
একদিন আগে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতির পর এবার ইউক্রেনকে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান সৈন্যদের মোকাবেলা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শীঘ্রই এসব মাইন ইউক্রেনে পাঠানো হবে। ওয়াসিংটন আশা করছে, ইউক্রেনের তাদের ভূখণ্ডে এসব মাইন ব্যবহার করবে।
তিনি আরও জানান, ইউক্রেন তাদের ঘনবসতিপূর্ণ এলাকায় এই মাইনগুলি ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়ার বিমান হামলার আতঙ্কে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ পর দূতাবাস বন্ধ করে দেশটি।
দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের বিমান হামলার সতর্কতা ঘোষণা করা মাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণার পর ইউক্রেনে ইতালি ও গ্রীসের দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।
শেষ সময়ে এসে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন ব্যবহারের অনুমোদন বাইডেন প্রশাসনের জন্য বড় একটি পদক্ষেপ। যা ট্রাম্প ক্ষমতায় আসার আগে ইউক্রেনকে বেশ চাঙ্গা করেছে।
এই ধরনের অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হলেও রাশিয়া আক্রমণের শুরু থেকেই অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন ব্যবহার করছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, ইউক্রেন যেসব মাইন ব্যবহার করবে সেগুলো রাশিয়ার মাইনের মতো নয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো সক্রিয় থাকবে। অর্থাৎ নির্ধারিত সময়ের পর, ৪ ঘণ্টা থেকে ২ সপ্তাহের মধ্যে এগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ৩-৪ ডিসেম্বর অটোয়া কনভেনশনে অ্যান্টি-পার্সোনেল ল্যান্ড মাইন বা স্থলমাইন নিষিদ্ধ করে ১২২টি দেশ স্বাক্ষর করেছিলো। কিন্তু রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেউই এতে স্বাক্ষর করেনি।

ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২ ঘণ্টা আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
২ ঘণ্টা আগে