কে এম ছালেহ আহমদ জাহেরী
দোয়া শব্দটি আক্ষরিক বিবেচনায় ছোট হলেও, এর ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি সত্যিই পরিমাপ করা কঠিন। স্রষ্টা ও বান্দার মাঝে চাওয়া-পাওয়ার সেতু নির্মাণকারী এক সেতু।
দোয়া মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক উপহার। মোমিনের হাতিয়ারও বটে। সব ক্ষমতা যেখানে অকার্যকর, দোয়ার কার্যকারিতা সেখান থেকে শুরু হয়। দোয়ার মাঝে কিছু আদব রয়েছে, যা পালনে দোয়া তাড়াতাড়ি কবুল হয়—
১. দোয়ার আগে অজু করা। (সহিহ্ বুখারি: ৪৩২৩)
২. কিবলামুখী হয়ে দোয়া করা। (সহিহ্ বুখারি: ১০০৫)
৩. হাত তুলে দোয়া করা। (সহিহ্ বুখারি: ২৮৮৪)
৪. দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.)-এর প্রতি দরুদ-সালাম পাঠ করা। (সহিহুল জামে: ৩৯৮৮)
৫. চোখের পানি ছেড়ে দোয়া করা।
৬. নীরবে দোয়া করা। (সুরা আরাফ: ৫৫)
৭. নিজের পাপ স্বীকার করা। (সহিহুল জামে: ১৬৫৩)
৮. কায়মনোবাক্যে কাকুতি-মিনতি করা। (সহিহ্ মুসলিম: ২১৮৯)
৯. আল্লাহর সিফাতি নাম ধরে দোয়া করা। (সুনানে নাসায়ি: ১৩০০)
১০. নিজেকে মহান রবের কাছে ছোট করে উপস্থাপন করা।
১১. দোয়ার শেষে আমিন বলা। (সহিহ্ বুখারি: ৭৮১)
১২. দোয়ার পর দুই হাত মুখে নিয়ে মোছা। (সুনানে ইবনে মাজাহ্: ৩৮৬৬)
আল্লাহ তাআলা আমাদের এসব আদব রক্ষা করে দোয়া করার তৌফিক দান করুক।
লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক
দোয়া শব্দটি আক্ষরিক বিবেচনায় ছোট হলেও, এর ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি সত্যিই পরিমাপ করা কঠিন। স্রষ্টা ও বান্দার মাঝে চাওয়া-পাওয়ার সেতু নির্মাণকারী এক সেতু।
দোয়া মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক উপহার। মোমিনের হাতিয়ারও বটে। সব ক্ষমতা যেখানে অকার্যকর, দোয়ার কার্যকারিতা সেখান থেকে শুরু হয়। দোয়ার মাঝে কিছু আদব রয়েছে, যা পালনে দোয়া তাড়াতাড়ি কবুল হয়—
১. দোয়ার আগে অজু করা। (সহিহ্ বুখারি: ৪৩২৩)
২. কিবলামুখী হয়ে দোয়া করা। (সহিহ্ বুখারি: ১০০৫)
৩. হাত তুলে দোয়া করা। (সহিহ্ বুখারি: ২৮৮৪)
৪. দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.)-এর প্রতি দরুদ-সালাম পাঠ করা। (সহিহুল জামে: ৩৯৮৮)
৫. চোখের পানি ছেড়ে দোয়া করা।
৬. নীরবে দোয়া করা। (সুরা আরাফ: ৫৫)
৭. নিজের পাপ স্বীকার করা। (সহিহুল জামে: ১৬৫৩)
৮. কায়মনোবাক্যে কাকুতি-মিনতি করা। (সহিহ্ মুসলিম: ২১৮৯)
৯. আল্লাহর সিফাতি নাম ধরে দোয়া করা। (সুনানে নাসায়ি: ১৩০০)
১০. নিজেকে মহান রবের কাছে ছোট করে উপস্থাপন করা।
১১. দোয়ার শেষে আমিন বলা। (সহিহ্ বুখারি: ৭৮১)
১২. দোয়ার পর দুই হাত মুখে নিয়ে মোছা। (সুনানে ইবনে মাজাহ্: ৩৮৬৬)
আল্লাহ তাআলা আমাদের এসব আদব রক্ষা করে দোয়া করার তৌফিক দান করুক।
লেখক: খতিব ও ইসলামবিষয়ক গবেষক
ইসলাম জীবনের মর্যাদা রক্ষায় কঠোর নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ তাআলা এবং নবী করিম (সা.) স্পষ্টভাবে জানিয়েছেন, অন্যায়ভাবে কারও জীবন নেওয়া এক ভয়াবহ পাপ, যা শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ। এই কাজ শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো সমাজের শান্তি ও নিরাপত্তাকে ভয়ংকরভাবে বিপন্ন করে।
৪ ঘণ্টা আগেমানুষ সামাজিক জীব। সমাজবিহীন মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর বেঁচে থাকার সুবাদেই অনেক সময় ধার বা ঋণের প্রয়োজন দেখা দেয়। তখন এ ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। ফলে আমরা ঋণ গ্রহণ করে থাকি। নবী করিম (সা.) ঋণ করতে নিরুৎসাহিত করেছেন। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)...
৬ ঘণ্টা আগেসময়ের ঘূর্ণন আর প্রকৃতির পরিবর্তনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ইত্যাদির মধ্য দিয়ে কেটে যায় মানুষের জীবন। মানবজীবনে এমন তিনটি দিন আছে, যা নানা কারণে গুরুত্বের দাবি রাখে। নিম্নে ব্যতিক্রমী সেই তিনটি দিন নিয়ে আলোচনা তুলে ধরা হলো—
১৬ ঘণ্টা আগেএতিমের লালন-পালন, এতিমের প্রতি সহানুভূতি, দয়া ও ভালো আচরণ এবং তাদের হক রক্ষায় জোর তাগিদ দিয়েছে ইসলাম। এতিম বলে কেউ কেউ তাদের সঙ্গে কঠোর আচরণ করে। কিন্তু আল্লাহ তাদের প্রতি কঠোর হতে নিষেধ করেন।
২ দিন আগে