
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রানিং মেট হচ্ছেন দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
নেব্রাস্কার ওয়েস্ট পয়েন্টের এক ছোট শহরে জন্ম টিম ওয়ালজের। নেব্রাস্কা বুটে হাইস্কুল থেকে স্নাতক সম্পন্নের পর মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। পরে কয়েক দশক ধরে হাইস্কুলে শিক্ষকতা করেন তিনি।
৬০ বছর বয়সী টিম ওয়ালজ ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নর নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনেও গভর্নর হিসেবে বিজয়ী হন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি খুব বেশি নয়।
মিনেসোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলের খাবার চালু করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে তাঁকে সঙ্গে নিয়েই রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাবেন কমলা হ্যারিস।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিজের রানিং মেট বাছাইয়ে গত রোববার তুলনামূলকভাবে বেশি সম্ভাবনাময় তিনজনের সাক্ষাৎকার নেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে তাঁর ভাইস প্রেসিডেন্সিয়াল ভবন নেভাল অবজারভেটরিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সেখানে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও অ্যারিজোনার সিনেটর মার্ক কেলির সঙ্গে কথা বলেন তিনি। এর আগে কমলা গত শুক্রবার আরেক সম্ভাব্য রানিং মেট প্রার্থী পরিবহনমন্ত্রী পিট বুটিগিগের সঙ্গেও সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের রানিং মেট হচ্ছেন দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
নেব্রাস্কার ওয়েস্ট পয়েন্টের এক ছোট শহরে জন্ম টিম ওয়ালজের। নেব্রাস্কা বুটে হাইস্কুল থেকে স্নাতক সম্পন্নের পর মার্কিন আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন। পরে কয়েক দশক ধরে হাইস্কুলে শিক্ষকতা করেন তিনি।
৬০ বছর বয়সী টিম ওয়ালজ ২০০৬ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে বিজয়ী হন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নর নির্বাচিত হন। ২০২২ সালের নির্বাচনেও গভর্নর হিসেবে বিজয়ী হন। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে তাঁর পরিচিতি খুব বেশি নয়।
মিনেসোটার গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুলের খাবার চালু করেন তিনি। আগামী নভেম্বরের নির্বাচনে তাঁকে সঙ্গে নিয়েই রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা চালাবেন কমলা হ্যারিস।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, নিজের রানিং মেট বাছাইয়ে গত রোববার তুলনামূলকভাবে বেশি সম্ভাবনাময় তিনজনের সাক্ষাৎকার নেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে তাঁর ভাইস প্রেসিডেন্সিয়াল ভবন নেভাল অবজারভেটরিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সেখানে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ, পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও অ্যারিজোনার সিনেটর মার্ক কেলির সঙ্গে কথা বলেন তিনি। এর আগে কমলা গত শুক্রবার আরেক সম্ভাব্য রানিং মেট প্রার্থী পরিবহনমন্ত্রী পিট বুটিগিগের সঙ্গেও সাক্ষাৎ করেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে