Ajker Patrika

আমার উচ্চশিক্ষা গ্রহণের সামর্থ্য ছিল না

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০: ০১
আমার উচ্চশিক্ষা গ্রহণের সামর্থ্য ছিল না

সৈয়দ রাগীব সাফির পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়। বর্তমানে গবেষক হিসেবে কাজ করছেন জাপানের অন্যতম বড় প্রতিষ্ঠান কাও করপোরেশনে। গবেষণা এবং উচ্চশিক্ষা বিষয়ে অভিজ্ঞতার আলোকে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তানভীর আহম্মেদ।

প্রশ্ন: জাপানের কাও করপোরেশনের মতো বড় প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করছেন, অভিজ্ঞতা কেমন?

রাগীব সাফি: কাও করপোরেশনে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এটি জাপানের বড় প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে বাংলাদেশি গবেষক হিসেবে যুক্ত হতে পেরে গর্বিত। কাও করপোরেশনের পরিসীমা বিস্তৃত, এখানে কাজ শেখার অনেক সুযোগ পেয়েছি। এ ছাড়া নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জাপানের কোম্পানিগুলো বিশ্বের বেশির ভাগ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে জায়গা করে নিয়েছে, তা জানার ও শেখার সুবর্ণ সুযোগ লাভ করেছি।

প্রশ্ন: বৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন, পরে গবেষণায় মনোনিবেশ, বিস্তারিত বলুন।

রাগীব সাফি: বাংলাদেশ থেকে এইচএসসি পাস করার পর ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে রাজস্থানের জয়পুরে অবস্থিত মালাভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করি। এরপর দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছি। তারপর জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে রোটারি ইয়োনেয়ামা বৃত্তি নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করি। সবশেষে একই বিশ্ববিদ্যালয় থেকে জাপান সরকারের জেএসপিএস ফেলোশিপ নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। এই বৃত্তি পাওয়া আমার একাডেমিক ও কর্মক্ষেত্রে বড় অবদান রেখেছে। আমার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানের পক্ষে কোনোভাবেই উচ্চশিক্ষা গ্রহণের সামর্থ্য ছিল না। বৃত্তিগুলো না পেলে উচ্চতর শিক্ষার পথে পা বাড়ানোর সাহস পেতাম না।

প্রশ্ন: আপনি বাংলাদেশ এবং জাপানের শিক্ষাব্যবস্থার মধ্যে কী কী পার্থক্য লক্ষ করছেন?

রাগীব সাফি: বাংলাদেশে যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, তাতে আমার অভিজ্ঞতা খুবই ইতিবাচক। নিজ দেশ থেকে মৌলিক শিক্ষা নিয়েই তো বিদেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে আজকের এই পর্যায়ে এসেছি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আমাকে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেরা ফল অর্জনের গুরুত্ব অনুধাবন করা শিখিয়েছে। অন্যদিকে জাপানের শিক্ষাব্যবস্থা সম্পর্কে মনে হয়েছে, এখানে ব্যবহারিক শিক্ষা ও গবেষণার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং প্রচুর বিনিয়োগ করা হয়। 

প্রশ্ন: আপনার গবেষণা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কি অনুপ্রাণিত করেছিল? কেন শিক্ষার্থীরা ক্যারিয়ার হিসেবে গবেষণাকে বেছে নেবে?

রাগীব সাফি: হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সময়ে গবেষণাকে আমার কাছে কাজ বা পেশা মনে হয়নি। গবেষণাকে জীবনের অংশ মনে হয়েছে। আমি মনে করি, সমগ্র মানবজাতির কল্যাণে  কিছু করতে পারার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গবেষণা। সেই সময় আন্তর্জাতিক জার্নালগুলোতে গবেষণাপত্র প্রকাশ, একাধিক কনফারেন্সে প্রেজেন্টেশন, বেশ কিছু সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জনসহ অনেক সাফল্য পেয়ে অনুপ্রেরণা পাই। পিএইচডি পর্যায়ে এসে বুঝতে পারি, আমি গবেষণা ছাড়া আর কিছুই পারি না। তাই এটাই আমার সম্বল। কাজেই কোনো শিক্ষার্থী যদি গবেষণার মাধ্যমে মানুষ ও পরিবেশের উন্নয়ন করতে চাই, তাহলে তাঁকে স্বাগত।

প্রশ্ন: জাপানের কাও করপোরেশনে গবেষক হিসেবে চাকরি পাওয়ার জার্নি সম্পর্কে জানতে চাই।

রাগীব সাফি: পিএইচডি করার শুরুতে আমি লক্ষ্য স্থির করি যে গবেষক হিসেবে ইন্ডাস্ট্রিতে চাকরি করব। সেভাবেই প্রস্তুতি নিতে থাকি। যেহেতু জাপানে চাকরির আবেদনের জন্য কোনো অভিজ্ঞতাই ছিল না, তাই কাও-এ চাকরি পাওয়া কঠিন ছিল। আমার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্যারিয়ার ডিজাইন সেন্টার এবং অধ্যাপকেরা আমাকে জাপানে চাকরিসংক্রান্ত তথ্য ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। এ ছাড়া জাপানের বিভিন্ন চাকরির সার্চ পোর্টালের মাধ্যমেও চাকরি খুঁজেছি। এর মধ্যে কাও করপোরেশনে গবেষণার বিষয়ের সঙ্গে আমার পিএইচডি পর্যায়ের গবেষণা অনেকটাই মিলে যায়। পরিশেষে কাও করপোরেশন থেকে অফার লেটার দেয়। কাও করপোরেশনে যোগ দেওয়ার পর জানতে পারি, গবেষণায় মিল ছাড়াও আমার ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, কর্মস্পৃহা, চরিত্র, যোগাযোগদক্ষতার কারণে তারা আমাকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

প্রশ্ন: বিদেশে উচ্চশিক্ষা এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কী কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়?

রাগীব সাফি: বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্র নির্বাচনের পুরো প্রক্রিয়া অনেকটা সময়সাপেক্ষ এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। অনেক জায়গা থেকে প্রত্যাখ্যাত হতে হয়, ভাগ্যের ওপরও অনেক কিছু নির্ভর করে। কাজেই সে সময় আগ্রহ ও প্রেরণা না হারাতে পারাটাই চ্যালেঞ্জিং। তাই প্রতিটি ধাপ থেকে অভিজ্ঞতা অর্জন করে সেগুলো কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ করে এগিয়ে যেতে হবে। কোনো সাক্ষাৎকার, পরীক্ষা অথবা আবেদনপত্র পূরণের আগে সময় নিয়ে ভালো করে পেছনের তথ্যাদি জেনে যথাযথ প্রস্তুতি নিয়ে এগোতে হবে। যে দেশে বা প্রতিষ্ঠানে আবেদন করা হচ্ছে, সেখানকার সংস্কৃতি, ভাষা, লক্ষ্য ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জেনে নিজেকে প্রস্তুত করতে হবে। জাপানের কর্মক্ষেত্রে সংস্কৃতি ও ভাষার ওপর বিশেষ দক্ষতা অর্জনের গুরুত্ব দেওয়া হয়। আমার কাছে জাপানি ভাষা অনেক কঠিন মনে হয়। এখানকার সংস্কৃতিও অন্যান্য দেশের থেকে আলাদা। তাই জাপানে কর্মক্ষেত্রে যোগদানের জন্য ভাষা ও সংস্কৃতি অনেক বড় চ্যালেঞ্জ বলে মনে করি।

প্রশ্ন: বিদেশে উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিকভাবে কাজ করতে আগ্রহী অন্যান্য বাংলাদেশি শিক্ষার্থীর জন্য আপনি কী পরামর্শ দেবেন?

রাগীব সাফি: বিদেশে উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিকভাবে কাজ করতে আগ্রহী হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা, অধ্যবসায় ও সময়ের সঙ্গে সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। ক্রিকেটে টেস্ট খেলার মতো ধৈর্য, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতার সঙ্গে সবকিছু ব্যবস্থা করতে পারলে বিজয় নিশ্চিত। নিজের সব শক্তি ও শ্রম দিয়ে গন্তব্যে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, আগে যাঁরা সাফল্য অর্জন করেছেন, সবাই ব্যর্থতা ও হতাশা পাড়ি দিয়েই শেষে সফলতার দেখা পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯: ২৭
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। নতুন তারিখ শিগগিরই পরীক্ষার্থীদের জানানো হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, আগামী ২ জানুয়ারির নিয়োগ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। এখন লিখিত নির্দেশনা জারির প্রক্রিয়া চলছে। পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

পরের ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

প্রতি পদে লড়বেন ৭৫ জন

প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬ পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী আবেদন করেন।

মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯: ২১
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত
সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ৪৬তম বিসিএসের আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

গত রোববার (২৮ ডিসেম্বর) থেকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। সূচি অনুসারে বুধবার সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৫ জন এবং বৃহস্পতিবার সাধারণ ক্যাডার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪ হাজার ৪২ প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছরের ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

গত বছরের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর অস্থির সময়ের কারণে ২৫ আগস্ট তা স্থগিত ঘোষণা করা হয়।

‘বৈষম্য দূরীকরণে’ প্রথম দফায় প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে ফের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে গত বছরের ১৮ নভেম্বর ঘোষণা দেয় পিএসসি। আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ফের গত বছরের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়।

পরে চলতি বছরের ২৪ মার্চ থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল কমিশন। তবে প্রার্থীদের আন্দোলনের মুখে গত ২১ মে তা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

গত ২৪ জুলাই থেকে শুরু হয়ে এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ৩ আগস্ট পর্যন্ত চলে। ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলে পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে কর্মী নিয়োগ দেবে। ১৭ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (পিএইচডি অগ্রাধিকারযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক বাজার অথবা অর্থনৈতিক নীতি বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ নেবে। ২১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যু: সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

‘এর মানে, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ, বিষয়টা আইসিসিতে যাওয়া উচিত’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত