
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ জন। ইলিনয় শহরের কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারী ব্যক্তি একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, সকাল ও দুপুরের মাঝামাঝি সময়ে হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজের সময় এ হামলা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। হাসপাতালের একজন মুখপাত্র পরে ৩১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে শুরু করে। বন্দুকধারী সাদা বা নীল টি-শার্ট পরা একজন শ্বেতাঙ্গ পুরুষ বলে মনে করছেন তাঁরা।
পুলিশ পরে রবার্ট ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে।
লেক কাউন্টির মেজর ক্রাইম টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি সাংবাদিকদের বলেছেন, বন্দুকধারী একটি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছেন। সংগত কারণে তাঁকে আগে থেকে দেখতে পাওয়া যায়নি।
কোভেলি আরও বলেন, ‘আমরা সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছি। তিনি সম্ভবত শহরেই আছেন অথবা অন্য কোথাও থাকতে পারেন।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার সময় বন্দুকধারীর থেকে ১০০ মিটারের কম দূরত্বে ছিলেন আনন্দ নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, হামলাকারী খুব অল্প সময়ের মধ্যে অনেক গুলি চালিয়েছেন। তার পরই ঘটনাস্থল নিস্তব্ধ হয়ে যায়।
বিবিসিকে আনন্দ বলেন, ‘আমি এই শহরে নিজেকে খুব নিরাপদ মনে করতাম। কিন্তু আজ যা ঘটল তা খুবই বিরল। অস্বাভাবিক একটা ব্যাপার। নিরাপত্তার জন্য এখন আমরা আশ্রয়কেন্দ্রে আছি। অনেক মানুষ এখানে ভয়ে ও আতঙ্কে কান্নাকাটি করছে।’
শিকাগোর ইলিনয় থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে হাইল্যান্ড পার্ক অবস্থিত। সেখানে অন্তত ৩০ হাজার মানুষ বাস করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুচকাওয়াজে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। হামলার পর রক্তাক্ত মৃতদেহগুলো পড়ে থাকতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৪ জন। ইলিনয় শহরের কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারী ব্যক্তি একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, সকাল ও দুপুরের মাঝামাঝি সময়ে হাইল্যান্ড পার্কে কুচকাওয়াজের সময় এ হামলা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। হাসপাতালের একজন মুখপাত্র পরে ৩১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজতে শুরু করে। বন্দুকধারী সাদা বা নীল টি-শার্ট পরা একজন শ্বেতাঙ্গ পুরুষ বলে মনে করছেন তাঁরা।
পুলিশ পরে রবার্ট ক্রিমো থ্রি নামের ২২ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছে।
লেক কাউন্টির মেজর ক্রাইম টাস্ক ফোর্সের মুখপাত্র ক্রিস্টোফার কোভেলি সাংবাদিকদের বলেছেন, বন্দুকধারী একটি উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছেন। সংগত কারণে তাঁকে আগে থেকে দেখতে পাওয়া যায়নি।
কোভেলি আরও বলেন, ‘আমরা সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছি। তিনি সম্ভবত শহরেই আছেন অথবা অন্য কোথাও থাকতে পারেন।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার সময় বন্দুকধারীর থেকে ১০০ মিটারের কম দূরত্বে ছিলেন আনন্দ নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, হামলাকারী খুব অল্প সময়ের মধ্যে অনেক গুলি চালিয়েছেন। তার পরই ঘটনাস্থল নিস্তব্ধ হয়ে যায়।
বিবিসিকে আনন্দ বলেন, ‘আমি এই শহরে নিজেকে খুব নিরাপদ মনে করতাম। কিন্তু আজ যা ঘটল তা খুবই বিরল। অস্বাভাবিক একটা ব্যাপার। নিরাপত্তার জন্য এখন আমরা আশ্রয়কেন্দ্রে আছি। অনেক মানুষ এখানে ভয়ে ও আতঙ্কে কান্নাকাটি করছে।’
শিকাগোর ইলিনয় থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে হাইল্যান্ড পার্ক অবস্থিত। সেখানে অন্তত ৩০ হাজার মানুষ বাস করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, কুচকাওয়াজে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। হামলার পর রক্তাক্ত মৃতদেহগুলো পড়ে থাকতে দেখা গেছে।

রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
৪ মিনিট আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
গত বছরের ডিসেম্বরে মিসরের সশস্ত্র বাহিনীর কাছে দেশের ঋণ-সংকট সামাল দিতে সহায়তা চায় সরকার। কিন্তু বাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। অথচ সেনাবাহিনীর গোপন রিজার্ভে মিসরের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি পরিমাণ অর্থ রয়েছে—এমন দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ব্যাংকিং ও সরকারি কর্মকর্তারা। তাঁরা এই তথ্য
৩ ঘণ্টা আগে