Ajker Patrika

এক অ্যাপেই অনেক দক্ষ এআই অ্যাসিস্ট্যান্ট

সাব্বির হোসেন
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯: ০৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু বিজ্ঞানের কল্পনা জগৎ নয়, আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। কেউ এআই দিয়ে গবেষণার কাজ করছে, কেউ কোড লিখছে, কেউ ব্যবসার পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু জানেন কি? চ্যাটজিপিটির ভেতরেই আছে এমন এক জগৎ, যেখানে অনেক স্পেশালাইজড এআই সহকারী কাজ করছে। এসব অ্যাপের কাজ আলাদা, দক্ষতাও আলাদা।

চ্যাটজিপিটি এই নতুন সম্ভাবনার দরজা খুলেছে কাস্টম জিপিটিএসের মাধ্যমে। এর একটি অ্যাপেই আপনি পাবেন একাধিক ভার্চুয়াল সহকারী। আজকের আলোচনায় আমরা এমন কিছু কাস্টম জিপিটি তুলে ধরছি।

কাস্টম জিপিটি কী?

কাস্টম জিপিটি হলো একটি বিশেষ ধরনের চ্যাটবট। এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ প্রযুক্তির ভিত্তিতে তৈরি এবং নির্দিষ্ট কাজে দক্ষভাবে পারদর্শী। সাধারণ চ্যাটজিপিটির মতো এটি শুধু প্রশ্ন-উত্তর দেয় না; বরং নির্দিষ্ট নির্দেশনা ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সেবা দিতে পারে। চ্যাটজিপিটির ‘Explore GPTs’ নামে একটি আলাদা বিভাগ আছে। এখানে আপনি বিভিন্ন জিপিটি পাবেন, যেগুলো একেকটি নির্দিষ্ট কাজে তৈরি। এগুলো তৈরি করতে পারে ব্যক্তি বা প্রতিষ্ঠান, আবার চাইলে আপনি নিজেই কোনো জিপিটি বানাতে পারেন, কোনো কোডিং জ্ঞান ছাড়াই।

কাস্টম জিপিটি কেন আলাদা

সাধারণ জিপিটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু কাস্টম জিপিটি নির্দিষ্ট পরিস্থিতিতে টার্গেটেড সল্যুশন দিতে সক্ষম। যেমন যদি আপনি জিজ্ঞেস করেন, ‘সিভি কীভাবে বানাব?’ সাধারণ জিপিটি গাইডলাইন দেবে। কিন্তু কাস্টম জিপিটির কাছে যদি বলেন, ‘আমার দেওয়া তথ্য দিয়ে একটি প্রফেশনাল সিভি তৈরি করো।’ তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে সিভি বানিয়ে দেবে, এমনকি পিডিএফ আকারে ডাউনলোডের লিংকও তৈরি করবে। কাস্টম জিপিটির সবচেয়ে বড় শক্তি হলো, এগুলো কনটেক্সট বুঝে দ্রুত এবং নিখুঁত সেবা দিতে পারে।

সিভি বানানোর সহকারী

চাকরির বাজারে নিজের পরিচয় তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সিভি। কিন্তু অনেকে জানেন না কীভাবে প্রফেশনাল সিভি বানাতে হয়। ‘সিভি অ্যান্ড রিজিউম রাইটার জিপিটি’ এ কাজটি সহজ করে দিয়েছে। আপনি শুধু নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কাঙ্ক্ষিত চাকরির ধরন লিখবেন। জিপিটি তা থেকে একটি প্রফেশনাল সিভি বানিয়ে দেবে। চাইলে কভার লেটারও তৈরি করে দেবে। যাঁরা চাকরি খুঁজছেন বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করছেন, তাঁদের জন্য এটি অমূল্য সহায়ক হতে পারে।

কোড বিশ্লেষণ ও সমস্যা সমাধানে

প্রোগ্রামিং শেখার পথে সবচেয়ে বড় বাধা হলো কোডে কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বের করা। ‘কোড এক্সপ্লেইনার জিপিটি’ হয়ে ওঠে পরম বন্ধু। আপনি যখন একটি কোড ব্লক দিয়ে বলেন, ‘এখানে সমস্যা কোথায়?’ তাহলে জিপিটি নির্ভুলভাবে জানাবে সমস্যা কী, কেন হয়েছে এবং কীভাবে ঠিক করতে হবে। কখনো কখনো এটি কোড অপটিমাইজও করে দেয়। নতুন প্রোগ্রামারদের জন্য এটি এক ভার্চুয়াল কোডিং টিচারের মতো।

