
যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে কৃষ্ণসাগরের ড্রোন বিধ্বস্তের ঘটনায় সরাসরি রাশিয়ার দিকে আঙুল তুলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পেন্টাগন বলছে, রাশিয়ার বিমানবাহিনীর সু-২৭ ফ্ল্যাংকার ফাইটার জেট উত্তর কৃষ্ণসাগরের ওপর ব্যস্ত আন্তর্জাতিক আকাশসীমায় একটি মনুষ্যবিহীন মার্কিন মিলিটারি রিপার ড্রোনের প্রপেলারে আঘাত করে। পরক্ষণেই ড্রোনটি সমুদ্রে বিধ্বস্ত হয়।
আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন মিশনে থাকা একটি এমকিউ-৯ রিপার ড্রোনকে আটকানোর চেষ্টা করছিল দুটি রুশ যুদ্ধবিমান। এ সময় বেশ কয়েকবার যুদ্ধবিমানগুলো বেপরোয়া ও অপেশাদার কৌশলে ড্রোনটিতে জ্বালানি ফেলে। একপর্যায়ে যুদ্ধবিমানের আঘাতে ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তবে বিষয়টি সরাসরি অস্বীকার করে রাশিয়া বলেছে, কৌশলে মহড়া দিতে গিয়েই মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ যুদ্ধবিমান কোনো অস্ত্র ব্যবহার করেনি কিংবা ড্রোনটির সংস্পর্শেও আসেনি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে ড্রোনটি শনাক্ত করা হয়েছে বলে জানায় মস্কো।
এ ঘটনায় ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে তলব করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সাংবাদিকদের জানান, যা ঘটছে, তা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে রাশিয়া ফেডারেশনের একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেখানে রাশিয়ান নৌবাহিনী বা বিমানবাহিনীকে উসকে দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কি না।

যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে কৃষ্ণসাগরের ড্রোন বিধ্বস্তের ঘটনায় সরাসরি রাশিয়ার দিকে আঙুল তুলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পেন্টাগন বলছে, রাশিয়ার বিমানবাহিনীর সু-২৭ ফ্ল্যাংকার ফাইটার জেট উত্তর কৃষ্ণসাগরের ওপর ব্যস্ত আন্তর্জাতিক আকাশসীমায় একটি মনুষ্যবিহীন মার্কিন মিলিটারি রিপার ড্রোনের প্রপেলারে আঘাত করে। পরক্ষণেই ড্রোনটি সমুদ্রে বিধ্বস্ত হয়।
আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন মিশনে থাকা একটি এমকিউ-৯ রিপার ড্রোনকে আটকানোর চেষ্টা করছিল দুটি রুশ যুদ্ধবিমান। এ সময় বেশ কয়েকবার যুদ্ধবিমানগুলো বেপরোয়া ও অপেশাদার কৌশলে ড্রোনটিতে জ্বালানি ফেলে। একপর্যায়ে যুদ্ধবিমানের আঘাতে ড্রোনটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
তবে বিষয়টি সরাসরি অস্বীকার করে রাশিয়া বলেছে, কৌশলে মহড়া দিতে গিয়েই মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ যুদ্ধবিমান কোনো অস্ত্র ব্যবহার করেনি কিংবা ড্রোনটির সংস্পর্শেও আসেনি। ক্রিমিয়া উপদ্বীপের কাছে ড্রোনটি শনাক্ত করা হয়েছে বলে জানায় মস্কো।
এ ঘটনায় ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে তলব করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ সাংবাদিকদের জানান, যা ঘটছে, তা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্র ক্রিমিয়াকে রাশিয়া ফেডারেশনের একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয় না, সেখানে রাশিয়ান নৌবাহিনী বা বিমানবাহিনীকে উসকে দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে কি না।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে