
গির্জার ভেতরে ঢুকে তিন মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো এলাকার একটি গির্জায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
স্যাক্রামেন্টো কাউন্টির পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, আত্মহত্যা করা ব্যক্তি তাঁর তিন মেয়েকে নিয়ে প্রথমে গির্জায় ঢোকেন। এরপর তাদের গুলি করে হত্যা করেন। মেয়েদের বয়স পনেরো বছরের নিচে। এরপর ওই ব্যক্তি নিজে মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেছেন।
এর আগে ওই ব্যক্তির স্ত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় পায়।
পুলিশ বলছে, ওই সময় গির্জায় অনেক লোকজন থাকলেও এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন না। ওই সময় উপস্থিত লোকদের মধ্যে বেশির ভাগই ছিলেন গির্জার কর্মী এবং সাধারণ মানুষ।
স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তাঁরা এই ঘটনার তদন্ত করছেন।
এক টুইট বার্তায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই গুলির ঘটনাকে আমেরিকাতে বন্দুক সহিংসতার আরেকটি ‘কাণ্ডজ্ঞানহীন দৃষ্টান্ত’ বলে বর্ণনা করেছেন। তিনি ভুক্তভোগীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে কাউন্টি শেরিফ স্কট জনস সাংবাদিকদের জানিয়েছেন, সন্তানের অভিভাবকত্ব নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর একটি মামলা চলছিল। সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে আদালতের বিধিনিষেধ আরোপ ছিল। যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সন্তানদের সঙ্গে তাঁর দেখা করতে দেওয়ার নির্দেশনা ছিল আদালতের। ওই মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করছিলেন তাঁর স্ত্রী।

গির্জার ভেতরে ঢুকে তিন মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো এলাকার একটি গির্জায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
স্যাক্রামেন্টো কাউন্টির পুলিশ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, আত্মহত্যা করা ব্যক্তি তাঁর তিন মেয়েকে নিয়ে প্রথমে গির্জায় ঢোকেন। এরপর তাদের গুলি করে হত্যা করেন। মেয়েদের বয়স পনেরো বছরের নিচে। এরপর ওই ব্যক্তি নিজে মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেছেন।
এর আগে ওই ব্যক্তির স্ত্রীকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় পায়।
পুলিশ বলছে, ওই সময় গির্জায় অনেক লোকজন থাকলেও এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত ছিলেন না। ওই সময় উপস্থিত লোকদের মধ্যে বেশির ভাগই ছিলেন গির্জার কর্মী এবং সাধারণ মানুষ।
স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তাঁরা এই ঘটনার তদন্ত করছেন।
এক টুইট বার্তায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই গুলির ঘটনাকে আমেরিকাতে বন্দুক সহিংসতার আরেকটি ‘কাণ্ডজ্ঞানহীন দৃষ্টান্ত’ বলে বর্ণনা করেছেন। তিনি ভুক্তভোগীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে কাউন্টি শেরিফ স্কট জনস সাংবাদিকদের জানিয়েছেন, সন্তানের অভিভাবকত্ব নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীর একটি মামলা চলছিল। সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে আদালতের বিধিনিষেধ আরোপ ছিল। যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সন্তানদের সঙ্গে তাঁর দেখা করতে দেওয়ার নির্দেশনা ছিল আদালতের। ওই মামলার তদন্তে পুলিশকে সহযোগিতা করছিলেন তাঁর স্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
২ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৩ ঘণ্টা আগে
হোয়াইট হাউস গাজা শাসনে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেছে। একই সঙ্গে গাজার শাসনের জন্য জাতীয় কমিটি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সদস্যদের নামও ঘোষণা করেছে।
৩ ঘণ্টা আগে