কাউসার লাবীব

খুশির বার্তা নিয়ে হাজির হয় ঈদ। ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। তবে বছরে মাত্র দুইবার এই নামাজ পড়ার ফলে অনেকেরই এর নিয়মকানুন মনে থাকে না। ঈদের নামাজ সংক্রান্ত যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলো—
ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আজান-একামত ছাড়া এই নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজ দুই রাকাত।
ঈদের নামাজ মাঠে-ময়দানে আদায় করা উত্তম। তবে মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে আদায় করা উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় করা জায়েজ আছে। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজও তাদের ওপর ওয়াজিব।
ঈদের নামাজ আদায় করতে হবে খুশুখুজুর সঙ্গে। নামাজের নিয়ত মনে মনে করলেই যথেষ্ট, মুখে উচ্চারণ করার আবশ্যকতা নেই। মনে মনে থাকতে হবে—আমি দুই রাকাত ঈদের নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি।
ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়া ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। তৃতীয় তাকবির ছাড়া প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে।
দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে। এরপর রুকুতে যাওয়ার তাকবির আলাদা দিতে হবে।
এই তাকবিরগুলো বলার সময় ইমাম-মুকতাদি সবাই হাত ওঠাতে হবে।
ঈদের নামাজ আদায় শেষে চুপচাপ মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, চার সময় চুপ থাকা ওয়াজিব। জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ইসতিসকার খুতবার সময়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৫৬৪২)
ঈদের নামাজে খুতবা দেওয়া সুন্নত। তবে খুতবা শুরু হয়ে গেলে উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। ইচ্ছাকৃত খুতবা ছেড়ে দেওয়া গুনাহ। তবে এর কারণে ঈদের নামাজে কোনো কমতি হবে না।

খুশির বার্তা নিয়ে হাজির হয় ঈদ। ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে। তবে বছরে মাত্র দুইবার এই নামাজ পড়ার ফলে অনেকেরই এর নিয়মকানুন মনে থাকে না। ঈদের নামাজ সংক্রান্ত যেসব বিষয় মনে রাখতে হবে, তা হলো—
ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। আজান-একামত ছাড়া এই নামাজ আদায় করতে হয়। ঈদের নামাজ দুই রাকাত।
ঈদের নামাজ মাঠে-ময়দানে আদায় করা উত্তম। তবে মক্কাবাসীদের জন্য মসজিদে হারামে আদায় করা উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় করা জায়েজ আছে। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, ঈদের নামাজও তাদের ওপর ওয়াজিব।
ঈদের নামাজ আদায় করতে হবে খুশুখুজুর সঙ্গে। নামাজের নিয়ত মনে মনে করলেই যথেষ্ট, মুখে উচ্চারণ করার আবশ্যকতা নেই। মনে মনে থাকতে হবে—আমি দুই রাকাত ঈদের নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে আদায় করছি।
ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়া ওয়াজিব। প্রথম রাকাতে তাকবিরে তাহরিমা ও ছানা পড়ার পর অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। তৃতীয় তাকবির ছাড়া প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে।
দ্বিতীয় রাকাতে কেরাতের পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রত্যেক তাকবিরের পর হাত ছেড়ে দিতে হবে। এরপর রুকুতে যাওয়ার তাকবির আলাদা দিতে হবে।
এই তাকবিরগুলো বলার সময় ইমাম-মুকতাদি সবাই হাত ওঠাতে হবে।
ঈদের নামাজ আদায় শেষে চুপচাপ মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, চার সময় চুপ থাকা ওয়াজিব। জুমা, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং ইসতিসকার খুতবার সময়। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৫৬৪২)
ঈদের নামাজে খুতবা দেওয়া সুন্নত। তবে খুতবা শুরু হয়ে গেলে উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। ইচ্ছাকৃত খুতবা ছেড়ে দেওয়া গুনাহ। তবে এর কারণে ঈদের নামাজে কোনো কমতি হবে না।

হাদিসে এমন কিছু সৌভাগ্যবান মানুষের কথা এসেছে, যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। তাঁরা দোয়া করেন ক্ষমা, রহমত, হিদায়াত ও জান্নাতের জন্য। কারা সেই মানুষ, কোন আমলগুলো করলে একজন বান্দা এই মর্যাদায় পৌঁছাতে পারে?
১ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৮ ঘণ্টা আগে
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে ২ হাজার ৫০০ বিদেশি মেহমান ও বাংলাদেশের ধর্মপ্রাণ...
১৭ ঘণ্টা আগে
অজু দৈনন্দিন জীবনে একাধিকবার ফিরে আসা এক পবিত্র চর্চা। যাঁরা অজুকে গুরুত্ব দেন, নিয়মিত অজু অবস্থায় থাকার চেষ্টা করেন, তাঁদের জন্য রয়েছে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির প্রতিশ্রুতি। অজু নামাজের পূর্বশর্ত। এটি শুধু শরীর ধোয়ার একটি প্রক্রিয়া নয়, বরং আত্মিক ও শারীরিক পবিত্রতার সম্মিলিত একটি প্রতীক।
১ দিন আগে