আজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেলি জানান, গতকাল বুধবার এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তবে বৈঠকের আগেই ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান জানান মুনির।
এ বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন লিখেছে, আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।
বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি উনার (মুনিরের) সঙ্গে একমত। আমি তাঁকে এখানে ডেকেছিলাম, কারণ, আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি কয়েক দিন আগে এখানেই ছিলেন। ভারত ও পাকিস্তানের সঙ্গে আমরা একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। এই দুই বুদ্ধিমান নেতা পারমাণবিক যুদ্ধের পথে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভারত ও পাকিস্তান উভয়েই বড় পারমাণবিক শক্তি।’
এই বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ফোনে কথা বলেন। তবে মোদি আবারও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না চাওয়ার ভারতের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করেন।
গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। ভারতের দাবি, পাকিস্তান-নিয়ন্ত্রিত এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটিতে তারা বিমান হামলা চালায়। এই হামলা ছিল এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়। পরে ১০ মে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এই যুদ্ধবিরতিতে ট্রাম্প বারবার নিজের কৃতিত্ব দাবি করে এসেছেন। তবে দিল্লি এই দাবি অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প-মুনির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের ৬০০ মাইলের বেশি সীমান্ত এবং দেশ দুটির মধ্যে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ট্রাম্প বলেন, ‘পাকিস্তান ইরান সম্পর্কে খুব ভালো বোঝে, সম্ভবত অন্য যেকোনো দেশের চেয়ে ভালো। তাদের ইসরায়েলের সঙ্গে খারাপ সম্পর্ক নয়, বরং তারা উভয়কেই চেনে—তবে ইরানকে আরও গভীরভাবে।’

দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কেলি জানান, গতকাল বুধবার এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তবে বৈঠকের আগেই ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান জানান মুনির।
এ বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন লিখেছে, আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।
বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি উনার (মুনিরের) সঙ্গে একমত। আমি তাঁকে এখানে ডেকেছিলাম, কারণ, আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য। আমি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি কয়েক দিন আগে এখানেই ছিলেন। ভারত ও পাকিস্তানের সঙ্গে আমরা একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। এই দুই বুদ্ধিমান নেতা পারমাণবিক যুদ্ধের পথে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভারত ও পাকিস্তান উভয়েই বড় পারমাণবিক শক্তি।’
এই বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ফোনে কথা বলেন। তবে মোদি আবারও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না চাওয়ার ভারতের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করেন।
গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। ভারতের দাবি, পাকিস্তান-নিয়ন্ত্রিত এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটিতে তারা বিমান হামলা চালায়। এই হামলা ছিল এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়। পরে ১০ মে দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এই যুদ্ধবিরতিতে ট্রাম্প বারবার নিজের কৃতিত্ব দাবি করে এসেছেন। তবে দিল্লি এই দাবি অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প-মুনির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের ৬০০ মাইলের বেশি সীমান্ত এবং দেশ দুটির মধ্যে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ট্রাম্প বলেন, ‘পাকিস্তান ইরান সম্পর্কে খুব ভালো বোঝে, সম্ভবত অন্য যেকোনো দেশের চেয়ে ভালো। তাদের ইসরায়েলের সঙ্গে খারাপ সম্পর্ক নয়, বরং তারা উভয়কেই চেনে—তবে ইরানকে আরও গভীরভাবে।’

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৪ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৫ ঘণ্টা আগে