নাঈমুল হাসান তানযীম

নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়ার গুণটি আল্লাহর কাছে খুব পছন্দনীয়। মদিনার আনসার সাহাবিরা এই গুণটি ভালোই আত্মস্থ করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদের জন্যও, মুহাজিরদের আগমনের আগে যারা এই নগরীতে বসবাস করেছে এবং ইমান এনেছে, তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে, তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, আর তারা তাদের নিজেদের ওপর অগ্রাধিকার দেয়; নিজেরা অভাবগ্রস্ত হলেও। যাদেরকে অন্তরের কার্পণ্য হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলকাম। (সুরা হাশর: ০৯)
সুরা দাহরে আল্লাহ তাআলা জান্নাতের বিশেষ কিছু নিয়ামত উল্লেখপূর্বক এসব নিয়ামতের অধিকারীগণের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, ‘(তারাই সেসব নিয়ামত লাভ করবে, যারা...) এবং যারা মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দান করে তার প্রতি (নিজেদের) আগ্রহ থাকা সত্ত্বেও। (আর বলে) আমরা তো তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তোমাদের থেকে আমরা কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না।’ (সুরা দাহর: ০৯)
হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন: ‘যার কাছে সামান্য সম্পদ আছে এবং নিজের প্রয়োজনও আছে, তা সত্ত্বেও সে তা সদকা করে দেয়। এমন ব্যক্তির সদকাই আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়। হজরত আবু বকর (রা.)-এর ঘটনা আমাদের সবারই জানা। আল্লাহর রাস্তায় নিজের সব সম্পদ দান করার পর রাসুল জিজ্ঞেস করলেন, ‘পরিবার-পরিজনের জন্য কী রেখে এসেছ?’ জবাবে তিনি বলেছিলেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলকে রেখে এসেছি।’
সর্বোপরি অন্য ভাইকে সব সময় নিজের ওপর বেশি প্রাধান্য দেওয়া এবং তার জন্য তা-ই পছন্দ করা, যা নিজের পছন্দ
করা হবে।
লেখক: নাঈমুল হাসান তানযীম, ইসলামবিষয়ক গবেষক

নিজের ওপর অন্যকে প্রাধান্য দেওয়ার গুণটি আল্লাহর কাছে খুব পছন্দনীয়। মদিনার আনসার সাহাবিরা এই গুণটি ভালোই আত্মস্থ করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর তাদের জন্যও, মুহাজিরদের আগমনের আগে যারা এই নগরীতে বসবাস করেছে এবং ইমান এনেছে, তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে, তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না, আর তারা তাদের নিজেদের ওপর অগ্রাধিকার দেয়; নিজেরা অভাবগ্রস্ত হলেও। যাদেরকে অন্তরের কার্পণ্য হতে মুক্ত রাখা হয়েছে, তারাই সফলকাম। (সুরা হাশর: ০৯)
সুরা দাহরে আল্লাহ তাআলা জান্নাতের বিশেষ কিছু নিয়ামত উল্লেখপূর্বক এসব নিয়ামতের অধিকারীগণের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, ‘(তারাই সেসব নিয়ামত লাভ করবে, যারা...) এবং যারা মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দান করে তার প্রতি (নিজেদের) আগ্রহ থাকা সত্ত্বেও। (আর বলে) আমরা তো তোমাদেরকে খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তোমাদের থেকে আমরা কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না।’ (সুরা দাহর: ০৯)
হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন: ‘যার কাছে সামান্য সম্পদ আছে এবং নিজের প্রয়োজনও আছে, তা সত্ত্বেও সে তা সদকা করে দেয়। এমন ব্যক্তির সদকাই আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়। হজরত আবু বকর (রা.)-এর ঘটনা আমাদের সবারই জানা। আল্লাহর রাস্তায় নিজের সব সম্পদ দান করার পর রাসুল জিজ্ঞেস করলেন, ‘পরিবার-পরিজনের জন্য কী রেখে এসেছ?’ জবাবে তিনি বলেছিলেন, ‘আল্লাহ ও তাঁর রাসুলকে রেখে এসেছি।’
সর্বোপরি অন্য ভাইকে সব সময় নিজের ওপর বেশি প্রাধান্য দেওয়া এবং তার জন্য তা-ই পছন্দ করা, যা নিজের পছন্দ
করা হবে।
লেখক: নাঈমুল হাসান তানযীম, ইসলামবিষয়ক গবেষক

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৩ ঘণ্টা আগে
চলতি বছর বিভিন্ন বিভাগ থেকে ১ হাজার ২৮৩ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন দাওরায়ে হাদিস (মাওলানা) প্রায় ৯০০ জন, পবিত্র কোরআনের হাফেজ ১১৭ জন, মুফতি (ইফতা) ৬৬ জন, মুহাদ্দিস (উলুমুল হাদিস) ৮ জন, আরবি সাহিত্যে ডিপ্লোমা ৯৩ জন, মুফাসসির ২৪ জন, কারি (কেরাতে হাফস ও সাবা) ৬৯ জন...
১৫ ঘণ্টা আগে
জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার দিন কেবল একটি নামাজ আদায়ের মাধ্যম নয়; বরং এদিনের প্রতিটি মুহূর্তেই রহমত, বরকত ও মাগফিরাত বর্ষিত হয়।
১৭ ঘণ্টা আগে
একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় তার সংবিধানে নয়, বরং সেই সংবিধানের ন্যায়সংগত প্রয়োগের ওপর নির্ভর করে। ইতিহাস সাক্ষী দেয়—বিপুল সম্পদ, আধুনিক প্রযুক্তি কিংবা শক্তিশালী সামরিক বাহিনী কোনো রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারে না, যদি সেখানে ইনসাফ বা ন্যায়বিচার অনুপস্থিত থাকে।
১৭ ঘণ্টা আগে