
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) নাম শুনলেই মানসপটে বিশেষ একটি ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজকর্ম যেমন রহস্যময়, তেমন দুর্ধর্ষ। কখনো কখনো আবার ভয়ংকরও। বিশেষ করে যাঁরা ‘মাসুদ রানা’ পড়ে বড় হয়েছেন, তাদের চোখে সিআইএ ভিন্নরকম কিছু।
এবার ভাবুন, এমন গোপন সংস্থার কোনো কাজের নমুনা যদি থরে থরে আপনার চোখের সামনে সাজানো থাকে, কেমন লাগবে? সবাইকে অবাক করে দিয়ে সেই কাজটিই করেছে দুনিয়া কাঁপানো এই গোয়েন্দা সংস্থা। নিজেদের প্রতিষ্ঠার ৭৫ বছর বা হীরকজয়ন্তী উপলক্ষে তারা একটি জাদুঘর করেছে। সেই জাদুঘরকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে গোপন জাদুঘর।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সিআইএর প্রধান কার্যালয়, সম্প্রতি সেখানেই উদ্বোধন করা হয়েছে জাদুঘরটি। এতে এই গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযানের ছয় শর মতো দুর্লভ নমুনা সাজিয়ে রাখা হয়েছে। গত শতাব্দীর শীতল যুদ্ধ থেকে শুরু করে অতি সাম্প্রতিককালে সিআইএ পরিচালিত অপারেশনে ব্যবহৃত নানা উপকরণ রয়েছে জাদুঘরে।
দুটি বিভাগে বিভক্ত জাদুঘরটির প্রথম বিভাগে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের কিছু নমুনা রয়েছে। ২০১১ সালের এই অপারেশনের আগে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে ছিলেন, এর একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে। উদ্দেশ্য, বাস্তব অপারেশনের আগে রেপ্লিকাটি নিয়ে মহড়া দেওয়া। ওই রেপ্লিকাটির একটি থ্রিডি ভার্সন রাখা হয়েছে সিআইএর জাদুঘরে।
গত জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে আরেক নিখুঁত অভিযানে লাদেন-পরবর্তী আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরিকেও হত্যা করে সিআইএ। এই ড্রোন অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মতি দরকার ছিল। তাঁকে বোঝানো দরকার ছিল, এতে সাধারণের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাই তৈরি করা হয়েছে জাওয়াহিরি যে বাসায় থাকতেন এর একটি অবিকল মডেল। এর একটি থ্রিডি ভার্সনও দেখতে পাওয়া যাবে গোপন জাদুঘরটির প্রথম বিভাগে।
শুধু সফলতা নয়, সিআইএর ব্যর্থ অভিযানের খণ্ডচিত্রও জাদুঘরটিতে রাখা হয়েছে। ব্যর্থ অভিযানের মধ্যে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করতে ১৯৬১ সালে সিআইএ পরিচালিত ‘বে অব পিগস ফিয়াসকো’ অভিযানের কিছু নমুনা দেখতে পাবেন দর্শক।
জাদুঘরটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। সিআইএর কর্মকর্তা বা আমন্ত্রিত অতিথিরাই কেবল দেখতে পাবেন। সম্প্রতি জাদুঘরটি পরিদর্শনের জন্য কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে তালিকায় বিবিসির এক সাংবাদিক ছিলেন। জাদুঘরটির দায়িত্বে থাকা রবার্ট জেড বায়ার সাংবাদিকদের বলেন, ‘সব নমুনা এখানে থ্রিডি ভার্সনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এটা পরিদর্শন করলে আমাদের নীতিনির্ধারক, অভিযানকারী উপকৃত হবেন।’
জাদুঘরের দ্বিতীয় বিভাগে সিআইএর ইতিহাসের কিছু অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনো এক সমুদ্রে হারিয়ে যাওয়া তৎকালীন সোভিয়েত রাশিয়ার এক ডুবোজাহাজের ধ্বংসাবশেষ সংগ্রহ অভিযানে ব্যবহৃত কিছু সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। এক অংশে ১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর তেহরানে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধারের জন্য সিআইএর তৎপরতার কিছু অংশও রাখা হয়েছে। এ অভিযানের জন্য ‘এরগো’ নামের একটি ফেক ছবি তৈরি করা হয়। পরে এটি নিয়ে হলিউডে সিনেমাও হয়েছে।

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) নাম শুনলেই মানসপটে বিশেষ একটি ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজকর্ম যেমন রহস্যময়, তেমন দুর্ধর্ষ। কখনো কখনো আবার ভয়ংকরও। বিশেষ করে যাঁরা ‘মাসুদ রানা’ পড়ে বড় হয়েছেন, তাদের চোখে সিআইএ ভিন্নরকম কিছু।
এবার ভাবুন, এমন গোপন সংস্থার কোনো কাজের নমুনা যদি থরে থরে আপনার চোখের সামনে সাজানো থাকে, কেমন লাগবে? সবাইকে অবাক করে দিয়ে সেই কাজটিই করেছে দুনিয়া কাঁপানো এই গোয়েন্দা সংস্থা। নিজেদের প্রতিষ্ঠার ৭৫ বছর বা হীরকজয়ন্তী উপলক্ষে তারা একটি জাদুঘর করেছে। সেই জাদুঘরকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে গোপন জাদুঘর।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সিআইএর প্রধান কার্যালয়, সম্প্রতি সেখানেই উদ্বোধন করা হয়েছে জাদুঘরটি। এতে এই গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযানের ছয় শর মতো দুর্লভ নমুনা সাজিয়ে রাখা হয়েছে। গত শতাব্দীর শীতল যুদ্ধ থেকে শুরু করে অতি সাম্প্রতিককালে সিআইএ পরিচালিত অপারেশনে ব্যবহৃত নানা উপকরণ রয়েছে জাদুঘরে।
দুটি বিভাগে বিভক্ত জাদুঘরটির প্রথম বিভাগে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের কিছু নমুনা রয়েছে। ২০১১ সালের এই অপারেশনের আগে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে ছিলেন, এর একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে। উদ্দেশ্য, বাস্তব অপারেশনের আগে রেপ্লিকাটি নিয়ে মহড়া দেওয়া। ওই রেপ্লিকাটির একটি থ্রিডি ভার্সন রাখা হয়েছে সিআইএর জাদুঘরে।
গত জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে আরেক নিখুঁত অভিযানে লাদেন-পরবর্তী আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরিকেও হত্যা করে সিআইএ। এই ড্রোন অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মতি দরকার ছিল। তাঁকে বোঝানো দরকার ছিল, এতে সাধারণের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাই তৈরি করা হয়েছে জাওয়াহিরি যে বাসায় থাকতেন এর একটি অবিকল মডেল। এর একটি থ্রিডি ভার্সনও দেখতে পাওয়া যাবে গোপন জাদুঘরটির প্রথম বিভাগে।
শুধু সফলতা নয়, সিআইএর ব্যর্থ অভিযানের খণ্ডচিত্রও জাদুঘরটিতে রাখা হয়েছে। ব্যর্থ অভিযানের মধ্যে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করতে ১৯৬১ সালে সিআইএ পরিচালিত ‘বে অব পিগস ফিয়াসকো’ অভিযানের কিছু নমুনা দেখতে পাবেন দর্শক।
জাদুঘরটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। সিআইএর কর্মকর্তা বা আমন্ত্রিত অতিথিরাই কেবল দেখতে পাবেন। সম্প্রতি জাদুঘরটি পরিদর্শনের জন্য কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে তালিকায় বিবিসির এক সাংবাদিক ছিলেন। জাদুঘরটির দায়িত্বে থাকা রবার্ট জেড বায়ার সাংবাদিকদের বলেন, ‘সব নমুনা এখানে থ্রিডি ভার্সনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এটা পরিদর্শন করলে আমাদের নীতিনির্ধারক, অভিযানকারী উপকৃত হবেন।’
জাদুঘরের দ্বিতীয় বিভাগে সিআইএর ইতিহাসের কিছু অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনো এক সমুদ্রে হারিয়ে যাওয়া তৎকালীন সোভিয়েত রাশিয়ার এক ডুবোজাহাজের ধ্বংসাবশেষ সংগ্রহ অভিযানে ব্যবহৃত কিছু সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। এক অংশে ১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর তেহরানে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধারের জন্য সিআইএর তৎপরতার কিছু অংশও রাখা হয়েছে। এ অভিযানের জন্য ‘এরগো’ নামের একটি ফেক ছবি তৈরি করা হয়। পরে এটি নিয়ে হলিউডে সিনেমাও হয়েছে।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৪৪ মিনিট আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে