জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা আছে রাশিয়াসহ বিশ্বের ক্ষমতাধর পাঁচটি দেশের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ভেটো দেওয়ার সেই ক্ষমতা যেন রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়।
বাংলাদেশ সময় বুধবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন দাবি করেন জেলেনস্কি। তিনি বিষয়টিকে ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। কারণ হিসেবে তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টাকে রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে নষ্ট করে দেয়। এ অবস্থায় এই যুদ্ধ বন্ধ করা অসম্ভব।
জেলেনস্কি এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যপদ বিস্তৃত করার জন্য পুনর্বিবেচনার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘যখন নিরাপত্তা পরিষদে কোটি কোটি মানুষের স্থায়ী প্রতিনিধি নেই, কিন্তু রাশিয়া আছে—বিষয়টিকে অন্যায় মনে করে ইউক্রেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদের এই আসনটি রাশিয়া অবৈধভাবে দখল করেছে।’
এ সময় তিনি ইউক্রেনের ১০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থনের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। এই ১০ দফার মধ্যে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়া সহ ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলোও উল্লেখ আছে। তবে এসব বিষয় প্রত্যাখ্যান করে দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৩ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
৪ ঘণ্টা আগে