
ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলোর নেতা এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার বাইডেনের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল জাজির প্রতিবেদন অনুসারে, আগামী ২৪ মার্চ একটি শীর্ষ সম্মেলনে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের বিষয়ে আলোচনার জন্য একই দিনে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।
জেন সাকি বলেছেন, ‘সেখানে (ইউরোপে) থাকাকালীন তাঁর লক্ষ্য হলো ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাত করা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের এই সময়ে নিজেদের অবস্থান কি তা মূল্যায়ন করা। আমাদের প্রেসিডেন্ট বাইডেন যে সামনাসামনি কূটনীতিতে বিশ্বাসী।’
সাকি বলেন, ‘বাইডেন এই সফরকে ন্যাটো মিত্রদের প্রতি আমাদের যে ইস্পাতদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে তা পুনরায় নিশ্চিত করতে ব্যবহার করবেন।’
এ দিকে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইউক্রেন ইস্যুতে ইউরোপের দেশগুলোর নেতা এবং ন্যাটোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মঙ্গলবার বাইডেনের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আল জাজির প্রতিবেদন অনুসারে, আগামী ২৪ মার্চ একটি শীর্ষ সম্মেলনে ন্যাটো এবং ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য মানবিক সাহায্যের বিষয়ে আলোচনার জন্য একই দিনে তিনি ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন।
জেন সাকি বলেছেন, ‘সেখানে (ইউরোপে) থাকাকালীন তাঁর লক্ষ্য হলো ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাত করা এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের এই সময়ে নিজেদের অবস্থান কি তা মূল্যায়ন করা। আমাদের প্রেসিডেন্ট বাইডেন যে সামনাসামনি কূটনীতিতে বিশ্বাসী।’
সাকি বলেন, ‘বাইডেন এই সফরকে ন্যাটো মিত্রদের প্রতি আমাদের যে ইস্পাতদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে তা পুনরায় নিশ্চিত করতে ব্যবহার করবেন।’
এ দিকে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
একটি বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানসহ ১০ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৬ মিনিট আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর ইসরায়ে
২৪ মিনিট আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে