
ঘরের টুকিটাকি কাজ করবে। আপনি বাড়িতে না থাকলেও পোষা প্রাণী, মানুষের দেখাশোনা ও বাড়ির সুরক্ষা নিয়ে ভাবনা নেই। রিমোট কন্ট্রোলে আপনার নির্দেশনা মেনে সব কাজ করে দেবে। বাড়িতে অস্বাভাবিক কিছু দেখলেও স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সতর্কবার্তা পাঠিয়ে দেবে একটি গৃহস্থালি রোবট।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, এ কোনো সায়েন্স ফিকশন বা বানোয়াট গল্প নয়। ই-কমার্স জায়ান্ট আমাজন প্রথমবারের মতো এমনই এক রোবট আনছে বাজারে। আলেক্সা স্মার্ট হোম প্রযুক্তি দ্বারা চালিত এই রোবটের নাম দেওয়া হয়েছে 'অ্যাস্ট্রো'। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে অ্যাস্ট্রো। তবে সবাই নয়, প্রাথমিকভাবে আগাম অর্ডারসাপেক্ষে শুধু যুক্তরাষ্ট্রের কিছু গ্রাহক রোবটটি কেনার সুযোগ পাবেন। পরে অন্যান্য দেশের গ্রাহকেরাও প্রযুক্তিপণ্যটি কিনতে পারবেন। কবে থেকে আগাম অর্ডার করা যাবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
রোবটটির বাজারমূল্যও খুব বেশি নয়। মাত্র ৯৯৯ দশমিক ৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার ৬৫২ টাকা। সব দেশের জন্য উন্মুক্ত হওয়ার পরে এর মূল্য কিছুটা বাড়বে। তখন এর দাম ১৪৪৯ দশমিক ৯৯ ডলার (১ লাখ ২৪ হাজার ১৯৬ টাকা) পর্যন্ত বাড়তে পারে।
অ্যাস্ট্রোতে বিজ্ঞানীরা কিছু মানবিক গুণাবলি দেওয়ার চেষ্টা করেছেন, যা তাঁকে অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে চাকাযুক্ত আলেক্সার চেয়েও অনন্য করে তুলেছে। বিটবক্সে হিপ-হপ বিটে গান বাজালে এই রোবট মাথা নাড়ে ও মুখভঙ্গি প্রকাশ করে।
এত পরিষেবা যুক্ত করার পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও ভেবেছে আমাজন। নিরাপত্তার স্বার্থে বাড়ির নির্দিষ্ট স্থান বা ঘরের নির্দিষ্ট কক্ষে এর প্রবেশাধিকার বন্ধের ফিচারও রয়েছে। এ জন্য অ্যাস্ট্রোতে 'সীমানার বাইরে' বা 'বিরক্ত করবেন না' ফিচারও সেট করতে হবে। বন্ধ রাখা যাবে ক্যামেরা, মাথার ওপরে থাকা পেরিস্কোপ ও মাইক্রোফোন। এগুলো বন্ধ করলে রোবটটি চলার ক্ষমতাও হারিয়ে ফেলবে।
সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেন, কিছু প্রতিদ্বন্দ্বীর বিপরীতে আমাজন 'অত্যন্ত পরীক্ষামূলক একটি পণ্য বাজারে আনছে। অ্যাস্ট্রো আমাজনের একটি সাহসী ও যৌক্তিক পদক্ষেপ। অ্যাস্ট্রো রোবটটি মার্কিন বাজারে আসার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


ঘরের টুকিটাকি কাজ করবে। আপনি বাড়িতে না থাকলেও পোষা প্রাণী, মানুষের দেখাশোনা ও বাড়ির সুরক্ষা নিয়ে ভাবনা নেই। রিমোট কন্ট্রোলে আপনার নির্দেশনা মেনে সব কাজ করে দেবে। বাড়িতে অস্বাভাবিক কিছু দেখলেও স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সতর্কবার্তা পাঠিয়ে দেবে একটি গৃহস্থালি রোবট।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, এ কোনো সায়েন্স ফিকশন বা বানোয়াট গল্প নয়। ই-কমার্স জায়ান্ট আমাজন প্রথমবারের মতো এমনই এক রোবট আনছে বাজারে। আলেক্সা স্মার্ট হোম প্রযুক্তি দ্বারা চালিত এই রোবটের নাম দেওয়া হয়েছে 'অ্যাস্ট্রো'। চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে অ্যাস্ট্রো। তবে সবাই নয়, প্রাথমিকভাবে আগাম অর্ডারসাপেক্ষে শুধু যুক্তরাষ্ট্রের কিছু গ্রাহক রোবটটি কেনার সুযোগ পাবেন। পরে অন্যান্য দেশের গ্রাহকেরাও প্রযুক্তিপণ্যটি কিনতে পারবেন। কবে থেকে আগাম অর্ডার করা যাবে তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।
রোবটটির বাজারমূল্যও খুব বেশি নয়। মাত্র ৯৯৯ দশমিক ৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ হাজার ৬৫২ টাকা। সব দেশের জন্য উন্মুক্ত হওয়ার পরে এর মূল্য কিছুটা বাড়বে। তখন এর দাম ১৪৪৯ দশমিক ৯৯ ডলার (১ লাখ ২৪ হাজার ১৯৬ টাকা) পর্যন্ত বাড়তে পারে।
অ্যাস্ট্রোতে বিজ্ঞানীরা কিছু মানবিক গুণাবলি দেওয়ার চেষ্টা করেছেন, যা তাঁকে অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে চাকাযুক্ত আলেক্সার চেয়েও অনন্য করে তুলেছে। বিটবক্সে হিপ-হপ বিটে গান বাজালে এই রোবট মাথা নাড়ে ও মুখভঙ্গি প্রকাশ করে।
এত পরিষেবা যুক্ত করার পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও ভেবেছে আমাজন। নিরাপত্তার স্বার্থে বাড়ির নির্দিষ্ট স্থান বা ঘরের নির্দিষ্ট কক্ষে এর প্রবেশাধিকার বন্ধের ফিচারও রয়েছে। এ জন্য অ্যাস্ট্রোতে 'সীমানার বাইরে' বা 'বিরক্ত করবেন না' ফিচারও সেট করতে হবে। বন্ধ রাখা যাবে ক্যামেরা, মাথার ওপরে থাকা পেরিস্কোপ ও মাইক্রোফোন। এগুলো বন্ধ করলে রোবটটি চলার ক্ষমতাও হারিয়ে ফেলবে।
সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেন, কিছু প্রতিদ্বন্দ্বীর বিপরীতে আমাজন 'অত্যন্ত পরীক্ষামূলক একটি পণ্য বাজারে আনছে। অ্যাস্ট্রো আমাজনের একটি সাহসী ও যৌক্তিক পদক্ষেপ। অ্যাস্ট্রো রোবটটি মার্কিন বাজারে আসার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
১ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে, ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
৩ ঘণ্টা আগে