
দীর্ঘ বিরতির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফিরে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসেই নিজের মাগশটের ছবি শেয়ার করে সমর্থকদের কাছে অনুদান আহ্বান করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। প্রায় ২০ মিনিটের মতো কারাগারে ছিলেন তিনি। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে কারাগার থেকে বের হন তিনি।
এক্সের নতুন মালিক ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটি অধিগ্রহণের আগে পূর্বতন কর্তৃপক্ষ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পকে তৎকালীন টুইটার থেকে ব্যান করে। পরে ইলন মাস্ক এসে গত বছরের ১৯ নভেম্বর সেই ব্যান তুলে নেন। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও তখনই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফেরেননি তিনি।
এক্সে ট্রাম্পের প্রায় ৮ কোটি ৮০ লাখ অনুসারী রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প নিজের মাগশটের ছবি ব্যবহার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ! কখনোই আত্মসমর্পণ করব না।’ সেখানে অনুদান চেয়ে নিজের ওয়েবসাইটের ঠিকানাও শেয়ার করেন তিনি। ট্রাম্প পোস্টটি শেয়ার করার ৫০ মিনিটের মধ্যেই ১ কোটি ৪০ লাখ ভিউ হয়।
ট্রাম্পকে গ্রেপ্তারের পর কারাগারের নথির বরাত দিয়ে সেখানে কি হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়, ফুলটন কাউন্টি কারা কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মাগশট নেওয়ার পাশাপাশি তাঁর উচ্চতা, ওজন এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যও নথিবদ্ধ করেছে। সেই নথিতে বলা হয়েছে, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। কারা নথিতে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর ওজন ৯৭ কেজি ৫০০ গ্রাম। চোখের রং নীল এবং চুলের রং সোনালি বা স্ট্রবেরি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফুলটন কাউন্টি কারাগারে প্রায় ২০ মিনিটের মতো সময় ব্যয় করেন। পরে সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি ব্যক্তিগত বিমানে করে নিউ জার্সিতে ফিরে যান। তার আগে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরে বিমানে চড়ার আগে সাংবাদিকদের বলেন, তাঁর এবং অন্যদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের নামে প্রতারণা। আমি ভুল কিছু করিনি এবং সবাই সেটা জানে।’

দীর্ঘ বিরতির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফিরে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসেই নিজের মাগশটের ছবি শেয়ার করে সমর্থকদের কাছে অনুদান আহ্বান করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টার ফুলটন কাউন্টির একটি কারাগারে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। প্রায় ২০ মিনিটের মতো কারাগারে ছিলেন তিনি। সে সময় পুলিশ ডোনাল্ড ট্রাম্পের মাগশট (কোনো আসামির বিভিন্ন দিক থেকে তোলা ছবিকে মাগশট বলা হয়) ও আঙুলের ছাপ নেয়। পরে ২ লাখ ডলারের মুচলেকা দিয়ে কারাগার থেকে বের হন তিনি।
এক্সের নতুন মালিক ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমটি অধিগ্রহণের আগে পূর্বতন কর্তৃপক্ষ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পকে তৎকালীন টুইটার থেকে ব্যান করে। পরে ইলন মাস্ক এসে গত বছরের ১৯ নভেম্বর সেই ব্যান তুলে নেন। তবে নিষেধাজ্ঞা তুলে নিলেও তখনই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ফেরেননি তিনি।
এক্সে ট্রাম্পের প্রায় ৮ কোটি ৮০ লাখ অনুসারী রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প নিজের মাগশটের ছবি ব্যবহার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নির্বাচনে হস্তক্ষেপ! কখনোই আত্মসমর্পণ করব না।’ সেখানে অনুদান চেয়ে নিজের ওয়েবসাইটের ঠিকানাও শেয়ার করেন তিনি। ট্রাম্প পোস্টটি শেয়ার করার ৫০ মিনিটের মধ্যেই ১ কোটি ৪০ লাখ ভিউ হয়।
ট্রাম্পকে গ্রেপ্তারের পর কারাগারের নথির বরাত দিয়ে সেখানে কি হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে বলা হয়, ফুলটন কাউন্টি কারা কর্তৃপক্ষ ডোনাল্ড ট্রাম্পের মাগশট নেওয়ার পাশাপাশি তাঁর উচ্চতা, ওজন এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যও নথিবদ্ধ করেছে। সেই নথিতে বলা হয়েছে, ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। কারা নথিতে আরও উল্লেখ করা হয়েছে, তাঁর ওজন ৯৭ কেজি ৫০০ গ্রাম। চোখের রং নীল এবং চুলের রং সোনালি বা স্ট্রবেরি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফুলটন কাউন্টি কারাগারে প্রায় ২০ মিনিটের মতো সময় ব্যয় করেন। পরে সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি ব্যক্তিগত বিমানে করে নিউ জার্সিতে ফিরে যান। তার আগে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরে বিমানে চড়ার আগে সাংবাদিকদের বলেন, তাঁর এবং অন্যদের বিরুদ্ধে আনীত এসব অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘এখানে যা ঘটেছে তা ন্যায়বিচারের নামে প্রতারণা। আমি ভুল কিছু করিনি এবং সবাই সেটা জানে।’

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৪ ঘণ্টা আগে