে। মোটকথা, আপনার ফেসবুক হোমপেজ যেন চাকরির তথ্যসংক্রান্ত কনটেন্টে ভরা থাকে, সেটি নিশ্চিত করতে হবে।

গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাসগ্রন্থ প্রভৃতি বই পড়া মানুষের জানার আকাঙ্ক্ষা ও জ্ঞানবৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করে। তাই হাতে সময় থাকলে বিখ্যাত লেখকদের গ্রন্থ পড়া উচিত। এর পরোক্ষ উপকারিতা চাকরির পরীক্ষায়ও পাওয়া যায়। 

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জানুয়ারি

চাকরি ডেস্ক 
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জানুয়ারি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটিতে মনিটরিং অফিসিয়ালস পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মনিটরিং অফিসিয়ালস।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/ এমবিএম/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং আইটি টুলগুলোতে দক্ষতা। ব্যাংকিং কার্যক্রম, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক সম্মতি সম্পর্কে সুপরিকল্পিত জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্য পদের পরীক্ষা পরবর্তী সময়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

গত শনিবার (২০ ডিসেম্বর) অধিদপ্তরের উপপরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৩ সালের ৮ আগস্টের এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়।

পরীক্ষা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ও ইডেন মহিলা কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

প্রার্থীরা ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইনে ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালে) যোগাযোগ করা যাবে। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক 
কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং (ইয়ামাহা) বিভাগে সিনিয়র/এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ, (ডিজিটাল মার্কেটিং - ইয়ামাহা)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালাতে পারেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

অভিজ্ঞতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ফিল্ড সেলস অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত