
একের পর এক দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের পণ্য রপ্তানি ৩৪ শতাংশ বেড়ে ৭৫.৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে দেশটির আমদানি কমে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ডের আমদানি ২৩.৫১ বিলিয়ন ডলার। ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন—আইরিশ বাণিজ্য।
আয়ারল্যান্ডের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (সিএসও) প্রকাশিত তথ্যে জানা গেছে, আয়ারল্যান্ডের যুক্তরাষ্ট্রের সঙ্গে পণ্যের বাণিজ্য উদ্বৃত্ত ৫২.২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আয়ারল্যান্ডের বাণিজ্য উদ্বৃত্তের প্রধান কারণ হলো, ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারকেরা। আয়ারল্যান্ডে উৎপাদিত বিপুল ফার্মাসিউটিক্যাল সরঞ্জাম যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে।
গত বছর মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল পণ্যের মোট রপ্তানি ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪.১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। আয়ারল্যান্ডের মোট রপ্তানির ৪৫ শতাংশ ছিল এই পণ্য। রপ্তানি বৃদ্ধির এই হারের একটি সম্ভাব্য কারণ হলো, মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলআই লিলি আয়ারল্যান্ডের কাউন্টি কর্কের এক কারখানায় তাদের ওজন কমানোর ওষুধ জেপবাউন্ড উৎপাদন করে। আয়ারল্যান্ডের কম করপোরেট কর হারের কারণে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো দেশটিতে কারখানা স্থাপন করে।
ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক ব্র্যাড সেটসার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ে কাজ করেছেন। ২০২৩ সালে মার্কিন কংগ্রেসের ফাইন্যান্স কমিটিতে তথ্য সরবরাহকালে তিনি বলেন, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে মার্কিন ফার্মাসিউটিক্যাল আমদানির পরিমাণের কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই যা কর এড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়।
যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের প্রধান ইউরোপীয় ইউনিয়ন-বহির্ভূত রপ্তানি গন্তব্য। রপ্তানি বাড়ার এই তথ্য ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া এবং শুল্ক আরোপের হুমকির আগে। এখন এই দেশটির সঙ্গে বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আয়ারল্যান্ড। ট্রাম্পের শুল্ক আরোপ নীতি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে দেশটির।
ট্রাম্প মনে করেন, যেসব দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে, তারা মার্কিন অর্থনীতির সুযোগ নিচ্ছে। গত সপ্তাহে তিনি তার ‘ন্যায্য ও পারস্পরিক’ বাণিজ্য পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা অনেক দেশের রপ্তানির ওপর বড় অঙ্কের শুল্ক বা আমদানি কর আরোপের পথ খুলে দিতে পারে।
ট্রাম্প কানাডা, তাইওয়ান ও ভারত এবং ইউরোপীয় ইউনিয়নকে ‘বাণিজ্যে একেবারে নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যনীতি ‘একচেটিয়া ক্ষমতা’ হিসেবে পরিচিত, যার মানে হলো শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নই বাণিজ্য চুক্তি আলোচনা করতে এবং শুল্ক আরোপ করতে পারে, একক দেশগুলো নয়। তবে ট্রাম্প এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেননি, তিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডকে আলাদা করবেন।

একের পর এক দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের পণ্য রপ্তানি ৩৪ শতাংশ বেড়ে ৭৫.৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে দেশটির আমদানি কমে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আয়ারল্যান্ডের আমদানি ২৩.৫১ বিলিয়ন ডলার। ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন—আইরিশ বাণিজ্য।
আয়ারল্যান্ডের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর (সিএসও) প্রকাশিত তথ্যে জানা গেছে, আয়ারল্যান্ডের যুক্তরাষ্ট্রের সঙ্গে পণ্যের বাণিজ্য উদ্বৃত্ত ৫২.২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আয়ারল্যান্ডের বাণিজ্য উদ্বৃত্তের প্রধান কারণ হলো, ফার্মাসিউটিক্যাল প্রস্তুতকারকেরা। আয়ারল্যান্ডে উৎপাদিত বিপুল ফার্মাসিউটিক্যাল সরঞ্জাম যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে।
গত বছর মেডিকেল ও ফার্মাসিউটিক্যাল পণ্যের মোট রপ্তানি ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪.১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। আয়ারল্যান্ডের মোট রপ্তানির ৪৫ শতাংশ ছিল এই পণ্য। রপ্তানি বৃদ্ধির এই হারের একটি সম্ভাব্য কারণ হলো, মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলআই লিলি আয়ারল্যান্ডের কাউন্টি কর্কের এক কারখানায় তাদের ওজন কমানোর ওষুধ জেপবাউন্ড উৎপাদন করে। আয়ারল্যান্ডের কম করপোরেট কর হারের কারণে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলো দেশটিতে কারখানা স্থাপন করে।
ইউএস কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক ব্র্যাড সেটসার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ে কাজ করেছেন। ২০২৩ সালে মার্কিন কংগ্রেসের ফাইন্যান্স কমিটিতে তথ্য সরবরাহকালে তিনি বলেন, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর থেকে মার্কিন ফার্মাসিউটিক্যাল আমদানির পরিমাণের কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই যা কর এড়ানোর সঙ্গে সম্পর্কিত নয়।
যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের প্রধান ইউরোপীয় ইউনিয়ন-বহির্ভূত রপ্তানি গন্তব্য। রপ্তানি বাড়ার এই তথ্য ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া এবং শুল্ক আরোপের হুমকির আগে। এখন এই দেশটির সঙ্গে বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আয়ারল্যান্ড। ট্রাম্পের শুল্ক আরোপ নীতি উদ্বেগ বাড়িয়ে দিয়েছে দেশটির।
ট্রাম্প মনে করেন, যেসব দেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে, তারা মার্কিন অর্থনীতির সুযোগ নিচ্ছে। গত সপ্তাহে তিনি তার ‘ন্যায্য ও পারস্পরিক’ বাণিজ্য পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনা অনেক দেশের রপ্তানির ওপর বড় অঙ্কের শুল্ক বা আমদানি কর আরোপের পথ খুলে দিতে পারে।
ট্রাম্প কানাডা, তাইওয়ান ও ভারত এবং ইউরোপীয় ইউনিয়নকে ‘বাণিজ্যে একেবারে নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যনীতি ‘একচেটিয়া ক্ষমতা’ হিসেবে পরিচিত, যার মানে হলো শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নই বাণিজ্য চুক্তি আলোচনা করতে এবং শুল্ক আরোপ করতে পারে, একক দেশগুলো নয়। তবে ট্রাম্প এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেননি, তিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডকে আলাদা করবেন।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
২ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৩ ঘণ্টা আগে