
মার্কিন হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন পৃথক বৈঠকে কৃষ্ণসাগরে বলপ্রয়োগ বন্ধের বিষয়ে সম্মত হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে এই আলোচনা সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
পৃথক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করবে, বলপ্রয়োগ বন্ধ করবে এবং সামরিক কাজে বাণিজ্যিক জাহাজ ব্যবহারের অবসান ঘটাবে।
কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নিশ্চিত করেছেন, রাশিয়া ও তাঁর দেশ কৃষ্ণসাগরে সামরিক বলপ্রয়োগ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে তিনি জানান, চুক্তিটি এখনো বিশদভাবে চূড়ান্ত হয়নি এবং এটি প্রাথমিক পদক্ষেপমাত্র।
তবে এই বিষয়ে এখন পর্যন্ত মস্কো কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষিপণ্য ও সার রপ্তানিতে সহায়তা করা হবে, নৌ-বিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজতর করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনার পরও কোনো যৌথ বিবৃতি আসেনি। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রথম উপচেয়ারম্যান ভ্লাদিমির চিজভ বলেছেন, ইউক্রেনের অবস্থানের কারণে যৌথ বিবৃতি গৃহীত হয়নি।
চিজভ আরও বলেছেন, তাঁরা ১২ ঘণ্টা ধরে আলোচনায় বসেছিলেন এবং যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হয়েছিলেন। তবে ইউক্রেনের অবস্থানের কারণে এটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।
গতকাল সোমবার রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বৈঠকটি করেছেন রাশিয়ার ও মার্কিন কর্মকর্তারা। এক দিন আগেই সেখানে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রতিনিধিরা।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলোগের সঙ্গে তাঁর বৈঠক ‘ভালো ও কার্যকর’ ছিল।

ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে ২৫টির বেশি দেশ এই বোর্ডে যোগদানের বিষয়ে নিশ্চিত করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিসর ও তুরস্ক। এশিয়ার মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১ ঘণ্টা আগে
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২ ঘণ্টা আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
২ ঘণ্টা আগে