ইউক্রেন নিয়ে চলমান সংকটের মধ্যেই রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ বাটলার বলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলি এবং রাশিয়ান জেনারেল স্টাফের প্রধান গেরাসিমভ নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অতীতের মতো উভয়েই তাদের কথোপকথন গোপন রাখতে সম্মত হয়েছেন।
মার্ক মিলি ও ভ্যালেরি গেরাসিমভের ফোনালাপ এই প্রথম নয় তবে তাদের কথোপকথন বিরল।
গত নভেম্বরে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ফোনালাপ করেছিলেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। মস্কো জানায়, গত সেপ্টেম্বরে ফিনল্যান্ডেও সাক্ষাৎ করেন এই দুই জেনারেল। তখন দুই দেশের মধ্যে সামরিক সংঘাত প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হয়।
বাটলার জানান, মার্কিন সেনাপ্রধান শুক্রবার ফ্রান্স, কানাডা, জার্মানি, ইতালি, পোল্যান্ড, রোমানিয়া এবং ব্রিটেনের সেনাপ্রধানের সঙ্গেও আলোচনা করেছেন।
পেন্টাগনের মুখপাত্র বলেন, সামরিক নেতারা পারস্পরিক নিরাপত্তা উদ্বেগের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

কংগ্রেসে পাঠানো বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়েছে, এসব নথি ২০ বছরের বেশি সময়জুড়ে বিভিন্ন মূল উৎস থেকে নেওয়া। এর মধ্যে রয়েছে ফ্লোরিডা ও নিউইয়র্কে এপস্টেইনের বিরুদ্ধে মামলা, গিলেইন ম্যাক্সওয়েলের বিচার, এপস্টেইনের মৃত্যুর তদন্ত এবং একাধিক এফবিআই তদন্ত।
৬ ঘণ্টা আগে
সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেছেন, ১৯৩টি সদস্য দেশের সবাইকে বাধ্যতামূলক চাঁদা পরিশোধ করতে হবে, তা না হলে আর্থিক নিয়মকাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ ছাড়া ধস ঠেকানো যাবে না।
৭ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, বিএটির এই গোপন কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪১৮ মিলিয়ন মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যা উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত হয়েছে।
৮ ঘণ্টা আগে
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৬৬২ জন। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও নিহত হয়েছেন আরও ৪৮৮ জন।
৮ ঘণ্টা আগে