
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কবাসী ইহুদিরা। গত শুক্রবার নিউইয়র্কের কমিউটার রেল স্টেশন গ্র্যান্ড সেন্ট্রালের প্রধান হলে সমবেত হওয়া দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলছে, গ্রেপ্তারের সংখ্যা ৩০০-এর বেশি।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কালো পোশাক পরিহিত মানুষ। তাঁদের পোশাকে সাদা অক্ষরে লেখা ‘আমাদের নামে নয়’ এবং ‘যুদ্ধ বিরতি এখনই’।
বিশাল এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে নিউইয়র্কের ‘ভয়েস ফর পিস’ নামের এক ইহুদি সংগঠন। শহরের প্রধান রেল স্টেশন অবরুদ্ধ করে এই বিক্ষোভে যোগ দেয় সংগঠনটির হাজার হাজার সদস্য।
ছবিতে স্টেশনের টার্মিনালে সমবেত বিক্ষোভকারীদের হাতে ‘ফিলিস্তিনিদের মুক্ত করুন’ এবং ‘মৃতদের জন্য শোক করুন, জীবিতদের জন্য লড়াই করুন’ স্লোগান লেখা ব্যানার দেখা যায়। আয়োজকেরা শান্তিপূর্ণ এই সমাবেশকে গত ২০ বছরে নিউইয়র্ক শহরে হওয়া সবচেয়ে বড় নাগরিক অবাধ্যতা হিসেবে উল্লেখ করেছে।
সমাবেশের শুরুতে ইহুদি ধর্মযাজকেরা (রাব্বি) শব্বত মোমবাতি জ্বালান এবং মৃতদের জন্য প্রার্থনা করেন
ধর্মযাজক মে ইয়ে বলেন, ‘শব্বত সাধারণত বিশ্রামের একটি দিন। তবে যেখানে আমাদের নামে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে আমরা বিশ্রাম নিতে পারি না। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জীবন একে অপরের সঙ্গে যুক্ত। আর কেবল ন্যায়, সমতা এবং সবার স্বাধীনতার মাধ্যমেই নিরাপত্তা আসতে পারে।’
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করা হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গণহত্যার উদ্দেশ্যে চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। আহত হয়েছে অন্তত ২০ হাজার ৫০০ জন।

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কবাসী ইহুদিরা। গত শুক্রবার নিউইয়র্কের কমিউটার রেল স্টেশন গ্র্যান্ড সেন্ট্রালের প্রধান হলে সমবেত হওয়া দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলছে, গ্রেপ্তারের সংখ্যা ৩০০-এর বেশি।
ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কালো পোশাক পরিহিত মানুষ। তাঁদের পোশাকে সাদা অক্ষরে লেখা ‘আমাদের নামে নয়’ এবং ‘যুদ্ধ বিরতি এখনই’।
বিশাল এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে নিউইয়র্কের ‘ভয়েস ফর পিস’ নামের এক ইহুদি সংগঠন। শহরের প্রধান রেল স্টেশন অবরুদ্ধ করে এই বিক্ষোভে যোগ দেয় সংগঠনটির হাজার হাজার সদস্য।
ছবিতে স্টেশনের টার্মিনালে সমবেত বিক্ষোভকারীদের হাতে ‘ফিলিস্তিনিদের মুক্ত করুন’ এবং ‘মৃতদের জন্য শোক করুন, জীবিতদের জন্য লড়াই করুন’ স্লোগান লেখা ব্যানার দেখা যায়। আয়োজকেরা শান্তিপূর্ণ এই সমাবেশকে গত ২০ বছরে নিউইয়র্ক শহরে হওয়া সবচেয়ে বড় নাগরিক অবাধ্যতা হিসেবে উল্লেখ করেছে।
সমাবেশের শুরুতে ইহুদি ধর্মযাজকেরা (রাব্বি) শব্বত মোমবাতি জ্বালান এবং মৃতদের জন্য প্রার্থনা করেন
ধর্মযাজক মে ইয়ে বলেন, ‘শব্বত সাধারণত বিশ্রামের একটি দিন। তবে যেখানে আমাদের নামে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে আমরা বিশ্রাম নিতে পারি না। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জীবন একে অপরের সঙ্গে যুক্ত। আর কেবল ন্যায়, সমতা এবং সবার স্বাধীনতার মাধ্যমেই নিরাপত্তা আসতে পারে।’
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনকে হত্যার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করা হয় বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গণহত্যার উদ্দেশ্যে চালিত ইসরায়েলি আগ্রাসনের ফলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুসারে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৫। আহত হয়েছে অন্তত ২০ হাজার ৫০০ জন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে