
যুক্তরাষ্ট্রের এক আইনপ্রণেতাকে তাঁর স্বামীসহ হত্যা এবং আরেক আইনপ্রণেতাকে হত্যাচেষ্টার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (বাংলাদেশ সময় সোমবার) আটক ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ভ্যান্স বোয়েলটার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রামসে কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ‘পুলিশের নিরলস চেষ্টায় খুনি এখন আমাদের হেফাজতে। তাঁকে ধরতে সহায়তাকারী সব সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে ঐক্যবদ্ধ থাকলে ন্যায়বিচার আরও এগিয়ে যাবে।’
গত শনিবার স্থানীয় সময় সকালে, পুলিশের ছদ্মবেশে এক বন্দুকধারী বাড়িতে ঢুকে রাজ্যসভার ডেমোক্র্যাট এমপি মেলিসা হোর্টম্যান এবং তাঁর স্বামীকে গুলি করে হত্যা করে। মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ জানান, সন্দেহভাজন হামলাকারী প্রথমে সিনেটর জন এ হফম্যানের বাড়িতে গুলি চালায়, এরপর প্রায় পাঁচ মাইল দূরে আরেক আইনপ্রণেতা হোর্টম্যান দম্পতির বাসায় হামলা চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তির সঙ্গে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে, তার গাড়ি তল্লাশি করে একটি ম্যানিফেস্টো পাওয়া গেছে। সেখানে আরও কয়েকজন রাজনীতিক এবং সরকারি কর্মকর্তার নাম রয়েছে।
হামলায় হোর্টম্যান দম্পতি নিহত হলেও প্রাণে বেঁচে যান হফম্যান দম্পতি। তবে, তাঁরা গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও অন্যান্য তদন্ত সংস্থার তথ্যমতে, আটক ভ্যান্স বোয়েলটারই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।
দুই আইনপ্রণেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মিনেসোটায় যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করেছে। এই ধরনের ভয়ংকর সহিংসতা যুক্তরাষ্ট্রে আমরা কখনো মেনে নেব না।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
৫ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৬ ঘণ্টা আগে