
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনা থামছেই না। এবার দেশটির আইওয়া রাজ্যের একটি গির্জার পার্কিং লটে দুই নারীকে গুলি করে হত্যার পর নিজেকেও গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেওয়ার পরপরই আইওয়ায় এ হামলার ঘটনা ঘটে।
গত কয়েক সপ্তাহে বাফেলো সুপার মার্কেট, টেক্সাসের স্কুল ও টুলসার হাসপাতালে বন্দুকধারীর হামলার পর আইওয়ায় হামলা হলো। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলা যেন যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে, গতকাল বিকলে উইসকনসিনের রেসিনে একটি কবরস্থানে এক ব্যক্তিকে সমাধিস্থ করার সময় আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
আইওয়ার কাউন্টি শেরিফের অফিসের প্রধান ডেপুটি নিকোলাস লেনি বলেছেন, ‘আইওয়ার অ্যামেস শহরের পূর্ব দিকের একটি খ্রিষ্টান গির্জার বাইরে বন্দুকধারী হামলা চালিয়েছে। গির্জার ভেতরে তখন অনুষ্ঠান চলছিল।’
হামলার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পর নিকোলাস লেনি তিনজনকেই মৃত অবস্থায় দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
এ হামলার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিষিদ্ধ করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে! যথেষ্ট!’

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলার ঘটনা থামছেই না। এবার দেশটির আইওয়া রাজ্যের একটি গির্জার পার্কিং লটে দুই নারীকে গুলি করে হত্যার পর নিজেকেও গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেওয়ার পরপরই আইওয়ায় এ হামলার ঘটনা ঘটে।
গত কয়েক সপ্তাহে বাফেলো সুপার মার্কেট, টেক্সাসের স্কুল ও টুলসার হাসপাতালে বন্দুকধারীর হামলার পর আইওয়ায় হামলা হলো। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর হামলা যেন যুক্তরাষ্ট্রে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রয়টার্স আরও জানিয়েছে, গতকাল বিকলে উইসকনসিনের রেসিনে একটি কবরস্থানে এক ব্যক্তিকে সমাধিস্থ করার সময় আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
আইওয়ার কাউন্টি শেরিফের অফিসের প্রধান ডেপুটি নিকোলাস লেনি বলেছেন, ‘আইওয়ার অ্যামেস শহরের পূর্ব দিকের একটি খ্রিষ্টান গির্জার বাইরে বন্দুকধারী হামলা চালিয়েছে। গির্জার ভেতরে তখন অনুষ্ঠান চলছিল।’
হামলার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার পর নিকোলাস লেনি তিনজনকেই মৃত অবস্থায় দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’
এ হামলার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিষিদ্ধ করতে কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যথেষ্ট হয়েছে! যথেষ্ট!’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১২ ঘণ্টা আগে