Ajker Patrika

নমুনা ভাইভা: কক্সবাজারের দুটি প্রধান সমস্যার কথা বলো

এস এম হাসানুল বান্না 
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১০: ৩৬
নমুনা ভাইভা: কক্সবাজারের দুটি প্রধান সমস্যার কথা বলো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন। তিনি ৩৮তম বিসিএসে ননক্যাডার পেলেও ৪০তম বিসিএসে ক্যাডার পেয়েছেন। তাঁর ৪০তম বিসিএসে ভাইভা হয়েছিল প্রায় ২০ মিনিট এবং সিরিয়াল ছিল ১২ নম্বরে। ক্যাডার চয়েজ সিরিয়াল অনুসারে বিসিএস প্রশাসন, শুল্ক ও আবগারি, পুলিশ, নিরীক্ষা ও হিসাব...। তার ৪০তম বিসিএস পরীক্ষার ভাইবা অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি নিজেই।

এস এম হাসানুল বান্না: অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করে সালাম দিলাম।

চেয়ারম্যান: সালাম গ্রহণ করে বসতে বললেন। এরপর কাগজপত্র দেখে....এস এম হাসানুল বান্না। বিখ্যাত নাম! এই নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। ওনার পরিচয় দাও?

এস এম হাসানুল বান্না: বিংশ শতকে মিশরের একজন বিখ্যাত ধর্মীয় সংস্কারক ও রাজনৈতিক দার্শনিক। প্রথম জীবনে ব্রিটিশ উপনিবেশবিরোধী অ্যাক্টিভিস্ট ছিলেন। এরপর প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্নের পর ধর্মীয় সংস্কারমূলক কাজে নিজেকে নিয়োজিত করেন।

চেয়ারম্যান: বিসিএস ক্যাডারের পছন্দ তালিকা বলুন।

এস এম হাসানুল বান্না: প্রথম বিসিএস প্রশাসন, দ্বিতীয় শুল্ক ও আবগারি, তৃতীয় পুলিশ, চতুর্থ নিরীক্ষা ও হিসাব...।

চেয়ারম্যান: অডিট ক্যাডারের সর্বোচ্চ পদের নাম কী?

এস এম হাসানুল বান্না: Comptroller and Auditor General (CAG) বা মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক।

চেয়ারম্যান স্যার এক্সামিনার-১ স্যারকে প্রশ্ন করতে বললেন।

এক্সামিনার-১: তোমার জেলা কোনটা?

এস এম হাসানুল বান্না: স্যার, কক্সবাজার।

এক্সামিনার-১: কক্সবাজার জেলায় সরকারের একটি বিশেষ উদ্যোগ প্রায় সম্পন্ন হয়েছে। সেটি কী?

এস এম হাসানুল বান্না: বেশ কয়েকটি উদ্যোগের কথা বলার পর স্যার নির্দিষ্ট করে আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে বললেন।

এক্সামিনার-১: আচ্ছা, আশ্রয়ণ প্রকল্প নিয়ে মিডিয়ায় যে কথাবার্তা এল, সেটি জনগণের কাছে নেতিবাচক কোনো প্রভাব ফেলেছে কি না। তোমার অভিমত কী?

এস এম হাসানুল বান্না: জলবায়ু উদ্বাস্তু গৃহহীন, ভূমিহীন ও ভাসমান মানুষের জীবনমান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্প একটি অনন্য মহৎ উদ্যোগ হিসেবে জনমনে স্থান করে নিয়েছে। প্রান্তিক পর্যায়ে নির্মাণ অবহেলার কারণে মিডিয়ায় যে খবর ছড়িয়েছে, সেটিকে আমি জনগণের কাছে একটি ভুল বার্তা গিয়েছে বলব। বিচ্ছিন্ন যেসব ঘটনা সামনে এসেছে, সেসবের তদন্তের মাধ্যমে মূল ত্রুটি খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গৃহীত পদক্ষেপ পরবর্তীতে জনমনে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করি।

এক্সামিনার-১: কক্সবাজারের দুটি প্রধান সমস্যার কথা বলো। একজন ডিসি হিসেবে সেই সব নিরসনে তুমি কীভাবে ভূমিকা রাখবে?