পড়াশোনায় সহায়ক

শিক্ষার্থীদের পড়াশোনার চাপ অনেক। বিশেষ করে পরীক্ষার সময় নোট বানানো, গুরুত্বপূর্ণ প্রশ্ন খোঁজা এবং বিষয়ভিত্তিক রিভিশন—এসব যেন আরেক পরীক্ষা। ‘স্ট্যাডি অ্যাসিসট্যান্ট জিপিটি’ এ সমস্যার সমাধান দিতে পারে। আপনি যদি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে সংক্ষিপ্ত নোট তৈরি করো’, জিপিটি সঙ্গে সঙ্গে তা তৈরি করবে। এ ছাড়া এটি কুইজ প্রশ্ন বানাবে, অধ্যায়ভিত্তিক রিভিশন প্ল্যান সাজাবে এবং ভাইভা প্রস্তুতিতেও সাহায্য করবে।

গবেষণাপত্র ও থিসিসের সহকারী

একজন গবেষকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসম্মত রিসার্চ পেপার বা থিসিস তৈরি করা। ‘একাডেমিক রিসার্চ জিপিটি’ এই কাজে হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী। এটি গবেষণার কাঠামো সাজাতে, পর্বগুলো সুন্দরভাবে ভাগ করতে, লিটারেচার রিভিউ, মেথডোলজি এবং উপসংহার অংশগুলো গুছিয়ে লিখতে সহায়তা করে। সময় বাঁচায় এবং লেখার মান বাড়ায়।

বইয়ের সারাংশ ও পর্যালোচনায় সহায়ক

কোনো বই নিয়ে রিভিউ বা সারাংশ লিখতে চাইছেন? বুক সামারি জিপিটি সাহিত্যে, আত্মউন্নয়ন, ইতিহাস, অর্থনীতি, ফিকশন বা একাডেমিক বইয়ের মূল থিম, চরিত্র বিশ্লেষণ, বার্তা ও লেখকের উদ্দেশ্য সহজভাবে তুলে ধরে। শিক্ষার্থী, পাঠক, ব্লগার বা রিভিউয়ার—সবার জন্য কার্যকর।

কাস্টম জিপিটি ব্যবহার যেভাবে

কাস্টম জিপিটি ব্যবহার করতে চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েবসাইটে যান। বাঁয়ে বা ওপরে থাকা দুই দাগে ক্লিক করলে Explore GPTs অপশন আসবে। সেখানে সার্চ করে পছন্দমতো জিপিটি বেছে নিতে পারেন। প্রয়োজন হলে প্রিয় জিপিটিগুলো পিন করে রাখতে পারেন, যেন পরে সহজে খুঁজে পান।

কাস্টম জিপিটিএস হলো এআই প্রযুক্তির একটি বৈপ্লবিক রূপ। এগুলো শুধুই ভার্চুয়াল চ্যাটবট নয়, বরং কার্যকর সহকারী। সময় বাঁচায়, দক্ষতা বাড়ায় এবং আপনাকে উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যায়। ছাত্র হোন, সাংবাদিক হোন, উদ্যোক্তা হোন বা কোডার—প্রত্যেকের জন্য রয়েছে উপযুক্ত জিপিটি সহকারী, যা কাজের প্রোডাকটিভিটি বাড়াবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইউএস-বাংলা এয়ারলাইনসে নিয়োগ, সপ্তাহে ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৩
ফাইল ছবি
ফাইল ছবি

সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস।

পদের নাম: ভিএফএক্স ডিজাইনার/ভিজ্যুয়াল এফেক্ট আর্টিস্ট।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: ভিএফএক্স, অ্যানিমেশন, ফিল্ম অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা।

অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি আফটার ইফেক্টসে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সব ধরনের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে সজীব গ্রুপে চাকরি, নিয়োগ ৩ জেলায়

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার, এএসএম (বাল্ক সেলস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: ৩ বছর।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, (মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্থানীয় সরকার বিভাগের তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

উল্লেখিত এই তিনটি পদে লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১০টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত