Ajker Patrika

দায়িত্ব নেওয়ার আগেই হোয়াইট হাউস ঘুরে এলেন ট্রাম্প, বাইডেনের সঙ্গে মোলাকাত

নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পকে’ গণতন্ত্রের জন্য হুমকি’ বলেছিলেন বাইডেন। এবার তাকেই অভিনন্দন জানিয়ে বাইডেন বলেন, ’ ওয়েলকাম ব্যাক।’
নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পকে’ গণতন্ত্রের জন্য হুমকি’ বলেছিলেন বাইডেন। এবার তাকেই অভিনন্দন জানিয়ে বাইডেন বলেন, ’ ওয়েলকাম ব্যাক।’

আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের বাসিন্দা হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই, গতকাল বুধবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে সেখানে পা রেখেছিলেন তিনি। বর্তমান ও পরবর্তী প্রেসিডেন্ট হাতে হাত মিলিয়ে প্রতিশ্রুতি জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের।

গতকাল বুধবার ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বাইডেন। চার বছর আগে বিজয়ী কঠোর প্রতিদ্বন্দ্বীর প্রতি যে সৌজন্য ট্রাম্পের দেখানোর দরকার ছিল, সেটা বাইডেন না পেলেও নিজে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কসুর করেননি। ২০২০ সালে ক্ষমতা হস্তান্তরের সময় তারা ছিলেন সম্পূর্ণ বিপরীত অবস্থানে। ট্রাম্পকে পরাজিত করে বাইডেন পেয়েছিলেন আমেরিকা শাসনের ক্ষমতা। আর সেই নির্বাচনের পরাজয় মেনে নিতে পারেননি ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্পকে বারবার’ গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেন। তবে এবার তাঁকেই অভিনন্দন জানিয়ে বাইডেন বলেন, ‘ওয়েলকাম ব্যাক।’ ট্রাম্পকে বাইডেন বলেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য মুখিয়ে আছেন এবং ‘আপনার সব প্রয়োজন মেটাতে আমরা সর্বাত্মক সাহায্য করব।’

এ সময় ট্রাম্প বলেন, ‘রাজনীতি কঠিন। অনেক ক্ষেত্রে এটা তেমন একটা সুন্দর নয়, তবে আজ সুন্দর। এই রাজনীতির প্রশংসা করি আমি।’ ক্ষমতা হস্তান্তর অনেক বেশি শান্তিপূর্ণ হবে বলে ট্রাম্প উল্লেখ করলেও ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে তাঁর কিছু গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র সই করা বাকি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এ বৈঠকে কথা হবে এমনটা ভাবা হচ্ছিল। ট্রাম্প নির্বাচনী ক্যাম্পেইনে রাশিয়ার বিপক্ষে লড়াইয়ে ইউক্রেনকে মার্কিন সহায়তা দেওয়াকে প্রশ্নবিদ্ধ করেছিলেন।

ট্রাম্পের এই আমন্ত্রণ রক্ষার সময় তাঁর সঙ্গে ছিলেন না সাবেক এবং ভবিষ্যৎ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। প্রথম মেয়াদেও বেশির ভাগ সময়ই হোয়াইট হাউসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি। এমনকি এই নির্বাচনের ক্যাম্পেইনেও খুব একটা দেখা যায়নি তাঁকে। বর্তমান ফার্স্ট লেডি জিল বাইডেন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে মেলানিয়ার জন্য একটি হাতে লেখা অভিনন্দনপত্র দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত