
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে বলেছেন, তাঁর দেশ সেখান থেকে পিছু হটবে না। এমনকি রাশিয়ার কাছে মাথা নতও করবে না। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো মূল্যে ইউরোপে বিশৃঙ্খলা তৈরি করতে চান উল্লেখ করে বাইডেন জানান, তাঁর দেশ ইউক্রেনকে সমর্থন দেওয়ার অবস্থান থেকে পিছিয়ে যাবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিজেকে রক্ষায় প্রয়োজনীয় অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে যাবে।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এই কামরায় থাকা কেউ যদি মনে করেন যে, পুতিন কেবল ইউক্রেনেই থেমে যাবেন, তাঁদের আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, তিনি সেখানে থামবেন না।’ এ সময় তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত বিলটি আটকে না রেখে ছাড়ের জন্য আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের নিজেকে রক্ষার জন্য যেসব অস্ত্র প্রয়োজন, তা যদি আমরা সহায়তা দিই তবে দেশটি পুতিনকে থামাতে পারবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের—আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি—প্রতি আমার খুবই সরল একটি বার্তা হলো, আমরা পিছু হটব না। আমরা মাথা নত করব না। আমি মাথা নত করব না।’
মার্কিন আইনপ্রণেতা ও বিদেশি অতিথিদের সামনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা তাঁর প্রশাসনের নেই। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা মার্কিন সেনা চায় না। এমনকি কোনো মার্কিন সেনাই ইউক্রেনের যুদ্ধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আমরা বিষয়টি বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে বলেছেন, তাঁর দেশ সেখান থেকে পিছু হটবে না। এমনকি রাশিয়ার কাছে মাথা নতও করবে না। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো মূল্যে ইউরোপে বিশৃঙ্খলা তৈরি করতে চান উল্লেখ করে বাইডেন জানান, তাঁর দেশ ইউক্রেনকে সমর্থন দেওয়ার অবস্থান থেকে পিছিয়ে যাবে না। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিজেকে রক্ষায় প্রয়োজনীয় অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে যাবে।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এই কামরায় থাকা কেউ যদি মনে করেন যে, পুতিন কেবল ইউক্রেনেই থেমে যাবেন, তাঁদের আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, তিনি সেখানে থামবেন না।’ এ সময় তিনি বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রতি ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত বিলটি আটকে না রেখে ছাড়ের জন্য আহ্বান জানান।
বাইডেন বলেন, ‘ইউক্রেনের নিজেকে রক্ষার জন্য যেসব অস্ত্র প্রয়োজন, তা যদি আমরা সহায়তা দিই তবে দেশটি পুতিনকে থামাতে পারবে।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের—আমি যাকে দীর্ঘদিন ধরে চিনি—প্রতি আমার খুবই সরল একটি বার্তা হলো, আমরা পিছু হটব না। আমরা মাথা নত করব না। আমি মাথা নত করব না।’
মার্কিন আইনপ্রণেতা ও বিদেশি অতিথিদের সামনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সরাসরি লড়াই করার জন্য ইউক্রেনে মার্কিন সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা তাঁর প্রশাসনের নেই। তিনি বলেন, ‘ইউক্রেনীয়রা মার্কিন সেনা চায় না। এমনকি কোনো মার্কিন সেনাই ইউক্রেনের যুদ্ধের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আমরা বিষয়টি বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।’

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
১ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
৩ ঘণ্টা আগে