
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ওকনর এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ডা. কেভিন ওকনর বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় চিকিৎসার প্রয়োজন নেই। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। জো বাইডেনের পুনরায় আক্রান্ত হওয়াকে ‘রিবাউন্ড’ বা প্রতিঘাত সংক্রমণ বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের পরীক্ষা করেছেন জো বাইডেন। চারবারই ফল নেতিবাচক এসেছিল। কিন্তু শনিবারে আবার ফল ইতিবাচক আসে।
জো বাইডেন স্থানীয় সময় শনিবার এক টুইটার পোস্টে বলেছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তবে আশপাশের সবার সুরক্ষার জন্য তিনি বিচ্ছিন্ন থাকবেন।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার ব্যাপারে ডা. কেভিন বলেছেন, প্রেসিডেন্টকে প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করিয়েছেন।
এর আগে গত ২১ জুলাই মৃদু উপসর্গ নিয়ে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৯ বছর বয়সী জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল, কোভিডে আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিনি।
তখন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চার দিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ওকনর এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
ডা. কেভিন ওকনর বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় চিকিৎসার প্রয়োজন নেই। তবে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। জো বাইডেনের পুনরায় আক্রান্ত হওয়াকে ‘রিবাউন্ড’ বা প্রতিঘাত সংক্রমণ বলেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।
গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের পরীক্ষা করেছেন জো বাইডেন। চারবারই ফল নেতিবাচক এসেছিল। কিন্তু শনিবারে আবার ফল ইতিবাচক আসে।
জো বাইডেন স্থানীয় সময় শনিবার এক টুইটার পোস্টে বলেছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। তবে আশপাশের সবার সুরক্ষার জন্য তিনি বিচ্ছিন্ন থাকবেন।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার ব্যাপারে ডা. কেভিন বলেছেন, প্রেসিডেন্টকে প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ সেবন করিয়েছেন।
এর আগে গত ২১ জুলাই মৃদু উপসর্গ নিয়ে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭৯ বছর বয়সী জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছিল, কোভিডে আক্রান্ত হলেও তাঁর দায়িত্ব নিয়মিতই পালন করবেন তিনি।
তখন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছিল, মধ্যপ্রাচ্য সফর থেকে ফিরে আসার চার দিন পর প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে তিনি ইসরায়েল, ফিলিস্তিন ও সৌদি আরবের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে সর্বশেষ কয়েকটি আরব দেশের নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেন তিনি।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৬ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৭ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৮ ঘণ্টা আগে