এস এম হাসানুল বান্না: স্যার, আমার মতে বর্তমানে কক্সবাজারের প্রধান দুটি সমস্যা হলো মাদক চোরাকারবার ও রোহিঙ্গা সংকট। ডিসি হিসেবে আমি জেলার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করব। সে হিসেবে জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় প্রতিষ্ঠা করে মাদকের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করব। জেলায় যুবসমাজের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা কর্মসূচির আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা করব। সর্বোপরি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ঐক্য প্রতিষ্ঠায় সোশ্যাল ক্যাম্পেইন জারি রাখব।

এক্সামিনার-১: মুক্তিযুদ্ধে কক্সবাজার কোন সেক্টরের অধীন ছিল।

এস এম হাসানুল বান্না: স্যার, কক্সবাজার সেক্টর-১-এর অধীনে ছিল।

এক্সামিনার-১: ১ নম্বর সেক্টরের কমান্ডার কে ছিলেন?

এস এম হাসানুল বান্না: ১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম ও মেজর জিয়াউর রহমান।

এক্সামিনার-১: মেরিন ড্রাইভ সড়কের দৈর্ঘ্য কত? এর গুরুত্ব কী?

এস এম হাসানুল বান্না: মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। এটি আঞ্চলিক মহাসড়ক, বিকল্প সড়কপথ, প্রাকৃতিক সম্পদ আহরণ সহজীকরণ, এই অঞ্চলে মৎস্যশিল্পের বিকাশ ও মিয়ানমারসহ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশসমূহের সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

এক্সামিনার-২: বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুফল কি আমরা পাচ্ছি? পেয়ে থাকলে কীভাবে?

এস এম হাসানুল বান্না: মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট যাত্রা শুরুর মাধ্যমে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে। বর্তমানে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল তাদের সম্প্রচার সুবিধার জন্য ব্যান্ডউইথ ক্রয় করেছে, যে কারণে দেশের টাকা দেশেই থাকছে। তা ছাড়া এশিয়ার বেশ কিছু দেশ ব্যান্ডউইথ ক্রয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে, যার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা পেতে পারি। সবচেয়ে বড় ব্যাপার হলো, দেশের দুর্যোগ ও আপৎকালীন মুহূর্তে কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সামিনার-২: সেভেন সিস্টার্স কী?

এস এম হাসানুল বান্না: স্যার, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য (অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা)কে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়।

চেয়ারম্যান: আশা করি যথেষ্ট হয়েছে। এবার তাহলে এসো।

এস এম হাসানুল বান্না: সবাইকে সালাম জানিয়ে ভাইভা কক্ষ থেকে প্রস্থান করলাম।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিকম বা বিবিএ বা সমমান ডিগ্রি। কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশন ও এমএস এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থী বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৫।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: অফিস সহায়ক কাম গার্ড।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: ইলেকট্রিশিয়ান ও স্যানিটেশন মিস্ত্রি কাম ইকুইপমেন্ট ও অডিও ভিজ্যুয়াল অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থীকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমআইটি বা এনটিভিকিউএফ কোর্স সম্পন্নকারী হতে হবে।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: গার্ড কাম মালি।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

আবেদন ফি: শিরোনামে ক্রমিক ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ এবং অন্যান্য পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার আবেদনের সঙ্গে পাঠাতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

বিশেষ নির্দেশনা

চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রেরিত খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি করপোরেশনের মেয়র বা উপযুক্ত কর্তৃপক্ষের নাগরিকত্বের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

‘সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪ তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০’।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির তিন ক্যাটাগরির পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। ২২ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: উপপরিচালক (প্রশাসন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (চারুকলা)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ নাটক অথবা চলচ্চিত্রবিষয়ক কর্মক্ষেত্র সংশ্লিষ্ট কোনো বিবিধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বয়সসীমা: ১৮-৩৫ বছর। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ২২৩ টাকা।

শর্তাবলি

একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

চাকরি ডেস্ক 
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬: ৪১
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অসামরিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক ক্যাটাগরির শূন্য পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ১৩ টি।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল/উড ওয়ার্ক/রেফ্রিজারেশন/ইলেকট্রনিকস কম্পিউটার/ম্যাটালার্জি/কেমিক্যাল/ড্রাফটসম্যানশিপ বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮, ৬৪০ টাকা।

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্রাদি দাখিল করতে হবে:

সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি; পূরণ করা অনলাইন আবেদন ফরম এবং অ্যাডমিট কার্ডসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রশাসক/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি; বৈধ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক কপি ফটোকপি দাখিল করতে হবে।

আবেদন ফি: ২২৩ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৮ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

৫০ কর্মী নেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, এসএসসি পাসে আবেদন

চাকরি ডেস্ক 
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টস বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিল্ড অফিসার, (হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টস)।

পদ সংখ্যা: ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনা জানতে হবে।

অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২২-৩০ বছর।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ডি/এ, টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, ট্যুর ভাতার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত