প্রযুক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রে চলমান মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভুয়া তথ্য দিয়ে সয়লাব হয়ে গেছে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারে বিভিন্ন দল-সংগঠনের চিহ্নযুক্ত হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলো থেকে করা ভুয়া তথ্য দেওয়া পোস্টের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিচ্ছে না টুইটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কমন কজ আরও জানিয়েছে—রিপাবলিক দলের প্রার্থী মার্জারি টেইলর এবং কারি লেক নির্বাচন নিয়ে টুইটারে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন। এসব পোস্টের বিষয়ে ‘সিভিক ইনটিগ্রিটি পলিসির’—আওতায় টুইটারে সতর্ক বার্তা থাকা উচিত বলেও মন্তব্য করা হয়েছে কমন কজের পক্ষ থেকে।
কমন কজের অভিযোগ, টুইটার গত শুক্রবার থেকেই ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিচ্ছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টুইটার ব্যবস্থা নিতে ধীর গতিতে অগ্রসর হওয়ায় কমন কজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছে, ‘টুইটার আমাদের আশাহত করেছে। কোনো পোস্টের বিষয়ে রিপোর্ট করলে তাঁরা কেবল বিষয়টি দেখছে বলেই রেখে দিচ্ছে। কয়েক দিন পার হয়ে গেলেও তাদের থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।’ সংস্থাটি আরও জানিয়েছে, টুইটার এসব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাতে সর্বোচ্চ ১ থেকে ৩ ঘণ্টা সময় নিত।
যদিও এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং টুইটারের সেফটি অ্যান্ড ইনটিগ্রিটি বিভাগের প্রধান ইওয়েল রথ দুজনেই পৃথক টুইটে জানিয়েছিলেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচনের সময় তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সততা বিষয়ক পলিসিগুলোর যথাযথ প্রয়োগ বজায় রাখবে।

যুক্তরাষ্ট্রে চলমান মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভুয়া তথ্য দিয়ে সয়লাব হয়ে গেছে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারে বিভিন্ন দল-সংগঠনের চিহ্নযুক্ত হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলো থেকে করা ভুয়া তথ্য দেওয়া পোস্টের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিচ্ছে না টুইটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কমন কজ আরও জানিয়েছে—রিপাবলিক দলের প্রার্থী মার্জারি টেইলর এবং কারি লেক নির্বাচন নিয়ে টুইটারে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন। এসব পোস্টের বিষয়ে ‘সিভিক ইনটিগ্রিটি পলিসির’—আওতায় টুইটারে সতর্ক বার্তা থাকা উচিত বলেও মন্তব্য করা হয়েছে কমন কজের পক্ষ থেকে।
কমন কজের অভিযোগ, টুইটার গত শুক্রবার থেকেই ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিচ্ছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টুইটার ব্যবস্থা নিতে ধীর গতিতে অগ্রসর হওয়ায় কমন কজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছে, ‘টুইটার আমাদের আশাহত করেছে। কোনো পোস্টের বিষয়ে রিপোর্ট করলে তাঁরা কেবল বিষয়টি দেখছে বলেই রেখে দিচ্ছে। কয়েক দিন পার হয়ে গেলেও তাদের থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।’ সংস্থাটি আরও জানিয়েছে, টুইটার এসব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাতে সর্বোচ্চ ১ থেকে ৩ ঘণ্টা সময় নিত।
যদিও এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং টুইটারের সেফটি অ্যান্ড ইনটিগ্রিটি বিভাগের প্রধান ইওয়েল রথ দুজনেই পৃথক টুইটে জানিয়েছিলেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচনের সময় তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সততা বিষয়ক পলিসিগুলোর যথাযথ প্রয়োগ বজায় রাখবে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে