আজকের পত্রিকা ডেস্ক

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ইসরায়েলের তরফ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা না এলেও মার্কিন প্রেসিডেন্ট আবারও ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও ইরানের মধ্যে তার দাবিকৃত যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেছেন। অথচ, এখনো দুই দেশ একে অপরের ভূখণ্ডে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আজকের এই চুক্তি আমরা করতে পারতাম না, যদি আমাদের দুর্দান্ত বি-২ বিমানের পাইলটদের মেধা ও সাহস না থাকত এবং এই অভিযানের সঙ্গে জড়িত সবার অবদান না থাকত।’
তিনি আরও যোগ করেন, ‘এক অর্থে বলতে গেলে, এবং খুব মজার ব্যাপার হলো, সেই নিখুঁত হামলা—যা রাতে চালানো হয়েছিল—সবাইকে একত্র করল, আর তার পরই চুক্তি হয়ে গেল!!!’
এর আগে ট্রাম্প বলেন, তাঁর দাবি অনুযায়ী তিনি যে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন, তাতে বিশ্ব ও মধ্যপ্রাচ্য অনেক উপকৃত হবে। তবে তাঁর দাবির পরও এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ইরান-ইসরায়েল দুই দেশ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’
তিনি আরও লেখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুই দেশকেই আশীর্বাদ করুন!’

যুদ্ধবিরতি নিয়ে ইরান ও ইসরায়েলের তরফ থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা না এলেও মার্কিন প্রেসিডেন্ট আবারও ট্রুথ সোশ্যালে ইসরায়েল ও ইরানের মধ্যে তার দাবিকৃত যুদ্ধবিরতি চুক্তির প্রশংসা করেছেন। অথচ, এখনো দুই দেশ একে অপরের ভূখণ্ডে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আজকের এই চুক্তি আমরা করতে পারতাম না, যদি আমাদের দুর্দান্ত বি-২ বিমানের পাইলটদের মেধা ও সাহস না থাকত এবং এই অভিযানের সঙ্গে জড়িত সবার অবদান না থাকত।’
তিনি আরও যোগ করেন, ‘এক অর্থে বলতে গেলে, এবং খুব মজার ব্যাপার হলো, সেই নিখুঁত হামলা—যা রাতে চালানো হয়েছিল—সবাইকে একত্র করল, আর তার পরই চুক্তি হয়ে গেল!!!’
এর আগে ট্রাম্প বলেন, তাঁর দাবি অনুযায়ী তিনি যে যুদ্ধবিরতির ব্যবস্থা করেছেন, তাতে বিশ্ব ও মধ্যপ্রাচ্য অনেক উপকৃত হবে। তবে তাঁর দাবির পরও এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি। ইরান-ইসরায়েল দুই দেশ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও ইরান প্রায় একই সময় আমার কাছে এসে বলল, ‘শান্তি!’ আমি বুঝতে পারলাম, সময়টা এখনই। পুরো বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই হচ্ছে এই শান্তির আসল বিজয়ী! দুই দেশই ভবিষ্যতে প্রচুর ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধি দেখবে।’
তিনি আরও লেখেন, ‘তারা একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারে। কিন্তু যদি তারা ন্যায়ের এবং সত্যের পথ থেকে সরে যায়, তাহলে হারানোর মতোও অনেক কিছু রয়েছে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যৎ সীমাহীন সম্ভাবনায় ভরা এবং সেখানে রয়েছে মহান আশার আলো। ঈশ্বর তোমাদের দুই দেশকেই আশীর্বাদ করুন!’

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২৩ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১২ ঘণ্টা আগে