
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে বিশ্ব। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে অগ্রগামী দেশই দাপিয়ে বেড়াবে ভবিষ্যতের দুনিয়া। সে কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুদ্ধে এগিয়ে যেতে অনেক আগে থেকেই তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন।
তবে এবার যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তার অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পেন্টাগনের সফটওয়্যার বিভাগের সাবেক প্রধান নিকোলাস শাইলান। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে চীনের কাছে অনেক আগেই পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। কারণ, চীনের প্রযুক্তিগত উন্নয়নের ধারেকাছেও নেই যুক্তরাষ্ট্র। তাই সব ক্ষেত্রেই চীনের বৈশ্বিক আধিপত্য অনিবার্য।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ নতুন সব প্রযুক্তি দিয়ে দুনিয়া শাসন করবে। আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনথেটিক বায়োলজি ও জেনেটিক্সের অগ্রগতিতে চীন সবাইকে ছাড়িয়ে যাবে।
প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ধীর গতির উন্নয়নের প্রতিবাদ জানিয়ে নিকোলাস শাইলান পেন্টাগন থেকে পদত্যাগ করেছিলেন। ওই পত্রিকাকে তিনি বলেন, এটা নির্দ্বিধায় বলা যায় যে, আগামী ১৫-২০ বছরে চীনের সঙ্গে আমরা কোনোভাবেই পেরে উঠব না। ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বে ভূ-রাজনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই চীনের বিজয় অবধারিত।
তবে এর জন্য শাইলান যুক্তরাষ্ট্রের ধীর উদ্ভাবনী নীতির সমালোচনা করে প্রযুক্তিগত উন্নয়নে দেশটির গুগলের মতো টেক জায়ান্টগুলোর ওপর অতি নির্ভরতাকেই দায়ী করেন। তিনি বলেন, অথচ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনা সরকার দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোতে ব্যাপক বিনিয়োগ করে তাদের নীতি অনুযায়ী কাজ করতে বাধ্য করেছে। এর ফল এখন তারা ভোগ করছে।
রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে গুগলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি। যুক্তরাষ্ট্রের সাইবার প্রতিরক্ষাকে কিন্ডারগার্টেনের সঙ্গে তুলনা করে শাইলান বলেন, এর দায়িত্বে থাকা বেশির ভাগ লোকই অদক্ষ।
শাইলান গত সেপ্টেম্বরের শুরুতে পদত্যাগ করলেও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মুখপাত্র জানান, বিমানবাহিনীর সফটওয়্যার উন্নয়নে নিকোলাস শাইলানকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন তাদের সামরিক সচিব ফ্রাঙ্ক কেন্ডেল।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে বিশ্ব। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে অগ্রগামী দেশই দাপিয়ে বেড়াবে ভবিষ্যতের দুনিয়া। সে কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুদ্ধে এগিয়ে যেতে অনেক আগে থেকেই তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন।
তবে এবার যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তার অবস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পেন্টাগনের সফটওয়্যার বিভাগের সাবেক প্রধান নিকোলাস শাইলান। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুদ্ধে চীনের কাছে অনেক আগেই পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। কারণ, চীনের প্রযুক্তিগত উন্নয়নের ধারেকাছেও নেই যুক্তরাষ্ট্র। তাই সব ক্ষেত্রেই চীনের বৈশ্বিক আধিপত্য অনিবার্য।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ নতুন সব প্রযুক্তি দিয়ে দুনিয়া শাসন করবে। আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনথেটিক বায়োলজি ও জেনেটিক্সের অগ্রগতিতে চীন সবাইকে ছাড়িয়ে যাবে।
প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ধীর গতির উন্নয়নের প্রতিবাদ জানিয়ে নিকোলাস শাইলান পেন্টাগন থেকে পদত্যাগ করেছিলেন। ওই পত্রিকাকে তিনি বলেন, এটা নির্দ্বিধায় বলা যায় যে, আগামী ১৫-২০ বছরে চীনের সঙ্গে আমরা কোনোভাবেই পেরে উঠব না। ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বে ভূ-রাজনীতি থেকে শুরু করে সব ক্ষেত্রেই চীনের বিজয় অবধারিত।
তবে এর জন্য শাইলান যুক্তরাষ্ট্রের ধীর উদ্ভাবনী নীতির সমালোচনা করে প্রযুক্তিগত উন্নয়নে দেশটির গুগলের মতো টেক জায়ান্টগুলোর ওপর অতি নির্ভরতাকেই দায়ী করেন। তিনি বলেন, অথচ কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনা সরকার দেশটির প্রযুক্তি কোম্পানিগুলোতে ব্যাপক বিনিয়োগ করে তাদের নীতি অনুযায়ী কাজ করতে বাধ্য করেছে। এর ফল এখন তারা ভোগ করছে।
রয়টার্স এ বিষয়ে জানতে চাইলে গুগলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো উত্তর পায়নি। যুক্তরাষ্ট্রের সাইবার প্রতিরক্ষাকে কিন্ডারগার্টেনের সঙ্গে তুলনা করে শাইলান বলেন, এর দায়িত্বে থাকা বেশির ভাগ লোকই অদক্ষ।
শাইলান গত সেপ্টেম্বরের শুরুতে পদত্যাগ করলেও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মুখপাত্র জানান, বিমানবাহিনীর সফটওয়্যার উন্নয়নে নিকোলাস শাইলানকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন তাদের সামরিক সচিব ফ্রাঙ্ক কেন্ডেল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৬ মিনিট আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর ইসরায়ে
২৫ মিনিট আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে