Ajker Patrika

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, বিশ্বাস বাইডেনের 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৪
ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, বিশ্বাস বাইডেনের 

ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটি বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানো হবে। কয়েক দিনের মধ্যে এই হামলা হবে। 

তবে রাশিয়া বাইডেনের এমন দাবি অস্বীকার করেছে। 

বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাস, রাশিয়ান বাহিনী আগামী সপ্তাহে ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। এই মুহূর্তে আমি নিশ্চিত যে পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন।’ 

পশ্চিমা দেশগুলোর শঙ্কা, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর জন্য অজুহাত খুঁজছে। 

মার্কিন যুক্তরাষ্ট্র অনুমান করছে যে ইউক্রেনের ভেতরে ও কাছাকাছি ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার রুশ সেনা রয়েছে। এই পরিসংখ্যানে পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্কের ভেতরে রাশিয়ান সমর্থিত যোদ্ধারাও রয়েছে। 

এদিকে শুক্রবার রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেস্ক ও লুহানস্ক শহরের নেতারা তাদের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে হামলার আশঙ্কা থেকেই তাঁরা এমন নির্দেশ দেন।

তবে ইউক্রেন জানিয়েছে, তাঁদের হামলার পরিকল্পনা নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়া বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত