মেক্সিকোতে প্রচণ্ড দাবদাহে জুন মাসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে ৷ মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসের শেষ দুই সপ্তাহে ১ হাজারের বেশি দাবদাহসংক্রান্ত জরুরি পরিস্থিতি রেকর্ড করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তর-পূর্ব মেক্সিকোর দুটি রাজ্যে দাবদাহ মারাত্মক আকার ধারণ করেছে। দাবদাহের এমন পরিস্থিতি লাতিন আমেরিকার দেশটিকে আরো ভোগাবে বলে ধারণা করা হচ্ছে।
গত ১২ থেকে ২৫ জুনের মধ্যে মেক্সিকোতে এক হাজারের বেশি দাবদাহসংক্রান্ত জরুরি অবস্থার খবর রেকর্ড করা হয়েছে ৷ এ সময় নিহত হয়েছে ১০৪ জন। মেক্সিকোর অনেক এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রিতে।
গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৮ থেকে ২৪ জুনে মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছেছে। তারা আরো বলেছে, গত বছরের এই সময়ে দেশটিতে দাবদাহের কারণে মাত্র একজনের মৃত্যু হয়েছিল।
নিহতদের বেশির ভাগই হিট স্ট্রোকের কারণে মারা গেছে। কেউ মারা গেছে পানিশূন্যতায়।

কংগ্রেসে পাঠানো বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, এসব নথি ২০ বছরের বেশি সময়জুড়ে বিভিন্ন মূল উৎস থেকে নেওয়া। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা ও নিউইয়র্কে এপস্টেইনের বিরুদ্ধে মামলা, গিলেইন ম্যাক্সওয়েলের বিচার, এপস্টেইনের মৃত্যুর তদন্ত এবং একাধিক এফবিআই তদন্ত।
২ ঘণ্টা আগে
সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ১৯৩টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলক চাঁদা পরিশোধ করতে হবে, তা না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ ছাড়া ধস ঠেকানো যাবে না।
৩ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
৪ ঘণ্টা আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৬৬২ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও ৪৮৮ জন।
৪ ঘণ্টা আগে