Ajker Patrika

চীনে সামরিক তথ্য পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১২: ২৫
চীনে সামরিক তথ্য পাচারের অভিযোগে মার্কিন নৌবাহিনীর দুই সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট স্পর্শকাতর গোপন সামরিক তথ্য চীনে পাচারের অভিযোগে নৌবাহিনীর দুই নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার ওই দুই নাবিকের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি ও ভিডিও চীনের কাছে হস্তান্তরের বিনিময়ে প্রায় ১৫ হাজার ডলার নিয়েছেন ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মার্কিন আরেক নৌবাহিনীর নাবিক জিনচাও ওয়েই—তাঁর বিরুদ্ধেও হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য হস্তান্তরের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। 

সান ডিয়েগোর সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সাংবাদিকদের বলেছেন, ‘ওই দুজনের কর্মকাণ্ডের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য গণপ্রজাতন্ত্রী চীনের হাতে চলে গেছে।’ 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়েনহেং ঝাও চীনকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্ট, ভেনচুরা কাউন্টি এবং সান ক্লেমেন্তে মার্কিন নৌঘাঁটির নিরাপত্তাব্যবস্থার বিশদ তথ্য পাঠানোর অভিযোগে অভিযুক্ত। 

এদিকে অপর নৌ কর্মকর্তা জিনচাও ওয়েই একটি উভচর অ্যাটাক জাহাজ ইউএসএস এসেক্সে কাজ করতেন। সেখানে তিনি কাজ করার সময় জাহাজটির এসেক্সের অস্ত্র, শক্তিকাঠামো এবং জাহাজটির সামগ্রিক কার্যক্রমসহ কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়াল এবং অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য পাচারের দায়ে অভিযুক্ত। 

ওয়েই এবং ঝাও কীভাবে চীনের সঙ্গে যোগাযোগ করতেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে মার্কিন কর্মকর্তারা তাঁদের সশস্ত্র বাহিনীর ওপর চীনা গোয়েন্দাগিরির তীব্র নিন্দা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত